ফ্রাইডে - ওয়েব সিরিজ রিভিউ (স্পয়লার ফ্রি)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

ইদানীং আমাদের দেশে বেশ ভালো মানের মুভি খুব বেশিই তৈরি হচ্ছে বলা চলে।আর এই সুবাদে বেশ অনেকগুলো নতুন মুখ উঠে আসছে চলচিত্র জগতে।তেমনই দুইটা নতুন মুখের কথা না বললেই নয়,তমা মির্জা আর নাসির উদ্দিন খান।নাসির উদ্দিন খান যদিও পুরাতন এক্টর তবে ইদানীং তার জনপ্রিয়তা বেশ ভালো।অন্যদিকে অভিনেত্রী তমা মির্জার কথা না বললেই নয়।"দ্যা ডার্ক সাইড অফ ঢাকা"- এখান থেকেই নাম পেয়ে যান তমা মির্জা।তারপর থেকে চলছে একের পর এক বড় কাজ।মূলত এই দুজনের জন্যই মুভিটা আমার দেখা।

তো চলুন ছোট একটা রিভিউ দেয়া যাক-

Screenshot_2023-03-17-14-51-41-29_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg
Made with Canva

ওয়েব সিরিজটি সম্পর্কে কিছু তথ্য

----------
নামফ্রাইডে (Friday)
অরিজিনবাংলাদেশী
পরিচালকরায়হান রাফি
অভিনয়েতমা মির্জা(মুনা),নাসির উদ্দিন খান(পকাত) সহ প্রমুখ
মুক্তি১০ ফেব্রুয়ারি,২০২৩
ব্যবধান১ ঘন্টা ২৩ মিনিট
প্লাটফর্মবিংগে

সংক্ষিপ্ত রিভিউ-


"মায়াশালিক" আর "দ্যা সাইলেন্স" এর পর রায়হান রাফি আরেকটি কাজ নিয়ে এসেছেন আমাদের মাঝে এবং সেটিই হলো " ফ্রাইডে।" অন্য কোনো মুভির সাথে তুলনা করে রিভিউ দেবোনা,দেখা যেতে পারে যেই মুভির সাথে তুলনা করবো সেটা আপনারা দেখেননি।তাই আলাদা করে বলাই ভালো।

IMG_20230317_143441.jpg

শুরুতেই বলে রাখি-পর্দায় নৃশংসতা,এডাল্ট সিন,শ্রুতিকটু শব্দ যারা দেখার ক্ষমতা রাখেন তাদের জন্য এই মুভি।
স্টোরিটা সাধারণ তবে এক্টিং,কোরিওগ্রাফি,সাউন্ড কোয়ালিটি,প্লেস সব ছিল বেশ নজরকাড়া।নাসির উদ্দিন খান এখানে পলাশ কাদের তরফদার(পকাত) নামে মুনা তথা তমা মির্জার স্বামীর অভিনয়ে ছিলেন।অন্য মুভিগুলোর মতো এখানেও নাসির উদ্দিন বেশ ভালো মানের লুচ্চার ক্যারেক্টারই প্লে করেছে।
অপরদিকে মুভির বেশ ভালো একটা অংশজুড়ে তমা মির্জাকে অসহায় একজন মহিলার চরিত্রেই দেখা যায়।কিন্তু একটা সময় এসে পুরো ১৮০° ঘুরে তার চরিত্র পিশাচিনীর রুপ নেয়।আর মুভিটার টুইস্ট ঠিক এখানেই।নৃশংসভাবে হত্যা করে স্বামী,মা,বাবা,বাড়ির মালিক আর ছোট বোনকে।

IMG_20230317_143510.jpg

সাদা-সিদে স্বভাবের একজন মহিলা হঠাৎ করে এতো নৃশংস হলো কেন?

আমার মতামত

ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি না এটা।তবে যারা ওয়েব-সিরিজ লাভার আছি তাদের জন্য বেশ ভালো একটা মুহুর্ত কাটবে এটা দেখলে।অফ স্ক্রিনে থাকা লোকগুলোর বেশ ভালো পরিশ্রমের মাধ্যমেই মুভিটার কোয়ালিটি এতো ভালো ছিল।ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে প্রায় সবকিছুই ভালো ছিল।

ব্যক্তিগত রেটিংঃ-
স্টোরি:৬/১০
এক্টিং :৮/১০

বিংগে লিংক

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDo...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBduWScUFFxQ8XYYWKibqh3L.png

সবাইকে দেখার জন্য বলবোনা মুভিটা।তবে ওয়েব-সিরিজ লাভাররা দেখতে পারেন।ভালো লাগবে আশা করি।
সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি,

🌼আল্লাহ হাফেজ। 🌼

©@farhantanvir
Image. Taken as screenshot from binge
Date.17/03/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png