টাকা কামাই করার জন্যই মানুষ সারাটাদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে।মাস শেষে যখন তারা তাদের পরিশ্রমের ফসলটা হাতে পায় তখন তারা তাদের জরূরী সব প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত অর্থটুকু ব্যাঙ্কে সঞ্চয় করে রাখে।নিশ্চিত করে তাদের ভবিষ্যৎ ।সঞ্চয়ের এই মনোভাবটা যদি ছোট থেকেই পোষণ করা যায়,তাহলে কেমন হয়? আমার জীবনেরই দুইটা গল্প বলি।
ছোট থেকেই আমার শখ খেলনা এবং খাওয়ার প্রতি।পোষাক পরিচ্ছেদের উপর তেমন কোনো লোভ ছিলনা।তাই ইদের আগে কিংবা বিভিন্ন অনুষ্ঠানের আগে আত্মীয়-স্বজনরা যে টাকা দিতো,তা মাটির ব্যাঙ্কে জমা করে রাখতাম।সবার খুব আদরের আমি,তাই টাকা পয়সা ভালোই পাইতাম এবং জমাও করতে পারতাম।আমার বয়স তখন সাত কিংবা আট হবে।বাসায় বাবা ছিলনা।কোনো এক কাজের জন্য রংপুর গিয়েছিল।দূর্ভাগ্যবশত,সেইসময়ই বাসার কারেন্টের মিটার নষ্ট হয়ে যায়।বাবা না থাকায় আমার ঐ মাটির ব্যাঙ্কটাই কাজে আসে।ঐদিন যথা সম্ভব ৩৩০০ টাকা কিংবা তার একটু কম পরিমাণ টাকা পাইছিলাম ব্যাঙ্কটা ভেঙ্গে।তা দিয়েই মিটারটা কেনা হইছিলো।
W3W
SHOT BY:@farhantanvir
SHOT ON:huawei u29
DATE:11/017/21
এবারের ঘটনাটা দুই দিন আগের।নিজেরই ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক ভাঙতে হয়েছিল।এবার অবশ্য ৫২৭৩ টাকা পাইছিলাম।হয়তো পুরো কাজটা ওই টাকা দিয়ে সম্পন্ন হয়নি কিন্তু অনেক উপকারে লেগেছিলো।
আশা করি,একটু হলেও কাজে লাগবে আপনাদের।দিন শেষে তো বাড়ি ফেরার পর পকেটে কিছু খুচরা টাকা থাকেই।ওই টাকাগুলোই যদি প্রতিদিন জমা করেন,দেখবেন একদিন সেটাই অনেক কাজে দেবে।
বিন্দি বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ,সাগর অতল।
তোমার জন্য ভালোবাসা রইলো। তুমি এগিয়ে যাও। ভালো ছিল তোমার দুটো ঘটনাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ধারণা প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পজিটিভ মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit