আগে থেকে তেমন কোনো পরিকল্পনা ছিলনা।রোজকার মতোই ঘুম থেকে উঠে যা যা করি তাই করছিলাম।হঠাৎ শুনতে পেলাম বাবা গ্রামের বাড়ি আসবে। আজ নাকি পুকুর থেকে মাছ তোলা হবে।এমনি সময় খুব একটা না আসলেও যখন যখন মাছ তোলা হয় তখন প্রায় সময়ই আসি।তাই আজও তার ব্যতিক্রম ঘটাইনি।সকাল ১০ঃ৩০ নাগাদ বাবার সাথে গ্রামের বাড়িতে এসে পৌছেছিলাম।
এখানে আমাদের ৫ টার মতো পুকুর।যার ৪ টা তেই মাছ চাষ করা হয়।তো এসে দেখি বাড়ির পাশের পুকুরটাতে জেলেরা এসে তৈরি হয়েই আছে।বাবা আর দেরি না করে লুঙ্গি পড়ে নিজেও তাদের সাথে পুকুরে নেমে পরেছিল।আমার মনটাও চাইছিল পানিতে নামার জন্য কিন্তু নামিনি।
মিনিট সাতেকের ভেতোর প্রথমবার জাল টানা হয়ে গিয়েছিল।জালে ধরা পরেছিল কিছু বাটা মাছের পোনা,মৃকা মাছের পোনা,সিলভার,কিছু চিংড়ি,গোটা চারেক মাগুর আর কিছু কানোছ মাছ।
পাড়ে দাঁড়িয়ে থেকে মাছগুলোর ঝাপঝাপি দেখতে বেশ ভালোই লাগছিল।এর মাঝেই যারা মাছ নেবে তারাও এসে গিয়েছিল।কথা ছিল একটা পুকুর থেকেই মাছ তোলার। কিন্তু সবার চাহিদা পূরন করে শেষের জনকে তার চাহিদা মতো মাছ দেয়া যায়নি।তাই আরেকটি পুকুরে জাল ফেলা হয়েছিল।
সেবার নিজের মনের ইচ্ছাকে বেধে না রেখে নিজেও লুঙ্গি পড়ে নেমে পড়েছিলাম পুকুরে।সাতার কাটতে পারিনা।তাই,শুধু পুকুরের ধার দিয়ে হেটে বেরিয়েছি।কিছুক্ষন পুকুরে থাকার পর বাবার বকাবকি শুনে উঠে এসেছিলাম।তারপর বাড়িতে এসে গা মুছে কাপড়চোপড় পড়ে তৈরি হয়েছিলাম বাসায় আসার জন্য।একটুপর বাবা আমাদের নিজের খাওয়ার জন্য কিছু মাছ নিয়ে এসেছিল।সেগুলো কেটেকুটে নিয়ে আমি বাসার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিলাম।
বাসায় ফিরে সময় দেখি বিকাল ৪ঃ৩০।দুপুরে খাওয়া হইছিলনা।তাই হাত মুখ ধুয়েই আগে খেয়ে নিয়েছিলাম।তারপর আবার পুরোনো রুটিন অনুযায়ী কার্যক্রম শুরু করে দিয়েছি।
cc.@farhantanvir
shot on. oppo f19 pro
[location]
date. 09/09/21
বেশ সুন্দর দেকতে। ভালো লিখেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নি সন্ধেহে মাছ আমাদের আমিষের চাহিদা মিটিয়ে থাকে।আপনি মৎস্য প্রকল্পে অনেক সুন্দর সময় পার করেছেন।আপনাদের পুকুরে কয় ধরনের মাছ পাওয়া যায়?পুকুরটি বেশ সুন্দর এবং প্রসারিত।
শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বলতে গেলে দেশীয় মাছের সবগুলোই আছে।তবে একেক পুকুরে একেক জাতের।
ধন্যবাদ ভাইয়া❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গ্রামের রাস্তাটি খুব সুন্দর, আর মাছ ধরার দৃশ্য ও।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বাগতম আপু❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit