আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,২০ জানুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ সকল সদস্যদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা রংয়ের কাগজ ব্যবহার করে একটি পান্ডার মাথার অরিগ্যামি। প্রতি সপ্তাহে আমি রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস তৈরি করার চেষ্টা করি। রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই খুব একটা অরিগ্যামি তৈরি করা হয় না।। কেননা অরিগ্যামি গুলোতে ভাঁজ খুবই সূক্ষ্ম ভাবে দিতে হয়। ভাঁজ এলোমেলো হয়ে গেলে সুন্দরভাবে কিছুই তৈরি করা সম্ভব না। যাইহোক অনেক কষ্টে এটা আমি তৈরি করেছি। প্রথমবার হয়েছিল না দ্বিতীয়বার চেষ্টা করে সফল হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে আমি পান্ডার মাথা তৈরি করলাম সেটা এখন কয়েকটা ধাপের মাধ্যমে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | সাদা কাগজ |
২ | কালো ও লাল কলম |
ধাপ-১
প্রথমে আমি সাদা রংয়ের চারকোনা সমান আকৃতির একটি কাগজ নিয়ে নিলাম। এরপর কাগজ টি কোনাকুনি ভাবে দুইটি ভাঁজ দিয়ে নিলাম। তারপর ভাঁজগুলো খুলে নিলাম।
ধাপ-২
এরপর কাগজের এক কোনায় ভাঁজ দেওয়ার উপর হাত দিয়ে চেপে ধরে অন্যপাশের ভাঁজের মাঝখান দিয়ে ওই চেপে রাখা কোনার দিকে ভাঁজ দিয়ে দিলাম। উল্টো করে একই রকম করে ভাজ দিয়ে নিলাম। তাহলে মাঝখানে ফাঁকা রেখে দুই পার্ট হয়ে কাগজটি ভাঁজ হয়ে যাবে।
ধাপ-৩
এরপর কাগজের উপরের অংশ থেকে অর্ধেক ভাঁজ দিয়ে জোড়ার মুখের দিকে ভাঁজ দিয়ে দিলাম।
ধাপ-৪
এরপর উপরের দিকে যে তিন কোণা আকৃতির একটি কাগজ ভাঁজ দেয়া হলো এটার মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে নিলাম। একই রকম করে অন্য পাশের কাগজ ও ভাজ দিয়ে নিলাম।
ধাপ-৫
এরপর মাঝখানে চিকন করে যে ভাঁজ পড়লো ওটার ভেতর দিয়ে একটি ভাঁজ খুলে দিলাম। তারপর তিনকোনা আকৃতির কাগজের মাথা গুলো সামান্য একটু মুড়িয়ে ভাঁজ দিয়ে দিলাম।
ধাপ-৬
এরপর একদম নিচের দিকে একটু বেশি করে তিনকোনা আকৃতির মাথাটা মুড়িয়ে ভাঁজ দিয়ে নিলাম। তারপর উল্টে নিলাম।
ধাপ-৭
এরপর প্রথমে কালো রঙের জেল কলম দিয়ে পান্ডার কান দুইটি কালো রং করে নিলাম। তারপর চোখ ,নাক,মুখ এঁকে নিলাম। এরপর লাল রংয়ের কলম দিয়ে গালের ওপর একটু গোল করে রং করে নিলাম।
ধাপ-৭
এরপর আমি গোলাপি রঙের একটি কাগজের ওপর পান্ডার মাথাটি রেখে কিছু ফটোগ্রাফি করে নিলাম। সম্পূর্ণ অরিগ্যামি তৈরি হওয়ার পর দেখতে খুবই ভালো লাগছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব কিউট একটা অরিগামি তৈরি করেছেন। পান্ডার মুখের অরিগামিটা দেখে ভালো লাগলো। ধৈর্য ধরে সুন্দরভাবে এই অরিগামি টা তৈরি করেছেন। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আপনাকে এত সুন্দর একটা অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পান্ডার মাথার অরিগ্যামি টা আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। তবে আরও ইউনিক কিছু বানানোর চেষ্টা করবেন। কারণ এই অরিগ্যামি অনেকটা শিশুসুলভ হয়ে গিয়েছে। ধন্যবাদ সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এই অরিগ্যামি টা তৈরি করতেও কিন্তু অনেক ভাঁজের প্রয়োজন হয়। আর আমার কাছে মনে হয় কোন ছোট বাচ্চা এ ধরনের অরিগ্যামি তৈরি করতে গেলে একটু সমস্যাই হবে। যাই হোক পরবর্তীতে আরো সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটা অরিগামি তৈরি করেছেন আপনি। কাগজ দিয়ে এমন অরিগামী তৈরি করলে বেশ ভালো লাগে। অনেক খুশি হলাম আপনার নিজ হাতে তৈরি করা অরিগামি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগলো আপু আপনার মতামত জানতে পেরে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি সাদা কাগজ দিয়ে চমৎকার পান্ডার মাথা তৈরি করেছেন। তবে কি চমৎকার পান্ডার চোখ দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত কাগজ দিয়ে পান্ডার মাথার অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit