রেসিপি: মজাদার তালের বড়া।

in hive-129948 •  2 months ago 

IMG-20240913-WA0001~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,১৯ সেপ্টেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। আমার কাছে মনে হয় তালের বড়া খেতে সবাই অনেক পছন্দ করে। আমার কাছেও তালের বড়া খেতে খুবই ভালো লাগে। মাঠে আমাদের জমির পাশে বড় একটি তালগাছ রয়েছে । ওই তাল গাছের তাল গুলো বেশ বড় বড় আর ভীষণ ভালো খেতে। আমার আব্বু কয়েকদিন আগে ওখান থেকে দুইটি তাল নিয়ে এসেছিল। তাল দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। কেননা তালের যেকোনো রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। তারপর তাল গুলোর খোসা ছাড়িয়ে রস তৈরি করে পিঠা বানানোর জন্য বসে পড়লাম। আর তখনই ভাবলাম এ বছর তালের কোন রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে এই রেসিপিটা শেয়ার করব। যেমন ভাবনা তেমন কাজ তখনই রেসিপি তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি ধারণ করতে থাকলাম। যদিও বড়া গুলো ভাজতে আমার মা আমাকে অনেক সাহায্য করেছে। বড়া গুলো খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আমাদের পরিবারের সবাই তালের বড়া ভীষণ পছন্দ করে। আপনাদের কাছে কেমন লাগে তালের বড়া সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কিভাবে আমি তালের বড়া রেসিপি তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
পাকা তালদুইটি
চিনিএক কেজি
তেলপরিমাণ মতো
লবণস্বাদমতো
ময়দাপরিমাণ মতো

IMG_20240919_153504-COLLAGE.jpg

ধাপ-১

IMG_20240913_101643~2.jpg

IMG_20240913_101705~2.jpg

IMG_20240913_101755~2.jpg

প্রথমে আমি দুইটা পাকা তালের রস করে নিয়েছি। এরপর এর মধ্যে এক কেজি চিনি দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকতাম। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে।

ধাপ-২

IMG_20240913_101926~2.jpg

চিনি গলে গেলে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ ভালোভাবে হাত দিয়ে পুরো রসের সাথে মিশিয়ে নিতে হবে।

ধাপ-৩

IMG_20240913_102355~2.jpg

IMG_20240919_153633-COLLAGE.jpg

IMG_20240913_110301~2.jpg

এরপর তালের রসের মধ্যে পরিমাণ মতো চালের ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি আজকে বড়া তৈরি করব তাই বেশি পাতলা ও না আবার খুব শক্ত করা যাবে না। আমার তৈরি করার ডো টা দেখে আপনার হয়তো বুঝতে পেরেছেন।

ধাপ-৪

IMG_20240913_103951~2.jpg

IMG_20240913_110227~2.jpg

এরপর আমি হাত দিয়ে ছোট ছোট গোল গোল বড়া তৈরি করে নিলাম।

ধাপ-৫

IMG_20240919_153729-COLLAGE.jpg

এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি অল্প অল্প করে বড়া দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম। একটু বেশি করে তেল দিয়ে বড়া ভাজলে খুবই মচমচে হয়।

ধাপ-৬

IMG_20240913_110328~2.jpg

IMG_20240913_131257~2.jpg

IMG-20240913-WA0001.jpg

এভাবে সম্পূর্ণ করলাম আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আজ এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তালের বড়ার বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু।তাল থেকে রস ছড়ানো খুবই কঠিন কাজ।তবুও আপনি বেশ সুন্দর ভাবে রস ছাড়িয়ে সেই রস দিয়ে পিঠা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু তাল থেকে রস ছাড়ানো সত্যি অনেক কঠিন। আমি তো পারিনা অনেক দেরি হয় করতে।

তালের বড়া আমার অনেক বেশি পছন্দের। এই ধরনের ভাজাপোড়া জাতীয় খাবার গুলো খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। এই সময়টাতে বেশিরভাগ বাড়িতে তালের বড়া তৈরি করা হয়েছে বলে আমার মনে হয়। আরো কয়েকদিন আগে আমরাও তালের বড়া তৈরি করে মজা করে খেয়েছিলাম। আপনি আজকে তালের বড়া তৈরি করার মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন, যেটা দেখে আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। এই সময় কিন্তু তালের বড়া খেতে মন্দ লাগবে না।

আমার কাছেও তালের বড়া ভীষণ ভালো লাগে আপু ধন্যবাদ।

বর্তমানে প্রায় মানুষ এই তালের বড়া তৈরি করে খাচ্ছে। এইতো আমাদের বাড়িতে কিছুদিন আগে তালের বড়া তৈরি করেছিল। সত্যিই এই বরাগুলো খেতে খুবই স্বাদ হয়ে থাকে। তাছাড়া এগুলো খুবই লোভনীয় একটি রেসিপি। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

যখন কিছু ভালো লাগে না তখন একটু একটু করে বড়া খাবেন দেখবেন অনেক ভালো লাগবে।

তালের বড়া আমার খুবই প্রিয় একটি রেসিপি। এত সুন্দর রেসিপি দেখে আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দরভাবে তালের গড়ার প্রস্তুত করে তৈরি করা হয়েছে দেখছি। এই বছর আমরা একবার বানিয়েছিলাম। খেতে বেশ ভালো লাগে

আপু আপনার কমেন্টে একটু ভুল হয়েছে ঠিক করে নিবেন। ধন্যবাদ আপু।

তালের বড়া খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে তালের বড়া রেসিপি করেছেন। সিজনের তাল গুলো দিয়ে যে কোন কিছু বানালে খেতে বেশ মজাই লাগে। ধন্যবাদ এত সুন্দর করে তালের বড়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সিজন কালে আমরা তো তালের রেসিপি তৈরি করে খায় আবার ফ্রিজে রেখে পরেও খাই। ধন্যবাদ আপু ‌

তালের বড়া খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। আর এত সুন্দর করে তালের বড়া তৈরি করা হয়েছে দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছিল।

জ্বী আপু বড়া গুলো খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু।

তালের পিঠা আমার খুব পছন্দ। কয়েকদিন আগেও বাসায় আম্মু তালের পিঠা তৈরি করেছে খেতে খুব ভালো লেগেছে আমার। আপনার মজাদার তালের বড়া দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। তালের বড়া খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আপনার তালের বড়া প্রস্তুত প্রণালী দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু ‌ ।

ভাইয়া আমার মনে হয় তালের সিজনে সবাই কমবেশি তালের যে কোন পিঠা তৈরি করে খাই। ধন্যবাদ ভাইয়া।

আপু আমার মনে হয় তালের বড়া খেতে সবাই অনেক পছন্দ করে। আমি মাঝে মাঝেই বানায়। তবে বেশ কিছু দিন ধরে আর বানানো হয় নি। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তালের সিজন আসলে প্রতিটি ঘরে ই তালের যেকোন রেসিপি তৈরি হয় । ধন্যবাদ আপু।

এই তালের বড়া ভাজতে আপনার মা যে আপনাকে অনেক সাহায্য করেছে তা জেনে অনেক ভালো লাগলো আমার। আপু, আপনাদের মত আমাদের বাড়ির লোকজনও এই তালের বড়া খেতে অনেক পছন্দ করে। যাইহোক, এত সুন্দর করে রেসিপিটি ধাপে ধাপে তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই রেসিপিটি দেখে এইগুলো এখন খেতে ইচ্ছে করছে আমার।

আমাদের বাসায় তো প্রায়ই তৈরি করা হয় এই রেসিপিটা। সবাই অনেক পছন্দ করে।

তালের বড়া রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে। তালের বড়া খেতে ও তালের যে কোন রেসিপি ভীষণ ভালো লাগে।তালের বড়া গুলো ভীষণ লোভনীয় হয়েছে আপু।বড়া তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর তালের বড়া রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপু আমার আব্বু যখন তাল গুলো এনেছিল তখনই ভেবেছিলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথম থেকেই ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে করার চেষ্টা করেছি।

তালের পিঠা আমার এত পছন্দ যে বলার মত না! আমার খুব প্রিয়। ছবিতে দেখেই খেতে মন চাইছে। এই বছর এখনও খাওয়া হয়নি। আমি আসলে বাজারে তেমন একটা যাই না৷ বাবাই যায়। উনি আনেনি, তাই খাওয়া হয়নি।

কি একটা অবস্থা! এতক্ষণ নিজের কথাই বললাম। 😅
খুবই সুন্দর হয়েছে৷ এমন ভাবে বর্ণনা করেছেন, পড়ে মনে হচ্ছে নিজেই পারবো বানাতে। কিন্তু আসলে এত্ত সহজ নয় তা আমিও বুঝি। ভালো লিখেছেন।

ভাইয়া বড়া বানাতে তো বেশি সমস্যা হয় না, সমস্যা হয় তাল থেকে রস ছাড়ানোর সময়। যাইহোক আশা করছি খুব দ্রুত আপনি তালের পিঠা খাবেন।

আমার কাছে সবই কঠিন। ইনশাআল্লাহ।

তালের বড়া খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমি তো তালের বড়া খেতে বেশ পছন্দ করি। তবে তালের রস দিয়ে অনেকে অনেক ধরনের জিনিস বানায়। তবে ছোট থাকতে তালের রস এবং নারকেল দিয়ে গরম ভাত দিয়ে খেতাম। সুন্দর করে তালের রস এর বড়া বানিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আমি কখনো ভাত দিয়ে খাইনি তবে তালের রস ও নারকেল একসাথে জ্বাল দিয়ে খেয়েছি।

তালের বড়া আমার খুব খুব পছন্দ। আমিও এভাবেই বাসায় তালের বড়া তৈরি করি।খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু মজাদার তালের বড়া রেসিপি শেয়ার করার জন্য।

তালের পিঠে তালের কেক তালের বড়া সব কিছুই খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন তালের সময় সে জন্য প্রত্যেকের ঘরে ঘরে বিভিন্ন ধরনের তালে জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে। আপনি তালের বড়া তৈরি করেছেন দেখতে খুবই ভালো লাগলো। তালের বড়া খেতে অনেক বেশি সুস্বাদু আর মুচমুচে হয়ে থাকে সেটা অনেক ভালো লাগে। ধন্যবাদ মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এখন তালের সিজন। সব দিক দিয়ে তালের রেসিপি দেখতে পাচ্ছি। আজকে আপনার রেসিপিটাও দেখেও দারুন লাগছে। সন্ধার পরে বা সকালে এই তালের বড়া গুলো খেতে দারুন লাগবে। ধন্যবাদ।