আসসালামু আলাইকুম,
আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
স্কুল ছেড়ে কলেজে ওঠার পর থেকে জীবনে যে আমুল পরিবর্তন এসেছে তা বলার মতো না।ছোট থেকে যে পরিবেশটায় বেড়ে উঠেছি সেই পরিবেশটাই হঠাৎ করে অচেনা হয়ে গেছে।নতুনভাবে দেখতে শুরু করেছি সবকিছু,নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করছি নতুনভাবে।যাইহোক,কলেজে আসার পর অনুষ্ঠান বলতে যা পেয়েছি তা হলো নবীন বরণ অনুষ্ঠান।এছাড়া আর যা আছে তা হলো দুই একটা অভিভাবক সমাবেশ। গত সপ্তাহে আমাদের ইয়ার ফাইনাল এক্সামের রেজাল্ট পাবলিশ হওয়ার পর আর তাতে সবাই ভালো রেজাল্ট করেছে জন্য টিচাররা একটা ক্লাস পার্টি করার অনুমতি দেন।তো সেই অনুযায়ী ২০০ টাকা করে চাঁদা তুলে একটা ক্লাস পার্টি করা হয়েছিল।
পার্টি হয়েছিল গত ২৭ তারিখে।সবাইকে ওরা ১০ টার ওদিক যেতে বলেছিলো।মেস থেকে আমি আর লিমন বের হয়েছিলাম ১০ টার পরেই।কারণ,ওই সময় গেলে হাতে গোনা দু-চারজন ছাড়া কাউকেই পেতাম না।
যাইহোক,যাওয়ার পর দেখি বেশ ভালোই ডেকোরেশন করেছে রুমটা।বেলুন,পার্টি লাইট,সাউন্ড বক্স,বিভিন্ন পেপার ক্রাফট এগুল দিয়ে রুমটা ভালোই সাজিয়েছিল।
হাল্কা নাস্তা হিসেবে ছিল পেয়ারা,আপেল,আনারস,মিষ্টি আর ১৪ পাউন্ডের একটা কেক।যদিও ভীড়ের ভেতর আপেল আনারস আর পেয়ারার মুখ আমি দেখতে পারিনি।
১১ টার ওদিক আমাদের পিপিএম এবং প্রিন্সিপাল সহ অন্যান্য স্যাররা এসে আমাদের অনুষ্ঠানের সূচনা করেন।
ওনারা চলে যাওয়ার পর কি হয়েছে বুঝতেই পারছেন।বক্সে গান শুরু হয়ে গিয়েছিল আর এদিকে যে যার মতো পারছে বডি ঝাকাচ্ছে।
এখানে একটা জিনিস হয়তো অনেকেই খেয়াল করেছেন।এসব অনুষ্ঠানে মূলত তিন ক্যাটাগরির ছেলেপেলে থাকে।এক নাম্বারে আছে যারা পুরো অনুষ্ঠানটা নেচে গেয়ে উপভোগ করে,এক শ্রেণী আছে যারা দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে আর এক শ্রেণী আছে যারা চেয়ারে চুপ করে বসে থাকে,আশেপাশে সুনামি হয়ে গেলেও হাত পা নড়েনা।আমাদের কথায় এরা ফার্স্ট বেঞ্চার😆।
তো ভাই,আমি লাইফ ইনজয় করতে চাই।পুতুল হয়ে বসে থাকতেই যদি হয় তো টাকা খরচ করে আমি ওখানে কেন যাবো! আমি নেচেছি নিজের মতো😉।ওই দুই আড়াই ঘন্টা ব্যাপক মজা করেছি আমি।অথচ যে লিমন আমার সাথে গেলো, সে চেয়ার থেকেই ওঠেনি।
নাচ দেখতে ইচ্ছা করছে তাইনা?জানি জানি করছে।নেন ভিডিও দিলাম।বলে রাখা ভালো,শেষের দিকে যে ছেলেটা নেচেছে ও প্রফেশনাল।
দুপুর ১ টার ওদিকে আর কারো এনার্জি নেই।খাওয়ার জন্য সবাই ব্যস্ত তখন।খাবারে ছিল এক প্যাকেট করে বিরিয়ানি,একটা ছোট মোজো আর ভাগ্যে থাকা এক পিছ কেক।
ওখানেই খাওয়া৷ দাওয়া করে কিছুক্ষন রেস্ট নিয়ে আবার লিমনকে সাথে নিয়ে মেসে চলে এসেছিলাম।
ওই সময়টুকু বেশ ভালোই কেটেছিল, আর বলার কিছুই নেই এ বিষয়ে।ছবিতে দেখেই বুঝতে পারছেন সময়টুকু কেমন ছিল।
আজকের মতো এটুকুই।আশা করি ভালো লাগবে আপনাদের।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro & realme 8
Location
Date.05/12/22
ক্লাস পার্টি অনুষ্ঠানে বন্ধুদের সাথে অনেক সুন্দর মুহূর্ত ও সময় কাটিয়েছেন ভাইয়া। সত্যি এই দিন গুলো ভুলার মতো নয়। কখনো বিদায় অনুষ্ঠান আবার কখনো নতুন করে নবীন বরণ অনুষ্ঠান। এই দিনগুলোর সাথে অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। আজকে আপনার ক্লাস পার্টির অনুষ্ঠানের এত সুন্দর মুহূর্ত দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে স্মৃতিচারণ করাও তো দরকার😁।ধন্যবাদ আপু😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লাস পার্টি বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আসলে এই মুহূর্তগুলো জীবনে বারবার ফিরে আসে না। জীবনের খাতায় স্মৃতি হয়ে এই মুহূর্তগুলো রয়ে যাবে। নিশ্চয় আপনি খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। সবাই মিলে অনেক হাসি আনন্দ মাস্তি করেছেন দেখে খুবই ভালো লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য💜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit