আসসালামু আলাইকুম,
যারা আমার নিয়মিত পাঠক আছেন তারা হয়তো জানেন সমবয়সী কিংবা বড়দের সাথে মেশার চেয়ে ছোটদের সাথে মিশতেই আমি একটু বেশি ভালোবাসি।আর এদিক থেকে নিজেকে বেশ ভাগ্যবান মনে হয়।কারণ আমার ফ্যামিলিতেই হামিম,তুবা,রামিন,আয়াশ,,সুপ্ত এদের মতো বাচ্চাগুলো আছে।এর আগে অবশ্য এদের সবাইকে নিয়েই আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি।শায়ানের কথা আলাদা করে বলার প্রয়োজন আছে বলে মনে হয়না।আজ এসেছি তুবাকে নিয়ে।
মেসে যেহেতু মিল অফ আজ তিনদিন হলো তাই খাওয়ার জন্য তুবাদের বাসায় যেতে হচ্ছে নিয়মিত।আমি যাওয়ার কথা শুনলে তুবা আগে থেকেই গেটে দাঁড়ায় থাকবে।এর পিছে অবশ্য কারণ আছে।তার জন্য চকলেট নিয়ে যাওয়া আমার জন্য ফরজ কাজ,এমনও দিন গেছে কাছে টাকা না থাকলেও অন্যের কাছে থেকে টাকা নিয়ে ওর জন্য চকলেট নিয়ে গেছি।আমি যদি কখনো চকলেট বের করে না দেই তাহলে ওর একটাই কাজ আর সেটা হলো আমার প্যান্টের পকেট গুলোতে হাত দেবে আর বলবে এতো পকেট কেন?মানে কোনোভাবে সে বুঝাবে তার চকলেট চাই।
প্রতিবার বাসায় গেলে ওর কমন রুটিন হলো যতক্ষন আমি থাকবো আমার সাথে খেলবে,দৌড়াবে,ফোনে গেম খেলবে।তবে এবার বেশ ভালো রকম পরিবর্তন দেখতে পেয়েছি ওর ভেতর।এবার যাওয়ার পরেই ও আমায় একটা খাতা এনে দেখালো।আর তাতে দেখি এ, বি,সি,ডি,অ,আ লেখা।মাঝে মাঝে আবার ওর নামও লেখা আছে।একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলাম,এগুলো তুমি লিখেছো!জবাব দিলো হ্যাঁ।
তারপর টেস্ট নেয়া শুরু করলাম।এটা ওটা লিখতে বললাম,দেখি সব ঠিকই লিখেছিল।বুঝলাম শিক্ষা জীবনের সূচনা হয়েছে।শিক্ষাকে শিক্ষার মতো করে শিখুক,বাহ্যিক চাপে শিক্ষার মজা বুঝতে পারবেনা এমন যেন না হয় ওর সাথে। ওর আগ্রহ দেখে অনেক ভালো লেগেছিল।হামিম অবশ্য এদিক থেকে একটু পিছিয়ে।পড়াশুনা ওতোটা করতে চায়না তবে বুদ্ধিতে সে অন্য লেভেলে চলে গেছে।তো তুবাকে কিটক্যাটের লোভ দেখিয়ে বেশ অনেককিছু লিখিয়েছিলাম।যদিও সেটা বাকি রেখেছি এখনো।দোয়া রাখবেন যেন বছর দুয়েকের ভেতর কিটক্যাট দিতে পারি ওকে😂।
ফ্যামিলির সবগুলো পিচ্চিই আল্লাহর রহমতে অনেক ভালো,ভদ্র এবং যথেষ্ট বুদ্ধিসম্পন্ন হয়েছে।দোয়া রাখবেন এদের সবার জন্য আর যদি কিছু বাঁচে তাহলে আমার জন্যও একটু করিয়েন,মাইন্ড করবোনা।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন -
আল্লাহ হাফেজ।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.26/06/23
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাচেলরদের ম্যাচে মিল না চললে যে কতটা কষ্ট হয় সেটা বুঝি। যদিও নিজেরা রান্না করার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে তবে ভালো লাগার থেকে বিরক্তি বেশি হয়। অবশেষে আপনি খাবারের জন্য অন্য কোথাও ব্যবস্থা করে নিয়েছেন জেনে ভালো লাগলো। শিক্ষা জীবনের সূচনা মূলত পরিবার থেকেই আমরা পাই, তুবা হয়তোবা পরিবার থেকে কিছুটা শিক্ষা পেয়েছে যার কারণে তার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছেন ভালো লাগলো জন্য। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুবার লেখার আগ্রহ দেখে খুব ভালো লাগলো। বাচ্চাদের এমন কিছু আশার আলো দেখিয়েই অভ্যাস করতে হয়।কারন সব বাচ্চাই মোটামুটি চকলেট পছন্দ করে।তুবাকে কিটক্যাটটা দিয়ে দিয়েন।খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। আপনার মতো আমিও বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করি।আর সব বাচ্চাই আমাকে খুব পছন্দ ও করে ফেলে।এটা আসলে ভাগ্য।ধন্যবাদ আপনাকে ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit