আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ || $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরি।

in hive-129948 •  20 days ago  (edited)

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের পোস্টে একদমই আলাদা। আজকে আমি একটা ব্যানার তৈরি করেছি আমাদের কমিউনিটির $PUSS কয়েন নিয়ে। কিভাবে আমি $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরি করেছি তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000056956.jpg

প্রথমেই আমি আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় দাদাকে অনেক বেশি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই কারণ অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। বেশ কিছুদিন হলো আমাদের সবার মাঝে এসেছে পুশ কয়েন। আরে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সবার মাঝে পুশ কয়েন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আমরা অনেক বেশি আপন করে নিয়েছি পুশ কয়েনকে।শুধু যে আমাদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে বিষয়টা এমন না খুবই অল্প সময়ের মধ্যে পুশ কয়েন তার অবস্থান অনেক ভালো জায়গা নিয়ে গিয়েছে। আর ভবিষ্যতে অনেক ভালো জায়গায় আমরা আমাদের পুশ কয়েন দেখতে পাবো। কিছুদিন আগে দেখতে পেলাম পুশ কয়েন নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।পুশ কয়েন নিয়ে একটা প্রতিযোগিতা দিয়েছে সেজন্য ভাবলাম অবশ্যই প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করব।

আর সেই জন্য আজকের এই ব্যানার তৈরি করে ফেলেছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে ভাবলেই অবাক লাগে আমাদের নিজেদের কমিউনিটির একটা নিজস্ব কয়েন রয়েছে। এই জিনিসটা যখন চিন্তা করি তখন তার অনুভূতিটাই অন্যরকম হয়। আর আমাদের পুশ কয়েন নিয়ে কমিউনিটিতে নতুন সবার মাঝে নতুন একটা আমেজ শুরু হয়েছে। যেটা কমিউনিটিতে ঢুকলেই বুঝা যায় অনেক বেশি ভালো লাগে অনেক আনন্দ লাগে পুশ কয়েনকে নিয়ে কমিউনিটির মধ্যেই উৎসবমুখর পরিবেশ। সবারই আনন্দের মাঝে নিজেকে শামিল করার জন্য এই ব্যানারটা তৈরি করলাম। ব্যানার তৈরির কাজগুলো করতে অনেক সময় লাগে। আর আমার এই ব্যানারটা তৈরি করতে অনেকটাই সময় লেগেছিল।

পুশ কয়েন নিয়ে তৈরি ব্যানারটি কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি নিজে প্রতিটি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করেছি। Adobe Illustrator সফটওয়্যার দিয়ে তৈরি করেছি। আমার তৈরি করা এই ব্যানার আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পুশ কয়েন নিয়ে তৈরি ব্যানার এর এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।

ব্যানার তৈরির উপকরণ-
• Adobe Illustrator CC

প্রথম ধাপ

সর্বপ্রথম আমি Adobe Illustrator সফটওয়্যার ওপেন করে নিলাম। তার মধ্যে ব্যানারের সাইজে একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম এবং তার মধ্যে মধ্যখানে কালো একটি বৃত্ত তৈরি করলাম। ওই কালো বৃত্তের মধ্যে একটি $PUSS এর ছবি দিয়ে দিলাম। তারপর TEXT Tools ব্যবহার করে FIRST MEMECOIN ON STEEMIT PlATFORM এবং POWERED BY TRON BLOCKCHAIN এই লেখা দুটি লিখলাম।

1000041575.png

দ্বিতীয় ধাপ

এ পর্যায়ে কালো বৃত্তটির একপাশে $PUSS লিখলাম এবং অন্যপাশে Easy Trade লিখলাম। তারপর লেখাগুলির পিছনে খয়রি রঙ দিয়ে দিলাম। পরবর্তীতে SunPump এবং Trx কয়েনের লোগো দুটি গুগল থেকে সংগ্রহ করে ব্যানারের উপরে বাম পাশে বসিয়ে দিলাম।

1000041576.png

তৃতীয় ধাপ

এই ধাপে পেছনের সাদা ব্যাকগ্রাউন্ডে কালো রং দিয়ে দিলাম এবং POWERED BY TRON BLOCKCHAIN এই লেখাটিকে একটি বক্সের মধ্যে নিয়ে আসলাম। তারপর Easy Trade লেখাটির মধ্যে সাদা রং দিয়ে দিলাম । পরবর্তীতে গোল বৃত্তটির পেছনে আরও একটি বৃত্ত নিলাম। তার মধ্যে হালকা হলুদ রং দিয়ে দিলাম এবং ভিতরের এক কর্নারে ছোট স্টার ডিজাইন তৈরি করলাম।

1000041577.png

চতুর্থ ধাপ

সর্বশেষ ধাপে ABB's First Meme Coin লেখাটি লিখলাম এবং পিছনে সবুজ রঙ দিয়ে একটি ডিজাইন করলাম। এই লেখাটির বাম পাশে আমার বাংলা ব্লগের লোগোটি দিয়ে দিলাম। তারপর Easy Trade লেখাটির পাশে দুটি এরো চিহ্ন দিয়ে দিলাম । তারপর FIRST MEMECOIN ON STEEMIT PlATFORM লেখাটির বামপাশে STEEMIT এর লোগোটি দিয়ে দিলাম । এভাবে আমার সম্পূর্ণ ব্যানার তৈরির কাজ সম্পন্ন হয়ে গেল।

1000056957.png

ব্যানারের ফাইনাল আউটপুট

সব কাজ শেষে আমি ব্যানার সেভ করে নিলাম এবং এভাবেই শেষ করলাম আমার আজকের এই ব্যানার তৈরি। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকে পুশ কয়েন নিয়ে তৈরি করা ব্যানার ভালো লাগবে।

1000056956.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীকনটেস্ট
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041522.png

1000041523.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার তৈরি করা ব্যানারটা তো খুবই সুন্দর দেখাচ্ছে। চমৎকার একটা ব্যানার তৈরি করেছেন আমাদের সবার প্রিয় puss কয়েন নিয়ে। পুরো ব্যানারটা অনেক সুন্দর লাগছে দেখতে। কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো ডিজাইনটা অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ব্যানার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

পুশ কয়েন নিয়ে তৈরি করা ব্যানারের কালার কম্বিনেশন এবং সবকিছু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু।

Puss কয়েন নিয়ে দারুন একটি ব্যানার তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ব্যানারটি জাস্ট অসাধারণ হয়েছে।এত সুন্দর ভাবে ব্যানারটি তৈরি করে উপস্থাপন করেছেন। যা দেখে বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

পুশ কয়েন নিয়ে তৈরি করা ব্যানার দেখে আপনি মুগ্ধ হয়েছেন এ কথা শুনে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে এই পুস কয়েনের ব্যানার তৈরি করেছেন। আপনার ব্যানারটি ধাপে ধাপে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

ব্যানার আপনি পছন্দ করেছেন জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপু ব্যানার এর first spelling টা ঠিক করে নেবেন ।

প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। আমি আমার ভুলটি সংশোধন করে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনি না বললে হয়তো আমার চোখে পড়তো না।

আপনি দেখতে অনেক সুন্দর ব্যানার তৈরি করেছেন। আপনার চমৎকার ব্যানার তৈরি করতে দেখে ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ ভাবে আপনি ব্যানারে কাজ সম্পন্ন করেছেন। দেখে খুবই ভালো লাগলো।

আমার তৈরি করা ব্যানার আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।