ডাই: রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in hive-129948 •  last year 

IMG_20231020_153210.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ২২ অক্টোবর ২০২৩

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা। কেমন আছেন সবাই। আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু ওয়ালমেট তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। আজকে আমি যে ওয়ালমেট তৈরি করেছি এই ধরনের ওয়ালমেট গুলো দেওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। এক কথায় বলা যায় ঘর সাজানোর একটি জিনিস হয়ে ওঠে এই ধরনের ওয়ালমেট গুলো। তো চলুন আমি কিভাবে আজকের ওয়ালমেট তৈরি করলাম তা শুরু করি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
পুঁতি
গাম
কাঁইচি
কলম

ধাপ-১

IMG_20231020_145647.jpg

প্রথমে আমি সব প্রয়োজনীয় উপকরণ গুলো নিলাম।

ধাপ-২

IMG_20231020_145827.jpg

তারপর একটি সবুজ রঙের কাগজ নিলাম। কাগজটি বর্গাকারে আটটি ভাগ কেটে নিলাম।

ধাপ-৩

IMG_20231020_145913~2.jpg

এরপর পাতা তৈরি করার জন্য কেটে নেওয়া কাগজ একটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20231022_170946-COLLAGE.jpg

IMG_20231020_150408.jpg

ভাজ দেবার পর কাঁইচি দিয়ে কাগজটি কেটে পাতা তৈরি করে নিলাম। একই পদ্ধতি ব্যবহার করে আমি অনেকগুলো পাতা তৈরি করলাম।

ধাপ-৫

IMG_20231020_150717.jpg

তারপর গোলাপি রঙের একটি কাগজ নিলাম। কাগজটি চার ভাগ করে নিলাম।

ধাপ-৬

IMG_20231022_171435-COLLAGE.jpg

কেটে নেওয়া গোলাপি রঙের কাগজ গুলো ফুল তৈরির জন্য ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৭

IMG_20231022_171552-COLLAGE.jpg

IMG_20231020_151204.jpg

ভাঁজ দেওয়া হয়ে গেলে কাঁইচি দিয়ে ফুলটি কেটে নিলাম।

ধাপ-৮

IMG_20231020_151450.jpg

IMG_20231020_151246.jpg

একই পদ্ধতি ব্যবহার করে একটি হলুদ রঙের কাগজ নিয়ে কিছু ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৯

IMG_20231020_152517.jpg
IMG_20231020_152548.jpg

এরপর গোলাপি রঙের ফুল গুলোর উপর আঠা দিয়ে হলুদ রং এর ফুল গুলো লাগিয়ে নিলাম। এভাবে চারটি ফুল তৈরি করে নিলাম।

IMG_20231020_152646.jpg

এরপর চারটা ফুলের উপর পুঁতি লাগিয়ে দিলাম একটি করে।

ধাপ-১০

IMG_20231022_172455-COLLAGE.jpg

IMG_20231020_152428~2.jpg

এরপর একটি সাদা কাগজ নিলাম। সাদা কাগজের চারিদিকে খয়েরি ও গোলাপি রং এর কাগজ দিয়ে বর্ডার দিয়ে নিলাম।

ধাপ-১১

IMG_20231020_152832.jpg

এরপর কাগজের ওপর পাতাগুলো গাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-১২

IMG_20231020_153125.jpg

তারপর ফুলগুলো গান দিয়ে লাগিয়ে নিলাম। আর এরই মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ ফুল তৈরি শেষ হয়ে গেল।

IMG_20231020_153210.jpg

IMG_20231020_153201.jpg

IMG_20231020_153157.jpg

আমার আজকের তৈরি ওয়ালমেটটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। এতক্ষণ আমার পোস্ট পড়া ও দেখার জন্য ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ফুল এবং পাতার সমন্বয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। আর দেখতে অনেক সুন্দর লাগছে।

ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম ওয়ালমেট গুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলো ও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ফুলের মাঝখানে পুঁতি ব্যবহার করার ওয়ালমেটকে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে এই ধরনের ফুল তৈরি আপনাদের পোস্ট দেখেই আপু। আপনারা মাঝে মাঝে যে সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেন সেগুলো দেখেই এগুলো তৈরি করার চেষ্টা করি।

আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে
একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আপনার ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে। এবং ওয়ালমেট তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার।ধাপ গুলো দেখে শিখতে পারলাম। পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

আমার ওয়ালমেট তৈরি করা দেখে আপনি শিখতে পেরেছেন জেনে ভীষণ ভালো লাগলো।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। তৈরির ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

বিশেষ করে ভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করলে দেখতে আরো বেশি ভালো লাগে এই ধরনের আর্ট গুলো।

রঙ্গিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে রঙিন কাগজ দিয়ে আমিও মাঝে মাঝে অনেক কিছু তৈরি করে থাকি। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন । আপনার ওয়ালমেট তৈরি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। বিশেষ করে ফুল এবং পাতা গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করেন যেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমারও অনেক ভালো লাগে।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন আপনি৷ একইসাথে এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস ব্যবহার করেছেন যা দেখতে একদম অসাধারণ হয়েছে৷ আর কাগজ দিয়ে এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন।

নিজের প্রতিভাকে একটু একটু করে জাগ্রত করার চেষ্টা করছি ভাইয়া।