আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,২ ফেব্রুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রীন রেইন ল্যাবরেটরি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণের কিছু মুহূর্ত। গতকাল আপনাদের ভাইয়া যে স্কুলের শিক্ষকতা করেন সেখানে বড় একটি অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠানে আমার তাও ছিল আর এমন অনুষ্ঠানে যেতে আমারও ভীষণ ভালো লাগে তাই আর দাওয়াত টা মিস করলাম না। অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল ৯ টার সময়। শেষ হতে হতে প্রায় বিকেল পাঁচটা বেজে গেছে। এখন আমি আপনাদের মাঝে সেই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত এবং আমার অনুভূতি তুলে ধরব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি কিছু ফটোগ্রাফি ধারণা করেছি সেগুলো দেখে বুঝতে পারছেন অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়েছিল। প্রতি বছরে এই অনুষ্ঠান হয়। তবে অন্যান্য বছরে বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর বা নভেম্বর মাসে অনুষ্ঠানটি হয় কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানটি হয়েছে।
গ্রিন রেইন ল্যাবরেটরি স্কুলের তিন ধরনের শিক্ষা দেওয়া হয়। প্রথমত প্লে থেকে ক্লাস সিক্স পর্যন্ত এবং দ্বিতীয়ত বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের শিক্ষা দেওয়া হয়। তার সাথে রয়েছে দর্জি বিজ্ঞানের শিক্ষা। আমি মূলত দর্জি বিজ্ঞানের একজন ছাত্রী ছিলাম। উনাদের এই বিষয়টা আমার খুবই ভালো লাগে ওনারা উনাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ও অনুষ্ঠানে বিশেষভাবে দাওয়াত দেয় দাওয়াত দেয়। আমি মূলত এই দিক থেকেই দাওয়াত টা পেয়েছিলাম। এবং আমার গার্জেন হিসেবে আমার আব্বু ছিল সাথে। দাওয়াত টা যেহেতু চার পাঁচ দিন আগেই দিয়েছিল তাই আমরা আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম যাওয়ার জন্য। শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু। আমরা বাড়ি থেকে বের হতে হতে প্রায় নয়টা বেজে গিয়েছিল। তাই আর প্রথম দিকে ছাত্র-ছাত্রীদের প্রিটি প্যারেড অনুষ্ঠানটি দেখতে পারেনি। এছাড়াও তার আগে বাচ্চাদের জন্য ছিল কিছু প্রতিযোগিতার আয়োজন। আমরা বাড়ি থেকে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় তাই এগুলো দেখতে পারিনি।
এরপর আমরা ওখানে গিয়ে দুটো পর্ব তো মিস করেছি এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছিল তখনই আমরা পৌঁছে যায়। ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের কবিতা ছড়া আবৃত্তি করছিল। তার মাঝে মাঝে হচ্ছিল কয়েকটি নৃত্য পরিবেশন। ওর আব্বু যেহেতু অনেক ব্যস্ত তাই আমাদের খুব একটা সময় দিতে পারিনি তার পরেও যথেষ্ট সময় দিয়েছে। আমরা যখন স্কুলে পৌঁছালাম আবু রায়হান তো ওর আব্বুকে দেখে একদম দৌড়াতে দৌড়াতে ওর আব্বুর কাছে চলে গেল। একদম কোলে উঠে পড়লো আর তখন আমি ভাবলাম একটি ছবি তুলে নেই। এরপর দুজনের একটি ছবি তুলে আমি পিছনের দিকে চলে গেলাম বসার জায়গাতে। আমাদের যেহেতু যেতে দেরি হয়ে গিয়েছিল তাই একদম পিছনের দিকে কিছু জায়গা ফাঁকা ছিল ওখানে কি আমি বসে পড়লাম। এরপর দেখলাম ৫-৬ জন মিলে দলীয় নৃত্য করছে। অনেক সুন্দর হয়েছিল বাচ্চাদের নাচ গুলো। এভাবে আরও অনেক জন নৃত্য পরিবেশন করলো।
এরপর একক অভিনয়, ছড়া ,রবীন্দ্র সংগীত, গজল সহ বেশ কয়েকটি বক্তব্য করে দুপুরের খাবার শেষ হলো। দুপুরের খাবার আইটেমে ছিল মাংস, ভাত আর আলু ঘন্টো। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আবারো কিছু অনুষ্ঠান হবার পর প্রায় চারটার দিকে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আবু রায়হান তো অনুষ্ঠানে গিয়ে ভীষণ খুশি। ওকে কোনরকমে এক জায়গায় বসিয়ে বা দাঁড়িয়ে রাখা যাচ্ছিল না বারবার ছুটে ছুটে চলে যাচ্ছিল। আর বাচ্চারা ওকে পেয়ে অনেক খুশি, বেশ খেলাধুলা করেছে গতকাল। সব মিলিয়ে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম গতকালকে। আমার কাছে বাচ্চাদের এই ধরনের অনুষ্ঠানগুলো ভীষণ ভালো লাগে। তাই প্রতিবছর চেষ্টা করি যাওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যান্য বছরে তুলনায় এ বছরে অনুষ্ঠানটা আসলে অনেক বেশি ভালো হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের প্রস্তুত করার জন্য আমরা এই বছরে খুব একটা বেশি সময় পেয়েছিলাম না। কালকে আমি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই ব্যস্ত সময় পার করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ঠিক বলেছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছিল অনুষ্ঠানটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন আপনিও। বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা অনেক আনন্দিত হয়ে। আর আপনি লেটে গেলেও সুন্দর সুন্দর অনুষ্ঠানের ইভেন্ট দেখতে পেলেন। স্কুলের এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে আমার ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমি সব দেখেছি। বাচ্চাদের নাচ ,গান , আবৃত্তি আমার খুব ভালো লাগে।। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিদ্যালয়ের বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিছু ভালো লাগলো। অনেক সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে দেখছি। খুব ভালো লেগেছে আমার কাছে এত সুন্দর অনুষ্ঠানে তুমিও তোমার ছেলে উপস্থিত হয়েছ দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছিল আপু প্রতিবছর করা হয় তবে এবারের অনুষ্ঠান আমার সবথেকে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন আগে আমিও একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এখন প্রায় অনেক স্কুলে বার্ষিক অনুষ্ঠান গুলো সুন্দর ও জাগজমক করে থাকে। এর মাধ্যমে গার্জিয়ান গন আসে দেখে। খুবই ভালো লাগে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit