আমাদের একটা সময় মনে হয়
এই ভালো,এই ভাবেই চলে যাক অনন্ত সময়।
আবার মাঝে মাঝে মনে হয় এই পথ
অনিশ্চয়তায় ভরা,একটা সুগম পথ চাই।
দাদা একটা কথা প্রচলিত আছে, নদীর এপারের মানুষ মনে করে ওপারের মানুষ সুখে আছে, আর ওপারের মানুষ মনে করে এপারের মানুষ সুখে আছে। আসলে ভালো মন্দ সময় মানুষের জীবনের অংশ। জীবনের সুখটাকে উপলব্ধি করা যেত না যদি খারাপ সময় গুলো না আসতো। অন্ধকার না থাকলে যেমন চাঁদের আলো গুরুত্বহীন, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।