এটা কখনোই আমার মাথা ঘামানোর বিষয় ছিলো না। এমনকি সমস্যাও নয়। কিন্তু, গত কয়েকদিন ধরেই ব্যাপারটা অনেক বেশি ভাবাচ্ছে। ভাবছি, সমস্যাটা কার? আমার, না মানুষগুলোর, নাকি সমাজের? সমস্যাটা কি তা বলার আগে নিজের একটা বর্ণণা দিয়ে নেই! আমি সাড়ে ৫ ফুট উচ্চতার একটা গোলগাল মানুষ। স্বাভাবিকের চেয়ে উচ্চতা অনুযায়ী ওজন একটু বেশি।
Link
সেটা নিয়ে অবশ্য আমার খুব একটা সমস্যা নেই। আমি মোটামুটি সারাদিন দৌড়ের ওপর থাকতে ভালোবাসা মানুষ। কোথাও একদন্ড অর্থহীন বেকার বসে থাকাটা খুব অপছন্দ। সকালবেলা ঘুম থেকে উঠবার পর পরই দৌড়ের শুরু।
প্রায় দিনই বাসায় যে ট্রাউজারটা কিংবা থ্রি-কোয়ার্টার টা পরা থাকি, তার ওপরেই গেঞ্জি পালটে ফতুয়া পরে রওয়ানা হয়ে গন্তব্যে যাই।
সারাদিন বয়ে নিয়ে বেরানোর ব্যাগটা আগের দিন বাসায় ফিরে যেখানে রাখি সেখান থেকেই ওটাকে টান দিয়ে নিয়ে কাঁধে চাপিয়ে, হাতঘড়িটা পড়তে পড়তে পায়ে স্যান্ডেল গলিয়ে বের হয়ে যাই। হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে গেট দিয়ে বের হই। প্রতিদিনের চিত্রটা মোটামুটি এরকমই... গেট দিয়ে বের হবার আগ পর্যন্ত সমস্যা হয়না। গেট পার হবার সাথে সাথেই মনে হয় আমি যেন একটা ভিনগ্রহ থেকে আসা প্রাণী! প্রথম প্রথম ভাবি, কেন আমার দিকে সবাই তাকাচ্ছে এভাবে?...তারপর নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি!...আমার গেট-আপ! কানে হেডফোন থাকে, তাই মানুষ ভাবে পাশ দিয়ে যাবার সময় একটা বিশ্রী মন্তব্য করে গেলে সেটা শুনবো না।আজ আবার কি হইছিলো জানেন?একটু একটু ঠান্ডা লাগছিল তাই চাদর জড়িয়ে প্রাইভেটে যাচ্ছিলাম।নাহলেও দশজন সরাসরি বলেছে,কিরে ঠান্ডা তো তুই নামাইলি।
সবসময় মুখে বলেনা কিন্তু মাঝে মাঝে শুনে ফেলি। মানুষের বিভিন্ন জাতের দৃষ্টির সাথে বিনিময় করতে হয়। কতগুলো দৃষ্টির প্রত্যুত্তর দৃষ্টি দেই, কতগুলা দেই না। মাঝে মাঝে হাসিই পায়, মানুষ আমাকে পাগল ভাবে! কিংবা ভাবে উচ্ছৃঙ্খল। আবার কেউ কেউ ভাবে আমি ‘চারুকলা প্রডাক্ট’ তাই এমন গেট-আপ।
Link
তাদের ধারণা এমন চলাফেরা কেবল চারুকলা গোত্রেরই হয়ে থাকে। মাঝে মাঝে বিরক্তও লাগে। কেন মানুষগুলো স্বাভাবিক দৃষ্টিতে তাকায় না? কেন সহজভাবে ব্যাপারগুলো নিতে পারেনা? ...এই বিরক্তিটা কেবল নিজের জন্য কাজ করে না, অন্যদের কথাও ভাবনায় আসে। সমস্যাটা কার? আমার কিংবা আমাদের?...আমি বা আমরা তাদের এভাবে ভাবাই? ... মানুষগুলোর? ...তারা ওভাবে ভাবে?... নাকি সমাজের?...সময়ের সাথে প্রগতিশীল না হয়ে ক্রমাগত যে পিছিয়ে যাচ্ছে সেই সমাজ ওদেরকে এভাবে ভাবায়?... সমস্যাটা আসলে কার?......
Cc.@farhantanvir
Date.25/10/21
ভাই আপনি অসাধারণ একটি ব্লগ লিখেছেন যদি বিষয়টি আপনার জন্য হয়ে থাকে আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আসলে আমরা মানুষ, মানুষের একেক জনের একেক রকম চিন্তা ধারা। আমি বলব বিষয়টি আপনি সহজভাবে নিয়ে নিজের মতো করে চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করছি ভাই তবে মাঝে মাঝে সহ্যক্ষমতা অতিক্রম করে ফেলে😕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বুঝতে পারছি আপনি যে সমাজে বাস করেন, তা হয়তো বেশি শিক্ষিত নয়,অথবা কর্মক্ষম মানুষ খু্ব কম রয়েছে।
তাদের কোন কাজ নেই তাই হয়তো আপনার সমালোচনায় ব্যস্ত থাকে।
কোন ব্যাপার না।
ওরাই একদিন আপনাকে ডেকে বলবে খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই নিজের দিনলিপি শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষিত না এটা বলা ভুল হবে, তবে প্রকৃত শিক্ষার অভাব এটা বলা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
পুরাতন user এর থেকে এমন কার্যক্রম মেনে নেয়া যায়না। আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হচ্ছে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/h4hMjcuu
https://amader-kotha.com/page/433620/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit