"এসো নিজে করি"-সপ্তাহ (হলোগ্রাম প্রজেক্টর তৈরি)

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও খুব ভালো আছি।চলছে "এসো নিজে করি" সপ্তাহ।আর এই সপ্তাহে আমি আমার দ্বিতীয় মডেল নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি।যে মডেলটির নাম দিয়েছি,"হলোগ্রাম প্রজেক্টর।"তো চলুন দেরি না করে শুরু করি।

হলোগ্রাম প্রজেক্টেরঃ-


এই জিনিসটি তেমন উপকারী জিনিস না হলেও খুব ভালো বিনোদন দিতে সিদ্ধহস্ত।আশা করি,বিষয়টি আপনারাও উপভোগ করবেন।আর হ্যাঁ, আপনাদের বাসায় যদি টিনটিন বাবুর মতো ছোট্ট বাবু থাকে তাহলে মাঝে মাঝে কান্না থামানোর জন্য ব্যবহার করতেই পারেন।জিনিসটি তৈরি অত্যন্ত সহজ।বড়জোর ২০মিনিট সময় ব্যয় হবে এটি বানানোর জন্য।তৈরি করতে যা যা লাগবে-

  • ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিক
  • কস্টেপ
  • ভিজিটিং কার্ড
  • কাচি
  • পেন্সিল
  • সুপার গ্লু
    • IMG20210811152516.jpg

      ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিক নিয়ে আগে বলি।আপনারা অনেক সময় কিছু কিনলে তার বাক্সের সাথে এক ধরনের স্বচ্ছ পাতলা প্লাস্টিক দেখতে পাবেন।ইলেকট্রনিক জিনিসের বাক্সে এগুলো বেশি থাকে।তারপর ফোনে যে প্রটেক্টর ব্যবহার করেন সেটিও এই প্লাস্টিক।আমার কাছে অতিরিক্ত একটি প্রটেক্টর থাকায় আমি সেটিই ব্যবহার করেছি।

      প্রস্তুত প্রণালিঃ

      ধাপ-১ঃ
      প্রথমে ভিজিটিং কার্ড নিয়ে নিচের ছবির মতন করে সুবিধাজনক একটি অংশ নিয়ে পেন্সিল দিয়ে মার্ক করে নিয়ে কেটে নিন।
      IMG20210811152951.jpg
      কেটে নেওয়া অংশটিকে প্লাস্টিকটি সমান ভাবে কাটার জন্য আদর্শ হিসেবে নেওয়া হয়েছে।

      ধাপ-২ঃ
      এবার যে মাপে কার্ডটি কেটে নিলেন ঠিক সেই মাপ নিয়েই প্লাস্টিকটিকটি থেকে সমান চারটি অংশ কেটে নিবেন।
      IMG20210811155106.jpg

      ধাপ-৩ঃ
      কেটে নেওয়া অংশ চারটিকে পাশাপাশি রেখে একটার সাথে আরেকটা কস্টেপ দিয়ে লাগায় দিবেন,ঠিক ছবির মতো করে।
      IMG20210811155826.jpg

      ধাপ-৪ঃ
      কস্টেপ লাগানো শেষ হলে জিনিসটি হাতে নিয়ে ফাকা দুই প্রান্ত লাগিয়ে দেবেন টেপ দিয়ে।লাগানোর পর জিনিসটা দেখতে নিচের ছবির মতো হবে।
      IMG20210811160110.jpg

      IMG20210811160215.jpg

      ধাপ-৫ঃ
      এটিই শেষ ধাপ।জিনিসটির প্রত্যেকটি কোনায় কোনায় সুপার গ্লু লাগিয়ে শুকানোর পর টেপগুলো আস্তে করে খুলে ফেলুন।ব্যাস,তৈরি হয়ে গেছে আপনার হলোগ্রাম প্রজেক্টের।
      IMG20210811162653.jpg
      তৈরিকৃত হলোগ্রাম প্রজেক্টের সহ আমি @farhantanvir
      এবার ব্যবহার দেখানোর পালা,এজন্য আপনাদের ইউটিউবে গিয়ে যেকোনো একটি হলোগ্রাম ভিডিও বের করতে হবে।আপনাদের সুবিধার জন্য আমি একটি ভিডিওর লিংক দিচ্ছি
      আমার তৈরি প্রজেক্টের দিয়ে ভিডিও চালানোর সময় তোলা কয়েকটি ছবিঃ

      IMG20210811163639.jpg

      IMG20210811163704.jpg

      IMG20210811163918.jpg

      বিনোদন পাবেন ভেবে বানাতে গিয়ে সাবধানতা ভুলবেন না।অন্তত পক্ষে নিচের কয়েকটি কথা মাথায় রাখিয়েন;

      • প্লাস্টিকটি যাতে দাগমুক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন।
      • কাটার সময় যদি টুকরোগুলো সমান না হয় তাহলে কিন্তু টুকরোগুলো জোরা লাগাতে গিয়ে সমস্যা হবে।
      • সুপার গ্লু ব্যবহারের সময় খেয়াল রাখবেন যাতে তা আংগুলে কিংবা শরীরের কোথাও না লাগে।
      • আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও চালানোর সময় ঘর অবশ্যই অন্ধকার রাখতে হবে।
      • ভিডিও অন করার পর আপনার তৈরি করা প্রজেক্টরটি ডিসপ্লের ঠিক মাঝামাঝি রাখবেন।
        • Cc.@farhantanvir
          Shot on.oppo f19 pro
          Location
          Date.11/08/21

          সমাপ্ত

          Authors get paid when people like you upvote their post.
          If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
          Sort Order:  

          খুব সুন্দর হয়েছে আপনার তৈরিকৃত জিনিসটি।ধন্যবাদ আপনাকে।

          আপনাকেও ধন্যবাদ আপুমণি❣️

          বাহ অনেক সুন্দর। আপনার এই প্রজেক্টর তৈরির আইডিয়া টা ক্রিয়েটিভ ছিল।

          ধন্যবাদ ভাইয়া,আশা করি আগামীতে আরো নতুন কিছি দেখাতে পারবো😊

          চমৎকার

          ভালোবাসা নিয়েন💙

          সুন্দর তো ।ভালোই বানিয়েছো ।শুভেচ্ছা রইল তোমার জন্য।

          ধন্যবাদ,ভালোবাসা নিয়েন❣️

          অনেক যত্ন সহকারে সুন্দর বানিয়েছেন অনেক ধন্যবাদ।

          ভালোবাসা নিয়েন,আশা করি আগামীতে আরো ভালো জিনিস বানায়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো❤️

          বাহ সুন্দর। একটি ভিন্ন ধরনের জিনিস তৈরি করেছেন।শুভ কামনা রইল

          সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। আশা করি আরো অনেককিছু দেখাতে পারবো😊