আসসালামুয়ালাইকুম 😊,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।যে কথাগুলো বলতে চলেছি সেগুলো আমার মনের মাঝে থেকে থেকেই ঘুরপাক খায়,বলা চলে সেগুলোর জন্য সিদ্ধান্তহীনতায় ভুগি 😟।
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো! তার আকাশ কি আমার চেয়ে বড়? (লুৎফর হাসান)
মাঝে মাঝে নিজের ছোটবেলার সাথে বর্তমান তুলনা করি,সত্যি বলতে তুলনা করতে কেনজানি ভাল্লাগে 🙃।অন্য দশজনের মতোই আমার ছোটবেলাও ছিল হাসি আর বাধভাঙ্গা আনন্দে পরিপূর্ণ। সে সময় ছিলনা অন্যের কথা মাথায় রেখে কিছু করতে যাওয়া থেকে নিজেকে আটকে রাখা।যখন যা মন চাইতো তাই করতাম,ফলাফল কি হবে তা নিয়ে ভাবার চিন্তা মাথার দশ মাইলের মধ্যেও আসেনি।এখন সেই সময়টা খুব মিস করি 🥀।
এখন কোনো কিছু করতে গেলেই সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে সেটি আমার পরিবার এবং আশেপাশের লোকজনের বলা।
"পাগলামি করার বয়স এটা না।"😒
ছোটবেলাটা এজন্যই ভাল্লাগতো যে সেসময় কেউ বলতোনা পাগলামি করার বয়স এটা না।এখন তো জীবনটা অদ্ভুত এক বেরি দিয়ে কারায় রুদ্ধ।জীবন নিজের তবে তাতে অধিকার এবং দাবি আছে দশজনের।কিছু একটা করতে গেলেই দাবিদারদের শাসন শুরু হয়ে যায়,এটা করা যাবেনা;ওটা করা যাবেনা।হ্যাঁ, কথাগুলো মেনে নিতে হয় কারণ তাদের অধিকার আছে সেগুলো বলার।আমাকে ভালোবাসা-আদর স্নেহ দিয়ে আগলে রেখে তারা সেই অধিকার আদায় করে নিয়েছে।তাই তাদের প্রতি আমারও অনেক দায়বদ্ধতা আছে।তাদের এখন প্রয়োজন হয়না কোনো কিছু করতে নিষেধ করার জন্য। কারণ যখনই কিছু করতে যাবো তখনই মনের ভেতর তাদের মুখগুলো ভেসে ওঠে।তারপর ভাবতে হয় যে,যদি এটা আমি করেই ফেলি তবে তাদের মুখ থেকে মলিনতা হেরে যাবেনা তো?🙂
ওই যে একটা গান আছেনা-
লাটাই তো আমার হাতে🌸
তেমনই জীবন ঘুড়ি আমার নিজের হলেও লাটাইয়ে আছে দশটা মানুষের হাত।তাদের হাতগুলোই আমার স্বপ্নগুলোকে কখনো কখনো বাস্তবতা দেখতে দেয়না।মাঝে মাঝে মন চায় এমন কোথাও যেতে যেখানে কেউ নেই আমায় আটকানোর ☺️।মুক্ত আকাশটা আমার,সেই আকাশে আমার স্বপ্নগুলো ডানা মেলে উড়ে বেড়াবে।
এগুলো কি আদৌ সম্ভব?জানি এটাও আকাশ কুসুম কল্পনা 😞।তাই স্বপ্নগুলোকে চেপে রেখে সবার মন রেখেই চলছি।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.12/11/21