খালার বাড়িতে আম পারার মুহুর্ত (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

IMG_20220605_140018.jpg

গতকালের পোস্টে বলেছিলাম যে, আমি ছুটি পেয়ে একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম।তো বগুড়া থেকে আমার বাড়ি যাওয়ার আগে মহাস্তান নামের একটা জায়গা আছে।হয়তো জায়গাটার নাম অনেকেই শুনেছেন।অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে এই জায়গায়া।ক্লাস ৪/৫ এর সমাজ বইয়ে বেশ অনেক আলোচনাই করা হয়েছে এই বিষয়ে।তো সেই মহাস্থানেই আমার মেজো খালার বাড়ি।গ্রাম অঞ্চল হওয়ায় ফাকা জায়গা বেশ অনেক বেশিই ওইদিকে।আম,কাঠাল থেকে শুরু করে আরো অনেক ফলই বেশ ভালো ফলে।বিশেষ করে পুরো এলাকা জুড়ে রয়েছে তালের গাছ।তালের মাত্রাতিরিক্ত ফলন হয় এই জায়গায়।

আমার বাড়িতে এবার আমের পরিমাণ অনেক কম হয়েছে বললেই চলে।তো সেইজন্য আন্টি আমায় বলেছিল যে,বাবা বাড়ি যাওয়ার সময় আমার বাড়ি হয়েই যাস আর কিছু আম নিয়ে যাস।শুক্রবার সকালে প্রাইভেট পড়ে আগে খালার বাড়িতেই গিয়েছিলাম।গিয়ে দেখি খালা আর খালাতো ভাই উঠানে দাঁড়িয়ে গল্প করছে।তো উঠানেই কিছুক্ষন ওদের সাথে আমার পড়ালেখা,খাওয়া দাওয়া এসব বিষয় নিয়ে আলোচনা করে বাড়ির ভেতরে গিয়েছিলাম।
IMG_20220605_141441.jpg

এরপর হাত মুখ ধুয়ে আমি,আন্টি,ভাইয়া আর খালু চারজন মিলে সকালের খাবার খেয়েছিলাম।একটু বিশ্রাম নিয়ে ভাইয়া এলাকার দুই তিনজন ছেলেকে ডাক দিলো আম পারার জন্য।কাচা আম খেলেও পাকা আম আমি একটুও খাইনা।তবে আম পারা দেখতে আর কুড়াইতে আমার খুবই ভালো লাগে।
বাসায় গাছগুলো ছোট ছোট হওয়ায় কাউকে তুলে দিয়ে ঝোকা দিলেই হয়,দূরত্ব অনেক কম হওয়ায় ফাটার ভয় থাকেনা বললেই চলে।তবে এখানে গাছগুলো যেমন লম্বা তেমন বিস্তৃত।তাই গাছের নিচে চার-পাঁচজন মিলে জাল ধরেছিল আর একজন গাছে উঠে ঝোকা দিচ্ছিলো।বেশ মজা মাস্তিতেই আম পারা হয়েছিল সবাই মিলে।
IMG_20220605_140221.jpg

IMG_20220605_140116.jpg

ফজলি আম,কাচামিঠা আমসহ তিন চার প্রকার আমের গাছ ছিল ওখানে।সবগুলোতেই উঠে আম পারা হয়েছিল সেসময়।তারপর সব আম বাড়িতে এনে আন্টি আমাদের জন্য,আরেক আন্টি এবং এক খালাতো বোনের জন্য কিছু আম ব্যাগে করে দিয়েছিল আমায়।
IMG20220603101906.jpg

IMG20220603103713.jpg

IMG20220603135930.jpg

সাথে অবশ্য জমি থেকে কিছু বেগুন,করলা আর মরিচ দিয়েছিল আমাদের জন্য।সবগুলো একটা বস্তায় তুলে দেখি প্রায় কেজি পনেরো ওজন।অনেক কষ্টে বাসায় এনেছিলাম।জুম্মার নামাজ পরে বাসায় ঢুকেছিলাম।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.05/06/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post was upvoted by @hustleaccepted
Use our tag #hustleaccepted and mention us at @hustleaccepted to get an instant upvote.
Also, you can post at our small community and we'll support you at Hustle Accepted

hustle accepted.png
Visit our website at Hustle Accepted

বগুরা আমার পছন্দের একটা জায়গা একবার গিয়েছিলাম ভালোই ঘুরেছিলাম।

এভাবে নানার বাসায় আমিও আম পারতে যেতাম ভাই অনুভুতি খুবই দারুন লাগতো।দারুন লিখছেন

বগুড়ায় আবার আসার জন্য দাওয়াত রইলো ভাইয়া🥰

বাজার থেকে কিনে আনা আম খাওয়ার সময় কিছুটা ভয় উৎকন্ঠা কাজ করে। আম খাওয়ার সময় বারবার মনে হয় কেমিক্যাল মিশ্রিত আম খাচ্ছি না তো। যাই হোক নিজ গাছের আম খেতে সেই ভয় উৎকন্ঠা থাকেনা। গ্রামে গিয়ে নিজেদের গাছ থেকে আম পেরে খেতে বেশ মজাই লাগে। আম পাড়ার দৃশ্য গুলা দেখতে আমার খুব ভালো লাগে। আজকে আমার এক জায়গায় আম পাড়ার দৃশ্য দেখে খুব ভালো লাগলো। তাই একটা ফটোগ্রাফি করেও নিয়েছি। আপনার আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ঠিকই বলেছেন ভাই,এই যুগে নির্ভেজাল কিছুই নেই।উৎকন্ঠা থাকাই স্বাভাবিক।
আর হ্যাঁ,ঘটনাটি পারলে শেয়ার করবেন কিন্তু💙

ছোটবেলায় যখন নানাবাড়িতে বেড়াতে যেতাম তখন গাছ থেকে আম কিংবা অন্য কোনো ফল পেড়ে খেতাম আসলে খুব তার অনুভূতি ছিল অন্যরকম। আজকে আপনার খালা বাড়িতে আম পেরেছেন শুনে খুবই ভালো লাগলো। আর আপনি সেখান থেকে বেগুন করলা ও মরিচ নিয়ে এসেছেন দেখে তো বোঝা যাচ্ছে অনেক কিছু। অনেক ধন্যবাদ আপনাকে সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

ছোটবেলার এসব সোনায় মুরোনো স্মৃতিগুলো মনে হলে আসলেই অনেক খারাপ লাগে।আবার যদি ফিরে যেতে পারতাম🥺

আম পাড়ার অনেক সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সত্যি কথা বলতে নিজের গাছ থেকে আম পাড়ার আনন্দ অন্যরকম। ছোটবেলায় আমিও আমার খালার বাসায় গিয়ে গাছে উঠে আম পারতাম। তবে এখন বড় হওয়ার কারণে তা আর হয়ে ওঠে না। আপনার আজকের পোস্ট দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল ভাইয়া ধন্যবাদ

সত্যি বলতে অনেকক্ষেত্রে বড় হয়ে ওঠাই যেন প্রতিবন্ধকতা।
ভালোবাসা নিয়েন 🥰

গাছ থেকে টাটকা আমার নিজে হাতে পাড়ার মজাই আলাদা আমি গ্রামে গেলে আর আমের সিজন থাকলে আমি নিজেই গাছ থেকে পেড়ে ফেলি। পাকা আমের মজাই আলাদা।

খালার বাড়ীতে আমপারার কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। 15 কেজি আম একা একা বাড়িতে নিয়ে আসলেন আমাদের একবারও ডাকো দিলেন না। যদি আমাদেরকে বলতেন তাহলে অবশ্যই চলে যেতাম আম খাবার জন্য।

এহেরে🤦‍♂️পাপ করে ফেলেছি তো🥺।
আসছে বছর পাপের মাশুল দিয়ে দেবোনি😓