ডাই:ক্লে ও বোতল দিয়ে ঝাড়বাতি তৈরি।

in hive-129948 •  9 days ago 

IMG_20240924_110550~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,৩০ অক্টোবর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই আপনাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। প্রতি সপ্তাহে একদিন করে আমি ডাই পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে ক্লে এবং বোতল দিয়ে সুন্দর একটি ঝাড়বাতি তৈরির ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা আমি আমার একটা বড় আপুদের বাসায় দেখেছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাই এই ঝাড়বাতি আমিও তৈরি করার চেষ্টা করলাম। এই ধরনের জিনিসগুলো সব সময় ঘরে সুন্দর বৃদ্ধি করে। তবে এর মধ্যে লাইট দিলে দেখতে আরো বেশি ভালো লাগে। তবে যখন আমি এটি বাতাসের আশেপাশে রাখছি তখন এগুলো খুবই আস্তে আস্তে নড়ছে যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এমনকি যখন এগুলো সব আস্তে আস্তে নড়ছে তখন আমার ছেলে খুবই আনন্দ পাচ্ছে ও ভীষণ হাসছে। যাইহোক আশা করছি আপনাদের কাছেও বেশি ভালো লাগবে। কিভাবে আমি ঝাড়বাতি টি তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ক্লে
বোতল
কাঁইচি

IMG_20241030_194448-COLLAGE.jpg

ধাপ-১

IMG_20240924_101738~2.jpg

প্রথমে আমি সাদা রঙের একটি কোকাকোলার বোতল নিয়ে নিলাম হাফ লিটারের। এরপর সেটা মাঝখানের একটু উঁচু থেকে কেটে তুই আলাদা করে নিলাম। মুখের দিকটা ফেলে দিলাম এবং নিচের অংশটা নিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20240924_102003~2.jpg

IMG_20240924_103023~2.jpg

IMG_20240924_103539~2.jpg

IMG_20240924_103544~2.jpg

নিচের দিকে ২ ইঞ্চি ফাঁকা রেখে উপর থেকে কাইচি দিয়ে বোতল ছোট ছোট করে কাটতে শুরু করলাম। বোতল কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে পুরো বোতলের চিকন চিকন লম্বা লম্বা ফালি গুলো এলোমেলো করে সাজিয়ে নিলাম।

ধাপ-৩

IMG_20240924_104102~2.jpg

IMG_20240924_105319~2.jpg

এরপর আমি বিভিন্ন রঙের ক্লে অল্প অল্প করে নিয়ে গোল গোল তৈরি করে দিলাম।

ধাপ-৪

IMG_20240924_105435~2.jpg

IMG_20241030_194712-COLLAGE.jpg

IMG_20240924_110346~2.jpg

তারপর ভিন্ন রংয়ের ক্লে গুলো বোতল কাটার ফালির প্রত্যেকটির মুখে মুখে লাগিয়ে দিলাম। এমনকি ঠিক মাঝখানে একটি হলুদ রঙের ফুল তৈরি করে লাগিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20240924_110550~3.jpg

IMG_20240924_110346~2.jpg

IMG_20240924_110750~2.jpg

IMG_20240924_110550~4.jpg

এই ঝাড়বাতি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই সুস্থ ও ভালো থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ক্লে ও বোতল দিয়ে ঝাড়বাতি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের কাজগুলো অনেক দক্ষতার সাথে করতে হয়। আর আপনার তৈরি করা ঝাড়বাতি দেখতে অসাধারণ লাগছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

এরকম একটি ঝাড়বাতি আমার বোনের মেয়ে তৈরি করেছিল দেখে খুবই ভালো লাগছিল আমার কাছে ।তাই আমিও তৈরি করে ফেলেছি।

আপু আপনি প্লাস্টিকের বোতল ও ক্লে দিয়ে খুব সুন্দর একটি ঝারবাতি তৈরি করেছেন। আমি অনেকদিন আগে পুঁতি দিয়ে এমন একটি ঝাড়বাতি তৈরি করেছিলাম। পুঁতি গুলো প্লাস্টিকের বোতলের গায়ে লাগাতে খুব কষ্ট হয়েছিল। যদিও ক্লে লাগানো খুব সহজ। এ ধরনের ডাই শোপিস হিসেবেও ব্যবহার করা যায়। ধন্যবাদ সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

ক্লে গুলো প্রথমে আমি এমনিতেই লাগিয়েছিলাম পরে শুকিয়ে গেলে উঠে পড়ছিল তাই শেষে আবার গাম দিয়ে লাগিয়েছে।

এটা অনেকেই রঙিন থার্মোকলের বল দিয়ে বানায়। আপনি সুন্দর ক্লে দিয়ে বানিয়েছেন৷ খুব সুন্দর লাগছে দেখতে। শোপিসের মতো ব্যবহার করা যাবে৷

ঠিক বলেছেন আপু এটা অনেকটা দেখতে শোপিচের মতই।

ক্লে এবং বোতল ব্যবহার করে সুন্দর দেখতে একটা ঝাড়বাতি আপনি আজকে তৈরি করেছেন। আপনার তৈরি করা এই ঝাড়বাতিটি দেখতে সুন্দর লাগছে। খুবই সুন্দর ভাবে আপনি বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করেছেন। যা এটার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করেছে।

ঠিক বলেছেন আপু বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করার কারণে দেখতে বেশি ভালো লাগছে।

ক্লে এবং বোতল দিয়ে দারুন একটি ঝাড়বাতি তৈরি করেছেন আপু। এগুলো টেবিলের উপর রেখে দিলে বেশ ভালো লাগে দেখতে। বোতল কেটে এগুলো করতে আমার মনে হয় অনেক বেশি সময়ের প্রয়োজন। আপনি খুব ধৈর্য সহকারে নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করেছেন। দেখতে বেশ ভালো লাগছে আপু। প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু যেকোনো ধরনের ডাই পোস্টগুলো তৈরি করতে গেলে একটু সময় লাগে তবে বোতলগুলো কাটতে আমার একটু সময় লেগেছিল। ধন্যবাদ আপু।

একটা সময় এই ধরনের কাজ গুলো অনেক করা হতো। তবে ক্লে দিয়ে কখনো করা হয়নি। নতুন একটি আইডিয়া কাজে লাগিয়েছেন আপু। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এভাবে আমিও একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো আপু।

তাহলে আশা করছি আপনি খুব দ্রুত এই ধরনের ঝাড়বাতি তৈরি করে শেয়ার করবেন।

খুবই সুন্দর একটি ঝাড়বাতি তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি ঝাড়বাতি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি আজকে ক্লে এবং বোতল দিয়ে সুন্দর ঝাড়বাতি তৈরি করেছেন তা দেখে একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ একই সাথে এই ঝাড়বাতি তৈরি করার মাধ্যমে আপনার কাছ থেকে অনেক সুন্দর একটি বিষয় দেখতে পারলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি ঝাড়বাতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভীষণ ভালো লাগছে ভাইয়া ধন্যবাদ।

আপনার বড় আপুর বাসায় থেকে দেখে এসে খুব সুন্দর একটি ঝাড়বাতি তৈরি করেছেন ক্লে দিয়ে। নিজের হাতের বানানোর জিনিস দিয়ে ঘর ডেকোরেশন করলে নিজের কাছেই ভালো লাগে। আপনার ঝাড়বাতির আইডিয়াটা ইউনিক লেগেছে। কালারফুল ক্লে ব্যবহার করার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।

জ্বী আপু আমার বড় আপুর মেয়ে এই ঝাড়বাতি তৈরি করেছিল যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। তাই আমিও বাসায় একটি তৈরি করে রেখে দিলাম ‌