ক্যাপশন না গল্প পড়ুন!(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

কয়টা কথা আগেই বলি।ক্যাপশন দেখে মনে হতে পারে একটু অন্যরকম গল্প হবে হয়তো।আসলে তা না,সাধারণ বিষয়েই লেখা আজকের গল্পটাও।আসলে আমি এটা ভাবতে পারছিলাম না যে গল্পটার সাথে কি ক্যাপশন যায়।এককভাবে-না ছিলো সাইক্লিং,না ছিলো মোমোইন এর ভেতরে ঘোরাফেরা।বলতে গেলে দুইয়ের মিশ্রন।এবার গল্পে আসি....

রবিবার,মঙ্গলবার আর বৃহস্পতিবার বিকাল ৪ঃ৩০ থেকে আমার বায়োলজি প্রাইভেট থাকে।গতকাল যেহেতু রবিবার ছিল সেজন্য অন্যান্য দিনগুলোর মতো কালও ঠিক সময়েই প্রাইভেটের জন্য বের হয়েছিলাম।পৌঁছে জানতে পারলাম ভাইয়া কোনো এক কারণে পড়াবেনা।তো কি আর করার।ঘুরে আবার মেসের দিকে আসছিলাম।রাস্তায় অন্য ফ্রেন্ডগুলোর সাথে দেখা হলো ওরাও আসছিল প্রাইভেটে।তো ওদের বলে দিলাম পড়াবেনা।
মেসে চলে আসলাম।একটু পর দেখি দুইটা বন্ধু আমার মেসের সামনে সাইকেল নিয়ে হাজির।বললো চল মমোইনের দিকে যাই,একটু ঘুরে আসি।একটু বিস্মিত হয়ে আমি বললাম সাইকেল নিয়ে?!
ওরা একটু মজা নিয়ে বললো,আরে বড়জোর ২০ মিনিট লাগবে।চল যাই।ভাবলাম সময় যেহেতু আছেই,তো যাওয়াই যায়।ওদেরকে ভেতরে বসিয়ে আমি রেডি হয়ে নিয়ে একটু পর একসাথে বেরিয়ে পরলাম।
সাইকেল চালাইতে চালাইতে বিরক্তি আসছিলো।দুইবার সাইকেল পাল্টাপাল্টি করেছিলাম।প্রায় ২৭/২৮ মিনিট পর মমোইনে পৌছেছিলাম।ওহ,আমি তো এটাই বলিনি যে মমোইন টা কি?আমাদের এখানে একটা পাচ তারা হোটেল এর নাম মমোইন।আর যেহেতু আমি এই গল্পে মমোইনের ভেতরে যাইনি তাই ওতো বিস্তারিত বলতেও পারছিনা।
মমোইনের এরিয়ার ভেতরই একটা দিকে ইকো পার্ক চালু হচ্ছে।এখনো কাজ চলছে তো তাই আপাতত কোনো টিকেট লাগছেনা।তিনজন মিলে ওখানে গিয়ে মটকা চা,চিকেন রোল আর সামুচা খেয়ে কিছুক্ষন সময় কাটিয়েছিলাম।

IMG20220313183632.jpg

IMG20220313183849.jpg

IMG20220313183843.jpg
ছবি তোলার আগেই নাফিস ওর রোলটা খেয়ে ফেলেছিল😂।
IMG20220313185504.jpg

IMG20220313184457.jpg

প্রায় ৩০/৪০ মিনিট ছিলাম ওখানে।সন্ধ্যা হয়ে এসেছিল তো তাই জায়গাটা খুব বেশি ঘুরিনি এবং আপনাদের সামনে পুরো জায়গাটা তুলেও ধরতে পারলাম না।
IMG20220313190532.jpg

IMG20220313190625.jpg

এই দোকান থেকেই খাবারগুলো কিনেছিলাম আমরা।বেশ ভালোই ছিল সবকিছু।

IMG20220313184252.jpg
আমি @farhantanvir, নাইম সাদিক ও নাফিস মুবাসশির।
IMG-20220313-WA0000.jpg

IMG20220313192218.jpg

IMG20220313184601.jpg
ব্যাটারা ছবি তুলতে ব্যস্ত🤣।

হাসি তামাশায় সময়টুকু খুব ভালোই কেটেছিল।ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সাইকেলিং এর সময়।চাইলে দেখতে পারেন।

https://youtube.com/shorts/LbIggUZe3rQ?feature=share

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.14/03/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ক্যাপশন ছাড়া কোন কিছু লিখতে গেলে বা বলতে গেলে অনেক সময় ক্যাপশন কি দেওয়া যায় সেটাও মাথায় আসে না। তবে আপনার দিনটি ছিল অন্যরকম,মমোইন একটি রেস্টুরেন্টে এবং কি সেখানে একটা ইকো পার্ক গড়ে তোলা হচ্ছে। তবে ফটোগ্রাফি গুলো ছিল বেশ ধারুণ এবং কি সব মিলিয়ে খুব দারুণ লিখেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া❣️

ক‍্যাপশন টা দেখেই তোমার পোস্ট পড়ার আগ্রহ টা তৈরি হলো। মেস লাইফটাই বন্ধুদের সাথে ঘোরাঘুরি আড্ডা দেওয়ার সেরা সময়। বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনি। এবং এই বয়সে সাইকেল একেবারে সঠিক বাহন আমাদের জন্য। অনেক ভালো পোস্ট ছিল।

সময়টা আসলেই খুব ভালো কেটেছিল।ধন্যবাদ আপনাকে🖤