হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শৈশবের স্মৃতি এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"শৈশবের স্মৃতি"
শৈশব আমার রঙিন ছবি
স্মৃতির পাতায় আঁকা সবই
ফিরে যেতে ইচ্ছে করে
সেই সোনালী দিনটিতে ওই
মাটির গন্ধ, বৃষ্টির ছোঁয়া
নদীর ধারে ছুটোছুটি
গাছের ছায়ায় বসে বসে
স্বপ্ন বুনতাম মায়াবী
কানামাছি, লুকোচুরি,
ঘুড়ির সাথে স্বপ্ন ওড়ে,
সন্ধ্যা হলে প্রদীপ জ্বেলে
গল্প সাজাই মনের কোনে
মায়ের কোলে ঘুমিয়ে পড়া
বাবার হাতের আদর মাখা
বন্ধুদের সেই হাসি-গান
সবই যেন মনে গাঁথা
সময় চলে, স্মৃতি ফুরায়
শৈশব তবু হৃদয়ে রয়
সে ছিল যেন সোনার খাঁচা
যেখানে ছিলাম পাখির রূপ
কবিতার মূলভাব
শৈশবের স্মৃতিচারণা করে আমি আজকের এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ছোটবেলায় আমাদের অনেক অনেক স্মৃতি রয়েছে যেগুলো বড় হলে খুবই মিস করি। ছোটবেলায় যে কাজগুলো আমরা করি যে এই মুহূর্তগুলো আমরা কাটায় সেগুলোই বড় হলে আমাদের কাছে স্মৃতি রূপে সম্পদ হয়ে জমা থাকে। আরে মধু স্মৃতিগুলো নিয়েই আমাদেরকে পুরো জীবন কাটাতে হয়। ছোটবেলায় স্মৃতিগুলো এখন যখনই মনে পড়ে সব সময় অনেক বেশি কষ্ট পাই। কারণ সেই মুহূর্তগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু সেই মুহূর্তগুলো যে কত মধুর ছিল সেটা মনে করলে খুবই ভালো লাগে। ছোটবেলার এই মধু স্মৃতি গুলোকেই মনে করে আমার আবেগ অনুভূতি সব কিছুই এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। ছোটবেলায় এদিক সেদিক দৌড়াদৌড়ি এবং বিভিন্ন কর্মকান্ড সবকিছুই চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই কবিতাটি ভালো লাগবে।
শ্রেণী | কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1892837820194017560?t=QZ5TJslNH7HJSp0vA9-nLQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্বরচিত শৈশবের স্মৃতি কবিতাটি পড়ে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। জ্বি আপু ঠিক বলছেন আপনি ছোটবেলা অনেক স্মৃতি আছে যা বড় হয়ে খুবই মিস করি দিনগুলো। ছন্দে ছন্দে মিলিয়ে খুব সুন্দরভাবে কবিতার লাইনগুলো ফুটিয়ে তুলেছেন আপু। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলার স্মৃতিগুলো সবারই মনে পড়ে। সেই দিনগুলো আসলে সোনালী দিন ছিল। তবে এগুলো এখন আর ফিরে পাওয়া সম্ভব না। শৈশবের স্মৃতি নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। কবিতার লাইনগুলো পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা শৈশবের স্মৃতি কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে পুরো কবিতাটা পড়তেও অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমাদের সবার শৈশবের স্মৃতি অনেক বেশি সুন্দর। যে মুহূর্তগুলোকে আমরা এখনো পর্যন্ত ফিরে পেতে চাই। মাঝেমধ্যে মনে হয় যদি ছোট থেকে যেতাম তাহলে খুব ভালো হতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনি আমাদের শৈশবটা কিন্তু এই কবিতার মাঝে তুলে ধরেছেন। কিন্তু বর্তমানে বাচ্চাদের মধ্যে এই ধরনের শৈশব তারা কখনো কল্পনা করতে পারে না। কেননা ছোটবেলায় আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম এবং নদীর পাড়ে ঘুরে বেড়াতাম। অসাধারণ একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কত সময় পেরিয়ে যায়, জীবনের খাতায় কত স্মৃতি জমে যায়। শৈশবের স্মৃতি আমরা কখনোই ভুলি না। শৈশব হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। শৈশবের মত মধুর সময় আমরা আর কখনোই ফিরে পাবো না। শৈশবের কথা ভাবলে ইচ্ছে করে ফিরে যাই সেই মধু মাখা দিনগুলোতে। কোন চিন্তা ছিল না আনমনে কাটাতাম দিনগুলো। কতই না সুন্দর ছিলো।আপনার কবিতা পড়ে শৈশবে হারিয়ে গিয়েছিলাম। আপনার কবিতা পড়ে ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা কবিতা লিখেছেন আজকে আপনি। প্রতিটি মানুষের শৈশব জীবন সুন্দর ছিল বলে মনে করি আমি। কারণ শৈশবে আমরা যে আনন্দ উচ্ছ্বাস এবং মজা করেছি সেগুলো এখন আর করা সম্ভব নয় এবং সেই দিনগুলো আর ফিরে পাওয়া ও সম্ভব নয়। আপনার শৈশবের স্মৃতি কবিতাটির মাধ্যমে আমি আমার শৈশবকে স্মৃতিচারণ করে ফেললাম, ছোটবেলার সম্পূর্ণ স্মৃতি আমার মনে পড়ে গেল। বেশ ভালো লিখেছেন আপনি কথাগুলো ছিল সহজ-সরল এবং সাবলীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit