Thank god - মুভি রিভিউ (১০% টু শাই-ফক্স)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

কিছু মুভি আছে যেগুলো দেখলে নিজের ভেতর থেকেই মুভিগুলোর প্রতি একটা ইমোশনের সৃষ্টি হয়।একবার দেখার পর দ্বিতীয়বার দেখার একটা প্রবণতা জন্মে।আমি ওতোটাও মুভি লাভার নই বাট যেই মুভিগুলো আমি দেখি,সেগুলো অন্তত ৯০% লোক পছন্দ করবে তা আমি বাজি রেখে বলতে পারি।আজকে এমনই একটা মুভি রিভিউ দিতে যাচ্ছি,যার নাম Thank god.

Screenshot_2023-01-14-08-22-40-95_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মুভিটি সম্পর্কে কিছু তথ্য

----------
নামThank god
অরিজিনইন্ডিয়ান
পরিচালকইন্দ্রা কুমার
অভিনয়েসিদ্ধার্থ মালহোত্রা(আয়ান কাপুর),রাকুল প্রিত(রুহি কাপুর),অজয় দেবগুণ(জমদূত) প্রমুখ
মুক্তিঅক্টোবর ২৫,২০২২
ব্যবধান২ ঘন্টা ১ মিনিট
বক্স অফিস৪৮ কোটি রুপি

সংক্ষিপ্ত রিভিউ-


কমেডি,রোম্যান্স,ইমোশন-তিনটার সংমিশ্রণেই মুভিটি তৈরি।রিভিউ দেয়ার আগে এটা বলি যে কেন আমি মুভিটা দেখেছিলাম।শ্রীলঙ্কান সিঙ্গার ইয়োহানির মানিকে মাগে হিটে গানটা নোরা ফাতেহি আর সিদ্ধার্থ দুজনে মিলে রিমেক করেছিল।তো পরে জানতে পারি যে গানটা এই মুভির এবং সেই জায়গা থেকেই মুভিটা দেখা।তবে মুভিটা যে এতোটা হার্ট-টাচিং হবে কল্পনাই করিনি।

Screenshot_2023-01-14-08-36-04-79_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

মুভিটা ব্যাসিক্যালি মানুষের পাপ-পূন্যের হিসাবকে কেন্দ্র করে।একটা মানুষের ভেতর খারাপ গুণ বলতে মূলত লোভ,হিংসা,অহংকার এগুলোই থাকে।তো আয়ান ছিল এই গুণগুলো দিয়ে জর্জরিত।
একটা সময় আয়ানের কার এক্সিডেন্ট হয় এবং সে গুরুতর আহত হয়।অপারেশনে প্রায় ৫ ঘন্টার মতো সময় লাগবে বলে জানা যায় এবং এই ৫ ঘন্টার জন্য যম এসে ওকে তুলে নিয়ে যায়।

Screenshot_2023-01-14-08-47-27-08_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

যমালয়ে গিয়ে আয়ানকে একটা গেইম খেলার জন্য বলা হয়,যার রুলস হচ্ছে যেকোনো ভালো কাজের জন্য সাদা বল দিয়ে একটা ঘরা পূর্ণ হবে আর খারাপ কাজের জন্য কালো বল দিয়ে একটা ঘরা পূর্ণ হবে।

Screenshot_2023-01-14-08-40-53-84_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

গেইমটা ৫ টা লিভেলে শেষ হয় এবং ৫ টা লেভেলেরই মূল থিম ছিল মানুষের খারাপ গুণগুলো।লোভ,হিংসা,অহংকার এগুলোকে কেন্দ্র করে।
আয়ানের সাদা বল যেদিকে একটাও জমা হয়নি সেখানে কালো বল ৯৮% ভরে গিয়েছিল।

IMG_20230114_085215.jpg

এখান থেকে আয়ান কামব্যাক করে সাদা বলের সংখ্যা বাড়িয়ে ফেলে।তারপর ও যখন ওর রিয়েল লাইফে ফিরে যায় তখন একদম ভালো মানুষ হয়ে যায়।মোটামুটি এই ছিল মুভির কাহিনী।

Screenshot_2023-01-14-08-55-02-14_dd712f7e47b9dd52027061ca0025c1ae.jpg

এখন মনে হতে পারে,আহামরি কি এমন দেখলাম এই মুভিতে যে আমার এতো ভালো লাগলো।
আয়ানের পাপ আর পূন্যের হিসাব নেওয়ার জন্য আর ওকে শোধরানোর জন্য যে সিনগুলো বানানো হয়েছিল,সত্যি বলছি প্রতিটা সিন এতোটা ইমোশনাল যে আপনি দেখলে কেঁদেও ফেলতে পারেন।লাস্ট যে সিনটা ছিল,সেটা দেখার পর আমি নিজেই চোখ দিয়ে পানি ফেলেছিলাম,সত্যি বলছি।

আমার মতামত

বলে রাখা ভালো যে মুভিটা ফ্লপ করেছে আর আমার মনে হয় একশন না থাকায় আর স্টোরিটা একটু আলাদা হওয়ায় এই ঘটনা ঘটেছে।তবে যারা দেখেছে তাদের মনে যে মুভিটা একটু হলেও জায়গা করে নিয়েছে তা আমি হলফ করে বলতে পারি। যদি হাতে সময় থাকে তো বলবো,মুভিটা দেখবেন।ভালো লাগবে,গ্যারান্টি আমি।

শিক্ষামূলক দিকঃ আর যাইহোক মুভিটা দেখে অন্তত নিজের দিকে একবার তাকাবেন এবং ওখানে ঘটা কাহিনীগুলো নিঃসন্দেহে আপনার ভেতর থাকা খারাপ গুণগুলোর একটা চেইঞ্জ আনতে সক্ষম।

ব্যক্তিগত রেটিংঃ- ৮.৫/১০

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

আজকের আয়োজন এতোটুকুই।মুভিটা সত্যই অসাধারণ ছিল,সময় পেলে অবশ্যই দেখবেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

🌼আল্লাহ হাফেজ🌼

Cc. @farhantanvir
Picture source :- taken from youtube and playit media player
Date.14/01/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনার মুভির রিভিউ পড়ে তো বেশ ভালো লাগলো।আমি হিন্দি মুভি দেখিনা হঠাৎ ২ /১ টা তবে আপনি মুভির রিভিউ যেভাবে বর্ণনা করেছেন দেখতেও বলছেন।তাই সময় করে দেখবো ।ধন্যবাদ আপনাকে সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকেও।

ভাইয়া মুভিটা কিন্তুু ধারুন। পাপ আর পূন্যের হিসাব নিকাশ নিয়ে মুভিটি তৈরী করা হয়েছে। প্রথম এবং শেষের কাহিনীর খুব ‍মিল রেখেই মুভিটা সাজিয়েছে। সিদ্ধার্থ ভালই অভিনয় করেছে। ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের জন্য।

বলিউডের ছবিগুলো আমার খুব ভাল লাগে যদিও ইদানিং খুব একটা ভাল কাহিনী পাওয়া যায় না। তবে সিদ্ধার্থ মালহোত্রা এবং অজয় দেবগন দুজনই আমার খুব পছন্দের অভিনেতা। দুজনেই খুব রিয়েল অভিনয় করে। আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং মুভি। আমার খুব ভাল লেগেছে বিশেষ করে সাদা বল আর লাল বলের গেমটা। ধন্যবাদ ভাইয়া।

যেহেতু বলিউডের ভক্তই আপনি,তো আমার মনে হয় মুভিটা একবার দেখা উচিত।