আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,৩ ডিসেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ রাত্রি। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার ও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বন্ধু এমনই একটা জিনিস যে সব সময় সুখে দুঃখে আমাদের পাশে থাকে। আর সেই বন্ধুর সম্মান রক্ষা করাটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি একটা বন্ধু দেশ আজ ভারত। আমাদের সুখে দুঃখে সব সময়ই দেশটা আমাদের পাশে ছিল এবং থাকবে। ১৯৭১ সালে যখন বাংলাদেশ সব থেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যা ছিল ঠিক সেই সময়ে আমাদেরকে সব থেকে বেশি পরিমাণে সাহায্য করেছিল আমাদের এই বন্ধু দেশ। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছিল। আমাদের একার পক্ষে এই যুদ্ধে জয়লাভ করাটা অনেকটাই কঠিন হয়ে যেত। কঠিন হয়ে যেত বললেও হয়তো বা ভুল হবে কেননা আমাদের তো যুদ্ধ সম্পর্কে কোন ধারণাই ছিল না। এই বন্ধু দেশের কারণেই আমরা যুদ্ধ সম্পর্কে ধারণা লাভ করেছি। এমনকি আমাদের যত অস্ত্রের প্রয়োজন ছিল তাও দিয়েছিল আমাদের এই বন্ধু দেশ। প্রশিক্ষক দেওয়া অস্ত্র দেওয়া থেকে শুরু করে সকল ধরনের সাহায্য তারাই করেছিল। এমনকি আমাদের সাথে তারা নিজেরাও অংশগ্রহণ করেছিল দেশকে রক্ষা করার জন্য।
তাহলে একবার ভেবে দেখুন যে দেশ আমাদের বিপদে আপদে এতটা বেশি পরিমাণে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা কিভাবে পারি তাদের অবমাননা করতে। বর্তমান সময়ের দেখা গেছে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা নানা ধরনের কাজ করে যাচ্ছে। সর্বশেষ তারা দুই দেশের পতাকা নিয়ে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করছে। আসলে পতাকা হচ্ছে একটা দেশের সম্মানের সর্বোচ্চ জিনিস যাকে প্রত্যেকেরই উচিত সম্মান করা। এই ধরনের অবমাননা আমি মন থেকে গ্রহণ করতে পারি না। তাই আমি আমার মন থেকে এই অবমাননার তীব্র নিন্দা জানাই।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে কিছু কিছু মানুষ পতাকাকে সম্মান না করে পতাকার অবমাননা করছে। যেটা একেবারেই উচিত হচ্ছে না। কারন প্রত্যেকটা দেশের পতাকা, প্রত্যেকটা দেশের গৌরব। আর এটা অনেক বেশি সম্মানীয়। যার সব সময় সম্মান করা উচিত। আর ভারত আর বাংলাদেশের যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তা আচ্ছে আচ্ছে অবনতির দিকে চলে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন আপু ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পতাকা হচ্ছে প্রতিটা দেশের জাতীয় প্রতীক আর তাকে অসম্মান করা আমাদের কখনও উচিত নয়। কিন্তু কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা এটা বুঝেও বুঝে না আর সে কারণে এই কাজগুলো করছে যাতে করে দু'দেশের মধ্যে এতদিনে গড়ে ওঠা বন্ধুত্ব যেন নষ্ট হয়ে যায়। কিন্তু তারা হয়তো এটা জানেনা এই বন্ধুত্ব একদিনের নয় বহদিনের পুরোনো। তাই চাইলেই ভেঙ্গে ফেলা যাবে না। আমরা নিজেদের পতাকা কে যেমন সম্মান করি তেমনি পার্শ্ববর্তী দেশের পতাকাকে ও সম্মান করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমাজে এমন এমন মানুষ আছে যাদের জন্য সমাজে প্রত্যেকটি মানুষেরই মাথা নিচু হয়ে যায়। ঠিক এমনই কিছু মানুষ দেশের প্রতীকে অবমাননা করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু, ভারত আমাদের বন্ধু দেশ এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের বিপদে এগিয়ে এসেছে। তবে এখনকার সময়ে কিছু মানুষ পতাকার অবমাননা করছে দেখে সত্যিই ভীষণ খারাপ লাগে। এরা অসুস্থ প্রকৃতির মানুষ, উপর ওয়ালা এদের বোঝার মতো বিবেক দান করুন।
বেশ গুছিয়ে লিখেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার মতামত টি জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit