মেসে থাকি বলে গোছগাছ থাকা দোষের নাকি?(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম,এবিবি-বাসী।আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

IMG_20220621_104643.jpg

আচ্ছা,আপনাদের মাঝেও কি এমন কেউ বা কারা আছেন যার বা যাদের মনে হয়,মেস মানেই একটা অগোছালো পরিবেশ,একটা এলোমেলো জায়গা?আর সত্যি বলতে মেসে ওঠার আগে আমি নিজেও এমন ভাবতাম।আর ভাবার পিছে অবশ্য কারণও ছিল।আমি নিজে মেসে থাকার আগে যত মেসে গিয়েছি, প্রায় সবখানেই দেখেছি একদম এলোমেলো পরিবেশ।তোশকের উপর কাপড় ছড়ানো ছেটানো,স্ট্যাডি টেবিলের উপর কাপড় ফেলে রাখা,জুতা আবার তোশকের পাশে।মানে,যাচ্ছে তাই অবস্থা!!

তো কিছুদিন আমার এখানেও ওমন ছিল।জুতার বালি দিয়ে ডাইনিং এর অবস্থা একদম অসহ্যকর থাকতো সবসময়।রান্নাঘরে হাড়ি-পাতিলগুলো এলোমেলো করা থাকতো।ছেলে মানুষ তো সব,তাই স্বভাবগতভাবেই এসব গায়ে লাগেনা।
কিন্তু,আমার কেনজানি এই বিষয়গুলো কেমন খিতখিতে লাগতো।রুচিই হতোনা থাকার।ঘুম থেকে উঠেই যখন এমন দেখতাম,মনে হতো যেন গোয়াল ঘরে আছি।
সহ্যসীমা অতিক্রম করার আগেই,জেনিন আর সৌমিককে বললাম-জুতা রাখার জন্য একটা র‍্যাক আর রান্না ঘরের জন্য একটা র‍্যাক কিনতে হবে।ওরা কেমন কেমন করছিলো,মানে এটা বোঝাচ্ছিলো যেন ওই খরচ করাটা এমনিই হবে।আমি ওদের ভাব বুঝতে পেরেও না বোঝার ভান করে একপ্রকার জোর খাটিয়েই ওদের মানিয়ে নিয়ে গিয়েছিলাম ওগুলো।কেনার জন্য।
IMG20220607202806.jpg

IMG20220607202737.jpg

IMG20220607202832.jpg

বাসার পাশেই দোকান।তাই বেশিদূর যেতে হয়নি কেনার জন্য।আমাদের প্ল্যান জাস্ট একটা বছর কোনোভাবে কাটায় দেওয়া।তাই ওতো দামী র‍্যাক কেনার তো কোনো মানে হয়না।তবুও যেমনটা ধারনা করে গিয়েছিলাম দোকানে,তার থেকে অনেক বেশিই ছিল র‍্যাকগুলোর দাম।আমরা ভেবেছিলাম ২০০/২৫০ হবে হয়তো।দোকানে গিয়ে শুনি লোয়েস্ট ৪০০ টাকা।কি আর করার!নিতে তো হবেই।তবুও একটু দর-দাম করে দুইটা র‍্যাক নিয়েছিলাম ৭৫০ টাকা দিয়ে।এরপর একটা রিক্সা ঠিক করে আমি আর জেনিন দুজন মিলে র‍্যাক দুটো এনেছিলাম।
IMG-20220608-WA0005.jpg

IMG-20220608-WA0007.jpg

রিক্সা থেকে নামিয়ে ছয় তলায় তোলাটাই ছিল সবচেয়ে প্যারাদায়ক কাজ। যাইহোক,মিলেমিশে উপর তোলার পর সবকিছু গুছিয়ে র‍্যাকে তুলেছিলাম।গোছগাছ করার পর যেন পরিবেশটাই পালটে গিয়েছিল।ভাল্লাগছিলো অনেক।পড়াশুনাতেও আলাদা একটা মনোযোগ আসছিল।
IMG_20220621_112210.jpg

বাসায় ঢুকলে আর যাই বলুক,নোংরা বা এই টাইপের কিছু অন্তত কেউ বলতে পারবেনা।সভ্য মানুষের থাকার মতো একটা পরিবেশ আছে।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro & realme 8 pro
Location
Date.21/06/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ম্যাছ মানে অগোছালো জীবন কিংবা অপরিপাটি জীবনযাত্রা নয়। আসল সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনার কাছে যদিও প্রথমদিকে খারাপ লেগেছিল, কিন্তু আপনি যে শেষপর্যন্ত বন্ধুদেরকে বলে জুতার জন্য রেক এবং কি রান্না ঘরের জন্য একটা কিনেছে সেটা জেনে খুবই ভালো লাগলো। আসলে পরিপাটি থাকা সবার জন্য জরুরী। আপনার অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ম্যাচে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মনোযোগ আনতে গেলে যে সুস্থ আর সুন্দর পরিবেশ আবশ্যক ভাই।ভালোবাসা নিয়েন

আসলে ম্যাচে অনেক ধরনের লোক থাকে। আর তাদের একজনের স্বভাব এক রকমের। বেশিরভাগই ম্যাচের মধ্যে অগোছালো পরিবেশ থাকে। তবে আপনি একটু আলাদা জানে বেশ ভালো লাগলো। তার সাথে আপনি যে বন্ধুদেরকে বুঝিয়ে একটু গুছানোর জন্য রেক কেনাকাটার সিদ্ধান্ত নিয়েছেন বেশ ভালো লাগলো। রেক গুলো কিন্তু বেশ সুন্দর ছিল। নিশ্চয়ই আগে থেকে একটু বেটার লাগছে দেখতে। ভালো লাগলো আপনার আজকের পোস্ট।

এটা একদম ভালো বলেছেন।এতো রকম স্বভাবের মানুষগুলোর সাথে মিশে থাকাটাও একটা কষ্টের ব্যাপার।

ভালো উদ্দোগ নিয়েছেন ভাই। আসলেও অধিকাংশ মেসে ছেলেরা অগোছালো ভাবে থাকে। আসলে একটু গুছিয়ে চললে মেসকে পরিবারে রূপ দেওয়া যায়। ভালো লাগলো পোস্টটি পড়ে।

হুম ভাইয়া একদম ঠিক বলেছেন 🌺 ভালোবাসা নিয়েন

আপনার পুরো পোস্টটি পড়ে সত্যি খুব ভালো লাগলো আসলে জিনিসপত্র সুন্দরভাবে যথাযথ স্থানে গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে এবং প্রয়োজনীয় জিনিস তাড়াতাড়ি খুজে বের করা যায়। পরি পার্শিক উন্নত হয়। এত অসাধারন পোষ্ট শেয়ার করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

পারিপার্শ্বিক উন্নতিই আবার মনোযোগটা একটু হলেও বাড়ায়,যে চিন্তা মাথায় এনেই এসব করা।

আপনি আসলে খুবই গোছালো লোক এজন্যই আপনি আপনার রুম খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। আসলে ম্যাস বলতেই একটা অগোছালো এটা আমিও দেখেছি আমি যত জায়গায় থেকেছি সব জায়গায় এটা এ রকমই ছিল। তবে আপনার মেস আপনি খুব ভালোভাবে গুছিয়ে ফেলেছেন এটা আসলে একদমই আনকমন তবে খুব ভালো লাগছে।

পড়ায় মনোযোগ আনতে গেলে পরিবেশও একটা প্রভাব ফেলে ভাই।চেষ্টা করেছি,সেই পরিবেশ টুকুই ঠিকঠাক করার

নিজ দায়িত্বে নিজের অবস্থানকে সুন্দর পর্যায়ে রাখতে হবে। নিজেকে পরিপাটি থাকতে হবে, অন্য কেউ উৎসাহ দিতে হবে। তবে অগোছালো পরিবেশ কখনোই ছাত্রদের জন্য কাম্য নয়। যারা এই নিয়ে হাসাহাসি তামাশা করে তারা কখনই সুন্দর পরিবেশের অধিকারী হতে পারে না।

সম্পূর্ণ যৌক্তিক কথা বলেছেন ভাই,খুবই ভাল্লাগলো কথাগুলো 🌸।
ভালোবাসা নিয়েন 🤎