বাংলাদেশের বগুড়া জেলার বেহুলার বাসর ঘর।
ফটো এডিটর : PicsArt.
বেহুলার বাসর ঘর বগুড়া শহর থেকে তিন কিলোমিটার দক্ষিনে বগুড়ার গোকুল মেধ নামক স্থানে অবস্থিত। অবস্থিত । বেহুলার বাসরঘর নিয়ে অনেক কথিত গল্প ও কথা আছে।
বেহুলার বাসর ঘরের গল্পটি সংক্ষিপ্ত আকারে বলছি । এক সওদাগর নাম ছিল চাঁদ সওদাগর । তার ছেলে পুত্র লক্ষিন্দর । চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দারের সাথে বেহুলার বিয়ে ঠিক হয় । তাদের উপর একটি অভিশাপ ছিল যে , চাঁদ সদাগরের ছেলে সাপের ছোবলে মারা যাবে । সাপ যেনো চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দার কে ছোবল মারতে না পারে, সেই জন্য লোহার সুরক্ষিত একটি বাসর ঘর তৈরি করা হয় এখানে। বর্তমানের বেহুলার বাসরঘর খনন করে পাওয়া যায়। এটি এখন প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। এখানে প্রতিদিন অনেক পর্যটক এর ভিড় হয়।
তাহলে বন্ধুরা আসুন দেখা যাক আমার শহর বগুড়ার বেহুলার বাসর ঘরের ছবি।
গুগল ম্যাপ লিংক : https://w3w.co/sensory.dusted.crimping
বন্ধুরা এই ছিল বগুড়ার বেহুলার বাসর ঘরের সংক্ষিপ্ত পরিচিতি ও ছবি। এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে , তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনার কমেন্ট আমাকে আগামী দিনের পোস্ট লেখার প্রেরণা দেয়।
জায়গাটি অনেক সুন্দর আমি গিয়েছিলাম। সেখানকার চারপাশের প্রকৃতি আসলেই প্রশংসনীয় আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার উপস্থাপনা টিও অনেক ভালো হয়েছে। আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এই জায়গাটিতে আমি গিয়েছিলাম অনেক বার। আমার খুব ভালো লাগে। আসলেই জায়গাটা অনেক ভালো এবং সুন্দর। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ গুলো দেখতে খুব সুন্দর লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর দর্শনীয় একটি জায়গা। ছোট বেলায় আমি মনে করতাম বেহুলা লক্ষিন্দার এটা একটা গল্পঃ।
অনেক সুন্দর ভাবে পোস্ট টি উপস্থাপন করেছেন।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। বেহুলার বাসরঘর নিয়ে অনেক গল্প আছে। প্রত্নতাত্ত্বিক বিভাগ খনন করে এই বেহুলার বাসর ঘর পেয়েছে অনেক বছর আগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit