এসো নিজে করি-ম্যাচের কাঠি দিয়ে দোলনা তৈরি

in hive-129948 •  3 years ago 

হ্যালো স্টিমিয়ান বন্ধুরা।আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। @rme দাদা কতৃক ঘোষিত নিয়ম অনুযায়ী আজ এসো নিজে করি সপ্তাহের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে।আর তাই আমি আপনাদের মাঝে আমার তৈরি ডিআইওয় ক্রাফট নিয়ে হাজির হয়েছি।

তো চলুন শুরু করিঃ-


ক্রাফটের নামঃদিয়াশলাই কাঠি দিয়ে দোলনা তৈরি।
প্রয়োজনীয় উপকরণঃ

  • দিয়াশলাই কাঠি (৭০ টার মতো)
  • মোটা কাগজ
  • ফেভিকল আঠা
  • গ্লু গান
  • কার্ড বোর্ড
  • সুতা
  • প্লাস্টিকের গাছ(সৌন্দর্যবর্ধনের জন্য)
  • কলমের শিষ
  • প্রয়োজনীয় উপকরণগুলোর সম্মিলিত ছবি।

    কার্যপদ্ধতিঃ-
    ধাপ-১ঃ
    সর্বপ্রথম মোটা কাগজটিকে সুবিধামতো মাপ অনুযায়ী কেটে নিতে হবে।কেটে নেওয়া কাগজের দৈর্ঘের মাপ অনুযায়ী আরেকটি কাগজ কেটে নিতে হবে কিন্তু প্রস্থ আগেরটার থেকে কম রাখতে হবে।এবার প্রথমে কাটা কাগজের প্রস্থের মাপ অনুযায়ী দুইটি কাগজ কেটে নিতে হবে কিন্তু দৈর্ঘ্য হবে আগেরটা থেকে অনেক কম।
    অর্থাৎ, মোট চারটি কাগজ কেটে নিতে হবে।

    কেটে নেওয়া প্রথম কাগজ।

    IMG20210907150145.jpg
    কেটে নেওয়া প্রথম কাগজের দৈর্ঘ্যের মাপ অনুযায়ী কাটা দ্বিতীয় কাগজ।
    IMG20210907150148.jpg
    প্রথম কাগজের প্রস্থের মাপ অনুযায়ী কাটা দুইটি কাগজ।

    ধাপ-২ঃ
    কেটে নেওয়া চারটি কাগজের উপরই এবার ফেভিকল লাগিয়ে নিয়ে দিয়াশলাই কাঠি আটকে দিতে হবে।

    IMG20210813152312.jpg

    IMG20210813160242.jpg

    IMG20210813152612.jpg

    ধাপ-৩ঃ
    এবার কাঠি লাগানো কাগজ চারটি জোড়া লাগাতে হবে।এক্ষেত্রে, দৈর্ঘ্যের মাপ অনুযায়ী কাটা কাগজটি লাগাতে হবে প্রথম কাগজের দৈর্ঘ্যের দিকে আর প্রস্থ অনুযায়ী কাটা দুইটি কাগজ লাগাতে হবে।
    IMG20210822125447.jpg

    IMG20210822125423.jpg

    ধাপ-৪ঃ
    মোটামুটি কাজ শেষ।এবার দোলনা ঝোলানোর ব্যবস্থা করতে হবে।এজন্য দুইটি মোটা কাঠি বা স্ট্র ব্যবহার করতে পারেন।
    কাঠি বা স্ট্র যাই নিন না কেন সেটার সমান চারটা অংশ নিবেন।তারপর দুইটি করে জোড়া লাগিয়ে কিছুটা ইংরেজি বর্ণের এ আকৃতিতে আনবেন।
    IMG20210828171013.jpg

    IMG20210828172829.jpg

    ধাপ-৫ঃ
    এবার কলমের শিষটিকে একটি কাগজ দিয়ে মুড়িয়ে নিয়ে কাঠি দিয়ে বানানো এ আকৃতির অংশ দুটির মাঝে ঢুকিয়ে দিতে হবে।

    IMG20210828171019.jpg

    IMG20210828172815_01.jpg

    IMG20210828173155_BURST001.jpg

    ধাপ-৬ঃ
    এবার কলমের শিষের সাথে দোলনাটি সুতো দিয়ে বেধে দিতে হবে।
    IMG20210828193337.jpg

    কাজ শেষ।এবার সৌন্দর্য বৃদ্ধির জন্য কার্ডবোর্ডের উপর দোলনাটি রেখে চারপাশে গাছ লাগিয়ে দিতে পারেন।এক্ষেত্রে ফেভিকলের চেয়ে গ্লুগান বেশি কার্যকারী হবে।
    IMG20210907153016.jpg

    এবার আমার দোলনা পুরোপুরি তৈরি।আপনারা চাইলে আরো ডিজাইন করতে পারেন।
    IMG20210907143626.jpg
    দোলনা হাতে আমি @farhantanvir

    আশা করি,আপনাদের কাছে খুব বেশি খারাপ লাগবেনা।দোয়া রাখবেন যাতে আরো কিছু আপনাদের দেখাতে পারি।

    ভালো থাকবেন,সুস্থ থাকবেন❤️

    cc.@farhantanvir
    shot on. Oppo f19 pro
    location
    date. 07/09/21

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    বাহ দারুন বানিয়েছেন তো দোলনা টি। খুব সুন্দর হয়েছে ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

    ধন্যবাদ❤️

    খুব সুন্দর বানিয়েছেন ভাইয়া।সম্পুর্ন একটা নতুন প্রজেক্ট তুলে ধরেছেন আপনি।আগে কখনও চিন্তা করিনি ম‍্যাচের কাঠি দিয়ে এত সুন্দর দোলনা বানানো যায়।আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন আপনার এই পোস্ট এ।অভিন্দন রইল আপনার জন‍্য

    ধন্যবাদ ভাইয়া❤️

    আপনার diy পোস্ট টি সত্যি অসাধরণ হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো ।

    ধন্যবাদ ভাইয়া,,আশীর্বাদ করবেন যাতে আরো এমন উপহার দিতে পারি❤️

    অসাধারণ আবিস্কার ভাই👌।আমি কখনো এরকম ভাবি ও নাই যে ম্যাচের কাঠি দিয়ে এরকম দোলনা বানানো যায়।নতুন কিছু দেখাইলেন ভাই।আপনার জন্য শুভকামনা রইলো।

    image.png

    ছবি দেখে মনে হচ্ছে যেন বড় দোলনা কিন্তু ঝুম করে দেখি ম্যাচের কাঠি।ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর ভাবে করেছেন।

    ভালোবাসা নিয়েন ভাই❤️

    ইউ ডিজার্ভ গুড । শুভেচ্ছা রইল।

    ধন্যবাদ❤️

    ম্যাচের কাঠি দিয়ে দোলনা তৈরি, বাহ কি সুন্দর ব্যাপার। অনেক ভালো লাগলো আপনার তৈরি দোলনা দেখে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

    ধন্যবাদ ভাইয়া ❤️ ভালোবাসা নিয়েন ❤️

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি জিনিস শিখলাম। জিনিসটি খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনার জন্য অনেক শুভকামনা

    স্বাগতম❤️

    খুবই সুন্দর হয়েছে দোলনাটি ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ দিদিমণি 💙