আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার,১১ জানুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকল সদস্যদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ ছেলের খেলনা গাড়ি কেনার অনুভূতি নিয়ে। সন্তান এমন একটা জিনিস যার মুখের হাসি দেখলে মা-বাবার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। গত ডিসেম্বরে আমার ছেলে আবু রায়হানের এক বছর পূর্ণ হয়েছে। ভাবছিলাম ওকে কিছু খেলনা গাড়ি কিনে দেব। খেলনা গাড়ি বলতে এমনিতেই ১ থেকে ৪-৫ বছর খেলা খেলতে পারবে এমন বড় গাড়ি। কিন্তু ওইসব গাড়ির দিকে ও তেমন একটা মনোযোগী ছিল না। তাই আমরাও ভাবছিলাম ও ভালোভাবে হাঁটা শিখে গেলে কিনে দিবো। কিছুদিন যাবত ও বেশ ভালোভাবে হাটে শিখে গেছে। কিন্তু এর মধ্যে গত সপ্তাহে ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। ভীষণ ঠান্ডা জ্বর আর বমি। তবে আল্লাহর রহমতে এখন বেশ সুস্থ আছে।
আবু রায়হানের ছোট একটা মোটর বাইক আছে সেটা নিয়ে খেলা করে। কিন্তু গতকাল রাতে বাবু মোটর বাইকের দুই পাশে পা দিয়ে ছোট্ট সিটের ওপর বসে মুখে জোরে জোরে ভুম ভুম আওয়াজ করছিল আর খেলা করছিল। এটা দেখে আমরা তো সবাই অবাক হয়ে গেলাম। ছোট একটা বাচ্চা যে মোটর সাইকেল নিয়ে এরকম করতে হয় সেটাও জেনে গেছে। আমার আব্বু তো এটা দেখে আমার আম্মুকে বলছে ও এমন করে আমাকে বলেনি । আমাদের পরিবারে আমরা দুই বোন আমার ছেলেকে আমার আব্বু ভীষণ ভালোবাসে। আর এদিকে আবু রায়হান ও বারবার আমার আব্বুকে ডাকছে আর বলছে নানা, নানা, এই, এই আমরা তো সবাই দেখছি আর হাসছি। সত্যি বলতে এই মুহূর্তটা দারুন কাটিয়েছি।
তারপর আমার আব্বু বললো কালকে গিয়ে ওর জন্য একটা মোটরসাইকেল কিনে আনব। আমি তো প্রথমেই ভেবেছিলাম আবু রায়হান হয়তোবা খেলতেই পারবে না। তারপরের দিন বিকেলবেলা আব্বু যখন ওটা কিনে আনলো বাবু তো মহা খুশি। সে একদম দেখে আমার আব্বুর গলা জড়িয়ে ধরল। তারপর গাড়িতে চড়ে আমার আব্বুকে পিছনে দেখাচ্ছে আর ঠেলতে বলছে। ও যেহেতু ছোট তাই পা দেওয়ার জায়গাটাতে ঠিকমতো পা দিতে পারছে না। তারপরেও ভীষণ খুশি। আর বাবুর খুশিতে আমাদের পরিবারের সবাই অনেক খুশি। এরপরে ওকে সারা বিকেল ওই গাড়িতে নিয়ে বেড়ানো হলো। সে তো গাড়ি থেকে নামবেই না। তারপর অন্য খেলনা দেখিয়ে এটা ওটা বলে নামানো হলো গাড়ি থেকে।
এরপর রাতে আবার যখন গাড়ি আমাদের রুমে দেখেছে আবার উঠবে গাড়িতে। কিন্তু এখন তো ভীষণ শীত পড়ছে। আর ওর দু একদিন হলো মাত্র অসুস্থ থেকে সুস্থ হয়েছে। তাই অল্প একটু দেখিয়ে গাড়িটা আমার আব্বু দের রুমে রেখে আসা হল। তবে ওর এত আনন্দ দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। আগে যদি জানতাম আরো কিছুদিন আগে গাড়িটি কিনে নিয়ে আসতাম। যাইহোক এই ছিল আমার আজকের অনুভূতি। যতটুকু পেরেছে অনুভূতিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি বলতে গেলে সন্তানের খুশি তো আর মুখে বলে প্রকাশ করা যায় না। আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। শুভ কামনা রইল।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাশাল্লাহ আপু। আবু রায়হানের মিষ্টি হাসি দেখে আমারও অনেক খুশি লাগছে। বাচ্চারা এই ধরনের গাড়ি পেলে অনেক খুশি হয়। আপনার ছেলেকে দেখে বুঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে। আসলে অল্প কিছুতেই বাচ্চাদের মুখের হাসি গুলো পৃথিবীর সবথেকে দামি মনে হয়। আজ আপনার ছেলের মুখের হাসিটি আমার সেরকমই মনে হচ্ছে। শুভকামনা রইল আপনার ছেলের জন্য। সারা জীবন যেন সুস্থ থাকে। আর জীবনের সকল চলার পথ গুলো যেন সুন্দর হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবু রায়হান দেখতেছি গাড়ি পেয়ে ভীষণ খুশি হয়েছে। বাচ্চাদের শীতকালীন সময়ে ঠান্ডা যেন লেগেই থাকে। তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন আপু। নইলে সে আবার অসুস্থ হয়ে পড়তে পারে। আপনার ছেলের জন্য শুভকামনা রইল ভবিষ্যৎ জীবনের। তার আগামী জীবন হোক পুষ্প সজ্জিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাশাআল্লাহ বাবু বড় হয়ে যাচ্ছে। অনেক দোয়া এবং শুভ কামনা। রায়হানের জন্য গাড়ি কেনার অনূভুতি পড়ে ভীষণ ভালো লাগলো। আমার মেয়ে কে ও তার দাদি কিনে দিয়েছে। রায়হান বাবু গাড়ি পেয়ে খুশি হয়েছে ছবি দেখে বোঝা যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাচ্চারা নতুন কিছু পেলে অনেক খুশি হয়ে যায়। আর তাদের খুশির জন্য বাবা-মা প্রতিনিয়ত চেষ্টা করে। আপু আপনার ছেলেকে দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর তার হাসি মুখটা দেখে প্রাণ জুড়িয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাড়ি পেয়ে ছেলে দেখছি অনেক খুশি। একদম হাঁসি মাখা দাঁতগুলো বের করে দিয়েছে। ভালো লাগলো এত সুন্দর একটা ব্লগ দেখে। হাসি আনন্দে ভরে থাকুক বাচ্চার মুখ। অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাচ্চাদের এমন হাসি মাখা মুখ আর খেলাধুলা দেখলে খুবই ভালো লাগে। ভাইয়ের মেয়েটা যখন হাঁটা শিখছিল তখন ঠিক এভাবে খেলাধুলা করতো। এখনো ছোট। তিন বছর বয়স। বেশ ভালো লাগে তার মুখের সুন্দর কথাগুলো শুনে। ভালো লাগলো আপনার আবু রায়হানের গাড়ি চালানো অনুভূতি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit