আসসালামু আলাইকুম,
আপনি যদি নিজের বাবা-মায়ের অস্ত্র হিসেবে কখনো ব্যবহৃত হয়ে থাকেন তাহলে হয়তো আমার ব্যাথাটা একটু হলেও অনুধাবন করতে পারবেন।খোলাসা করি-
আপনাকে ঘিরে আপনার বাবা মায়ের অনেক আশা।আপনার ভালোর জন্য,আপনার সুখের জন্য তারা সবই করে যাচ্ছে।বিনিময়ে শুধু একটাই চাওয়া,আপনি একটা ভালো মেডিকেল কলেজ কিংবা পাব্লিক ভার্সিটিতে সিট রিজার্ভ করুন নিজের জন্য।আর যে মানুষগুলো আপনার জন্য নিজেদের রক্ত বিক্রি করতে প্রস্তুত,তাদের ওই সামান্য চাওয়াটুকু তো আপনি বিনা ভাবনায় পূরন করবেন বলে জানান দেবেন।আর এটাই তো হওয়া উচিৎ।
তারা শুধু একটা সিট চায়,তাহলেই তাদের সব চাওয়া পূরন হবে।পাড়ার মানুষের কাছে ভালো দাম পাবে,ফ্যামিলির দুই একজনের কড়া কথার জবাব দিতে পারবে,সন্তানকে নিয়ে গর্ব করতে পারবে।আর এগুলোর কোনোটাতেই শ্রম দিতে হবেনা তাদের,একটা সিট নিশ্চিত হলে এগুলো আপনা-আপনি হয়ে যাবে।
এদিকে আপনিও তাদের কথা মাথায় রেখে খেটে যাচ্ছেন,একটা সিট'ই তো।ইনশাল্লাহ হয়ে যাবে।যদিও নেগেটিভ চিন্তা মাথায় আনতে নেই, এটাই বলা হয়।তারপরেও পজিটিভের বিপরীতে থাকা নেগেটিভ কখনো মিথ্যা হয়ে যায়না।
মানুষ দুইটা আবার কখনো কখনো মানুষগুলো কেবোল সিট পাওয়ার পর আনন্দের কথাই ভাবে।কিন্তু সিট'টা না পেলে যে ঝড়টা যাবে সেটা কিভাবে সামাল দিতে হবে তা তারা হয়তোবা ভাবেনা।দূর্ভাগ্যবশত যদি সেই ঘটনাই ঘটে সন্তানটা হয়ে পড়ে দিশেহারা, নিজেকে ভাবতে থাকে অপরাধী। বাবা-মা মুখ কালো করে বসে থাকে,সন্তানের সাথে কথা বলতে চায়না।
এক,দেড় বা দুই বছরের সমস্ত পরিশ্রম সেদিন মিথ্যা হয়ে যায়।সমাজে একটা পরাজিত লোকের তকমা নিয়ে ঘুড়ে বেড়ায় সেই সন্তান।কারণ,তথাকথিত সমাজের যুদ্ধে সে হেরে গেছে।
এই সময়টা ভীষণ যন্ত্রনার।কোনো কিছুতে শান্তি মেলেনা,মাথায় কেবোল একটাই চিন্তা।একটা সিট লাগবেই যে করেই হোক।
জীবন বিষাক্ত সুন্দর................
CC.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.08/06/23
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |