কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা অংশগ্রহণ করে একটি প্রাকৃতিক দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।
আমার বাংলা ব্লগে প্রায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। তার মধ্যে আর্ট প্রতিযোগিতা গুলো আমার সবথেকে বেশি প্রিয়। এইবারে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা- ৪৪ এ প্রাকৃতিক দৃশ্য আর্ট করার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেটি দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছে কারণ আর্ট করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আর্ট প্রতিযোগিতায় সবার বিভিন্ন ধরনের আর্ট দেখা যায় ইউনিক ইউনিক আর্ট দেখা যায় যেগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি নিজেও একটি আর্ট করেছি। প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকে আমি যে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছি সেটি হচ্ছে নীল আকাশ, পাহাড়- পর্বতে ঘেরা একটি বাড়ির পাশে সমুদ্র এরকমই সবকিছু মিলিয়ে এই দৃশ্যটি আর্ট করেছি। চেষ্টা করেছি প্রাকৃতিক সব সৌন্দর্য আর্ট মধ্যে ফুটিয়ে তোলার।
প্রাকৃতিক দৃশ্যের এই আর্ট আমি বড় একটা ক্যানভাসের মধ্যে করেছি। আর্ট ক্যানভাসের মধ্যে কখনোই আর্ট করা হয়নি। আর্ট তো ছোটবেলা থেকেই করা হতো কিন্তু স্টিমিট প্ল্যাটফর্মে আসার পর থেকে আর্টের অনেক বেশি উন্নতি হয়েছে। যদি এই প্লাটফর্মে না থাকতাম তাহলে আর্টের এত চর্চা ও থাকত না এত বেশি আর্ট করা হতো না। এখানে কাজ করতে করতে আর্ট এর প্রতি আরো বেশি আগ্রহ জেগে ওঠেছে সব ধরনের আর্ট করার চেষ্টা করি। কিছুদিন আগেই আমার শখ হয়েছিল বড় ক্যানভাসে আর্টিস্টরা যেমন আর্ট করে সেরকম ক্যানভাস গুলোতে আর্ট করব। সেজন্য অনলাইন থেকে একটা ক্যানভাস কিনেও নিয়েছি। এত বড় ক্যানভাসে আর্ট কিভাবে করব সেটাই ভেবে পাচ্ছিলাম না সেজন্য প্রায় অনেক দিনই ঘরে রেখে দিয়েছি।
বাংলা ব্লগের এই প্রতিযোগিতা দেখে ভাবলাম এখনই সময় এই ক্যানভাসের মধ্যে আর্ট করার। তারপর খুবই ভয়ে ভয়ে ছিলাম যে ক্যানভাসে কখনো আর্ট করিনি আর্ট করলে কেমন হবে। তারপরও সাহস নিয়ে আর্ট করা শুরু করলাম। যখনই আর্ট করতে লাগলাম তখনই ক্যানভাসে আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। খাতার থেকেও ক্যানভাসে আট করাটা জেন সহজ হতে লাগলো। বড় এই ক্যানভাসে প্রাকৃতিক দৃশ্যের আর্ট টি করতে অনেকটাই সময় লেগেছে। তারপরও মনের মধ্যে একটা তৃপ্তি পেলাম যে নিজের একটা শখ পূরণ করতে পেরেছি।শুধু যে প্রতিযোগিতার জন্য আর্ট করেছি তা নয় ক্যানভাসে বড় প্রাকৃতিক দৃশ্য আর্ট করা আমার একটা শখ ছিল। সেই শখটা প্রতিযোগিতায় আর্ট করার মাধ্যমে পূরণ হয়ে গেল। প্রতিযোগিতা না দিলে হয়তো এখনো এই ক্যানভাসটা পড়ে থাকতো আর্ট করা হতো।
আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন।
আর্টের বিবরণ:-
•আর্ট ক্যানভাস
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার
•পানি
ধাপ:-১
আর্ট ক্যানভাসে প্রাকৃতিক দৃশ্য আর্ট করার জন্য প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম এবং একটি ঘর আর্ট করেছি।
ধাপ:-২
নীল রঙের পোস্টার রং নিয়ে নিলাম এবং পানি নিলাম। এরপর আর্ট ব্রাশের সাহায্যে আর্ট ক্যানভাসের মধ্যে কিছুটা অংশ উপরের দিকে নীল রং করে নিয়েছি।
ধাপ:-৩
আমি যেই রঙগুলো দিয়ে আর্ট করি তার মধ্যে অনেকগুলো কালার নেই। সেজন্য একটা রঙের সাথে আরেকটা রঙ মিশিয়ে বিভিন্ন কালার তৈরি করে আর্ট করে থাকি। এখন আমি হালকা নীল রঙের দিয়ে আর্ট ব্রাশের সাহায্যে নীল রঙের নিচে আর্ট করেছি।
ধাপ:-৪
এখন আমি ঘর আর্ট করব। ঘর আর্ট করার জন্য আমি লাল রঙের পোস্টার রঙ নিয়েছি। আর্ট ব্রাশ দিয়ে ঘরের উপরের অংশটি আমি লাল রঙ দিয়ে আর্ট করেছি।
ধাপ:-৫
লাল ও সাদা এবং বাদামী রং এর মিশ্রণে একটা ভিন্ন কালারের রং তৈরি করেছি। সেই রং দিয়ে ঘরের নিচের অংশে আর্ট করেছি এবং বাদামী রং দিয়ে ঘরের দরজা জানলা গুলোর মধ্যে আর্ট করেছি।
ধাপ:-৬
সাদা রং পোস্টার রং দিয়ে ঘরের উপরে এবং ঘরের দরজা জানালা গুলোর মধ্যে ডিজাইন করেছি।
ধাপ:-৭
সাদা রং দিয়ে উপরে নীল রং দিয়ে আর্ট করা আকাশের মধ্যে সাদা মেঘ আর্ট করেছি।
ধাপ:-৮
সাদা রং এর পোস্টার রঙ দিয়ে আমি উপরের অংশে পাহাড় আর্ট করেছি অনেকগুলো।
ধাপ:-৯
এরপর আমি ছাই রং ও সাদা রং দিয়ে সাদা রং পাহাড়ের উপর আবারো পাহাড় আর্ট করেছি। নীল রং দিয়ে আরো একটি ছোট পাহাড় আর্ট করেছি।
ধাপ:-১০
কালো রং ও ছাই রং এবং সাদা রং দিয়ে আমি মাটি ও ছোট ছোট পাথর আর্ট করেছি আর্ট ব্রাশের মাধ্যমে।
ধাপ:-১১
এখন আমি একটা কাঠের ব্যাড়া আর্ট করব। কাঠের ব্যাড়া আর্ট করার জন্য বাদামী রং ও কালো রং ব্যবহার করেছি আমি।
ধাপ:-১২
হালকা সবুজ রং দিয়ে আমি ঘরের আশেপাশে পুরো অংশ রং করে নিয়েছি। তারপর অন্য একটা আর্ট ব্রাশ দিয়ে সবুজ রংও হলুদ রং দিয়ে ঘরের আশেপাশে হালকা সবুজ রঙের উপর বিভিন্ন ধরনের ঘাস আর্ট করেছি।
ধাপ:-১৩
কালো রং ও সবুজ রং ও বাদামি রঙ এই তিনটি রং দিয়ে আমি ঘরের পিছনের পুরো অংশের মধ্যে একটা বড় গাছের বাগান আর্ট করেছি।
ধাপ:-১৪
বাকি আর্ট ক্যানভাসের কিছু অংশের মধ্যে সাদা দিয়ে আর্ট করে নিয়েছি।
ধাপ:-১৫
আর্ট ক্যানভাসের বাকি অংশের মধ্যে হালকা নীল রং দিয়ে আমি পানি আর্ট করেছি।
শেষ ধাপ:-
আর এভাবেই আমার আজকের প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেষ করলাম। বিভিন্ন রং এর মাধ্যমে আজকের এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কতটা ফুটিয়ে তুলতে পেরেছি সেটা জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন।
শ্রেণী | আর্ট |
---|---|
আর্টিস্ট | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
art steemexclusive bangladesh
https://twitter.com/APatwary88409/status/1704511205035913560?t=3z62FyCWWfg9wUF9GLjXeQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। জল রং দিয়ে করার তো আরো বেশি আকর্ষণীয় লাগছে। কালাই কম্বিনেশন খুব ভালো ছিল। আমার কাছে বাড়িটি খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৪ এর জন্য শুভকামনা জানায় আপু।আপনি খুব সুন্দর একটি প্রকৃতির দৃশ্যের আর্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।আর্ট এর ধাপগুলো উপস্থাপনা চমৎকার ছিল।আর্ট তৈরির ধাপগুলো অনুসরণ করে যে কেউ আর্টটি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এই প্রাকৃতিক দৃশ্যের আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্যটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়ের গা ঘেঁষে প্রকৃতি যেন অপরূপভাবে ফুটে উঠেছে। সত্যিই অসাধারণ চিত্র অংকন করেছেন, দেখে মুগ্ধ আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একপাশে সবুজ শ্যামকে ভরা আরেক পাশে বরফের ঘেরা দৃশ্য আঁকার মাধ্যমে খুবই সুন্দর একটি দৃশ্য তৈরি করে ফেলেছেন আপনি৷ এটু তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। একই সাথে এরকম সুন্দর একটি আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারে আর্ট আপনার কাছে দেখে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপু আপনাকে অভিনন্দন জানাই।ক্যানভাসের উপরে পোস্টার রং দিয়ে অসাধারণ একটি দৃশ্য এঁকেছেন যা দেখে একেবারে চোখ জুড়িয়ে গেলো।দৃশ্য কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু প্রাকৃতিক দৃশ্যের আর্ট নিয়ে প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার অংকন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে চিত্রটি অংকন করে উপস্থাপন করেছেন। বিশেষ করে আকাশের অংশটা দেখতে বেশি সুন্দর লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক দৃশ্য আর্ট এর মধ্যে আকাশের অংশটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো। লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit