আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
বেশ অনেকদিন পর ফটোগ্রাফি পোস্ট নিয়ে এলাম আপনাদের মাঝে।আর এগুলো মূলত রোজার মাসেই তুলেছিলাম।যার মাঝে ফলের ছবিগুলো মূলত ইফতারের আগে পরেই তুলেছি আর ফুলেরগুলো যেখানে ফুল পেয়েছি সেখানেই তুলেছি।ফ্রি-তে ইনকাম সোর্স আরকি😜।
চলুন ফটোগুলো দেখা যাক-
ফটো-১
এই ফুলের নামটা অবশ্য আমার জানা নেই।বায়োলজি প্রাইভেটের বাহিরে থেকে তুলেছিলাম ছবিটা।দুইটা ফুল একসাথে ফুটেছিল।খুব সম্ভবত এই ফুল সেদিনই আমার ফার্স্ট দেখা ছিল।
তো এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।ফটোগ্রাফিতে যদিও দক্ষতা নেই তবে যেকোনো কিছু দেখলেই ফটো তোলার ইচ্ছা জাগে।
সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি,
Follow @amarbanglablog for last updates
ফটো-২
দুর্ভাগ্যবশত এইটার নামও জানিনা।মসজিদে নামাজ পড়তে গিয়ে এই ছবিটা তুলেছিলাম।পোজটা মেয়েদের পোস্ট দেখে শেখা।ফুল পেলেই তো তাদের নানা রঙঢং শুরু হয়ে যায়।
ফটো-৩
ফটো-৪
যতদূর মনে পরে তাতে এই ছবি দুইটা তুলেছিলাম দ্বিতীয় রোজার ইফতারে।মেসের সবাই মিলে ছাদে গিয়ে ইফতার করতাম।যদিও কারণবশত এখন ইফতার অফ আছে মেসে।সেদিন ফলমূল কাটার দায়িত্ব ছিল আমার।তো কাটাকুটির আগে এই ছবি দুইটা তুলেছিলাম।
ফটো-৫
বললামই তো মেসে ইফতার অফ আছে।তো সেজন্য আমার ইফতারের কোনো ঠিক ঠিকানা নেই।কোনোদিন বাহিরে থেকে কিনে এনে করি বা কোনোদিন মসজিদে গিয়ে করি।এটা ছিল ছোট মামার বাসায় দাওয়াতের দিন তোলা।এবার রোজায় বেস্ট ইফতারগুলোর একটা।
ফটো-৬
মাঝে মাঝে যখন পকেট ফোলা থাকে তখন শুধু ফলমূল দিয়েই ইফতার করি।একটা জিনিস পরিক্ষা করে দেখতে পারেন,ইফতারে ভাজা পোড়া খাওয়ার পর শরীর ছেড়ে দিলেও ফলমূল খেলে একদম ফ্রেশ-ই লাগে।এটা আমি নিজে বুঝেছি,ট্রাই করতে পারেন।
ফটো-৭
আমার সবচেয়ে প্রিয় একটা ফল তরমুজ।৩/৪ কেজির একটা তরমুজ একা শেষ করা কোনো ব্যাপার না।তবে তরমুজের কেজি এখনো ৫০ টাকার মতো,তাই তৃপ্তিটা এখনো পাইনি।
তো এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।ফটোগ্রাফিতে যদিও দক্ষতা নেই তবে যেকোনো কিছু দেখলেই ফটো তোলার ইচ্ছা জাগে।
সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি,
🌸আল্লাহ হাফেজ।🌸
©@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.17/04/23
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফির পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। আপনার দেয়া ফটোগুলোর মধ্যে ইফতারের ছবিটি অনেক সুন্দর হয়েছে। আর ঠিক বলেছেন, ভাজা পোড়া না খেয়ে ফলমূল দিয়ে ইফতার করা অনেক ভাল। ভাল থাকবেন।শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথমে যে আপনি ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করেছেন সেটার নাম আমিও জানিনা। ইফতারের জন্য দেখছি আপনি অনেক ধরনের ফল সংগ্রহ করে রেখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ও তরমুজ খুব ভাল লাগে।তবে আপনার মতো এতো খেতে পারব না।আমাদের এখানে ৬০ টাকা কেজি।এই গরমে দাম কমেনি।আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আসলে রোজা রেখে খাবার দেখতে বেশ ভাল ই লাগে।😃ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্বিতীয় ফুলটি বোধ হয় নয়ন তারা, প্রথম ফুলটি সম্পর্কে আমারও ধারণা নেই তবে অসম্ভব রকম সুন্দর কিন্তু সেই প্রথম ফুলটি, আমার কাছে প্রথম ফুলটি খুবই ভালো লেগেছে সেই সাথে এই গরমে ফলের ছবিগুলোও দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম ঠিকই বলেছেন ভাজাপোড়া খাওয়ার থেকে ফল দিয়ে ইফতার করা আমাদের শরীরের জন্য ভালো। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। আর ফল দিয়ে ইফতার করতে আমার কাছেও খুবই ভালো লাগে ।তবে ২ নং ফটোগ্রাফি ফুলের নাম সম্ভবত মিনি টগর । ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল ও ফলের কিছু দারুন ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ভাইয়া।প্রতিটি ফটোগ্রাফি দারুন লেগেছে।ইফতারির টাইম হওয়ার আগেই ইফতারির ফটোগ্রাফি😊।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit