পরিচয় পর্ব।। ‘আমার বাংলা ব্লগ’ এর প্রিয় সদস্যবৃন্দ

in hive-129948 •  last year  (edited)

হ্যালো, স্টিমিট ওয়ার্ল্ড!!
আল্লাহর অশেষ কৃপায় সকলেই অনেক অনেক ভালই আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় হওয়ার নিমিত্তে ও স্বার্থকতার সাথে আমার বাংলা ব্লগে নিজের লেখনির মাধ্যমে সার্ভাইভ করার উদ্দেশ্যে আমার নিজের সম্পর্কে কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি।

চলুন বিস্তারিত শুরু করা যাক……

Capture.PNG
আমি মোঃ ফয়সাল মাহমুদ। আমার ইউজার আইডি @faysal99 । আমার বর্তমান বয়স ৩১ বছর। বাঙালীর বয়স দুইটা থাকে এটা আমরা সবাই-ই জানি। একটা পাসপোর্টের/সার্টিফিকেটের বয়স, অন্যটা অরিজিনাল বয়স। আমার এটা অরিজিনাল। ১৯৯২ সালের ১৫ই ডিসেম্বর মা-বাবার মুখ আলোকিত করে স্রষ্টার ইচ্ছায় পৃথীবিতে আমার আগমন ঘটে। আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর। উপজেলা নেছারাবাদ (স্বরূপকাঠি)। ছোটবেলা থেকেই আমি বেশ একটু চুপচাপ স্বভাবের । এ জন্য অনেক সময় হয়েছি প্রশংসায় পঞ্চমুখ, আবার কখনও আবার হয়েছি অপমানিত। যা-ই হোক এবার সামনে আগানো যাক। আমার বাবা একজন ব্যবসায়ী। তিনি তার সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আর আমার মা প্রাইমারি স্কুল শিক্ষিকা। আমার লেখা পড়ার হাতেখড়ি থেকে প্রাইমারি লেভেল পর্যন্ত তার কাছেই । আমার একটি ছোট ভাই আছে। ও এবার মাস্টার্সে পড়ছে। সেও আমার মতই চুপচাপ স্বভাবের।

Faysal Mahmud 2.jpg
আমি পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করি বরিশালের সরকারী বিএম কলেজ থেকে। দক্ষিন বঙ্গের সবচেয়ে মনোরম পরিবেশে যে কলেজের অবস্থান। এই কলেজের ক্যাম্পাসে ঘোরাঘুরির অভিজ্ঞতা কার কার আছে সেটা অবশ্যই কমেন্টবক্সে জানাবেন।

Faysal Mahmud 1.jpg
আমার জীবনে ভাললাগা জায়গাগুলো মধ্যে বিএম (ব্রজমোহন) কলেজের ক্যাম্পাস অন্যতম। কতশত স্মৃতি যে জড়িয়ে আছে এই ক্যাম্পাসকে ঘিরে তা গুনে বলা প্রায় অসম্ভব। খুব বেশি মনে পড়ে বিকেলে ফুটবল খেলে সন্ধ্যার পর অবধি ক্যাম্পাসে বসে আড্ডা দেয়ার কথা। খুব বেশি মিস করি ফিজিক্স ডিপার্ট্মেন্টের বাঘ জামাল উদ্দিন স্যারের বকার খাওয়ার কথা। শুধুই কি বকা খেয়েছি? না, তিনি একজন প্রকৃত মানুষ। তার জন্য অনেক অনেক দোয়া আল্লাহর দরবারে। শেখ তাজুল ইসলাম স্যারে কথা খুব মনে পড়ে। আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো টিচার। স্যার পিএইচডি করা ছিল।

Faysal Mahmud 6.jpg
২০১৯ সাল থেকে বর্তমান অবধি প্রায় পাঁচ বছর মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছি। পেশাজীবনে অনেক তিক্ত আর মধুর অভিজ্ঞতা নিয়েই চলছে আমার পথচলা। যেহেতু গ্রামের কোনো প্রতিষ্ঠানে কাজ করছি সেহেতু অভিজ্ঞতায় তিক্ততার স্বাধটাই একটু বেশি। তারপরেও মধুর অভিজ্ঞতা গুলোকে পাথেয় হিসেবে নিয়ে শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশেই সময় কাটাই। এভাবেই চলছে পেশাজীবন।
Faysal Mahmud 4.jpg
Faysal Mahmud 5.jpg
চাহিদার কথা যদি বলি তাহলে বলব যে পৃথীবির প্রতিটি মানুষেরই চাহিদা আছে এবং সেটার পরিমানও বেশি। তেমনি আমার চাহিদাও কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইনের বিভিন্ন সোর্স থেকে স্টিমিট সম্পর্কে জানি। তবে সর্বশেষ আমার ট্রেইনার মিনহাজুল আবেদীন @mabedin.mac স্যারের কাছ থেকে বিস্তারিত জেনে এখানে কাজের ব্যাপারে অনুপ্রাণিত হই এবং চেষ্টা ও শ্রম দিয়ে এখানে প্রতিষ্ঠিত হতে আমি আমার সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Faysal Mahmud 10.jpg
চাকরির সুবাদে আমার গ্রামে থাকা হচ্ছে। আশা আর স্বপ্নের কথা যদি বলি তাহলে অনেক স্বপ্ন ও আশা ছিল। গ্রামে থাকার ইচ্ছা কখনই ছিল না। তবে তকদীরে যা আছে সেটা মেনে নিচ্ছি। তবে গ্রামে থাকার শান্তি হল এখানে কোনো যানযট নেই। যেহেতু গ্রামে-ই আছি সেহেতু এখান থেকে কিভাবে ভালো করা যায় সেটাই এখন মূল টার্গেট। এজন্যই অনলাইনের কাজের প্রতি বিশেষ করে ফ্রিল্যাসিং এর দিকে একটু বেশি-ই ঝুকে পড়েছি।

Faysal Mahmud 8.jpg
আমার শখের কথা বললে প্রথমেই বলতে হবে বই পড়ার কথা। ইসলাম ও বিজ্ঞান বিষয়ক বই হল আমার পছন্দের শীর্ষে। এছাড়াও ট্রাভেলিং ও বন্ধুদের সাথে আড্ডা তো আমার শখের তালিকায় উপরেই থাকবে। এখানে ভ্রমনের কতা একটু আলাদা ভাবে বলতে চাই। প্রিয় মানুষটিকে নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে খুব ভালো লাগে। প্রচুর পরিমানে ছবিতোলাও আমার শখের তালিকায় উপরেই থাকবে। যেহেতু গ্রামে থাকি সেহেতু নদীতে সাঁতার কাঁটা ,মাছ ধরাও শখের তালিকায় থাকবে। সময় পেলেই এগুলো করা হয়।
এই শখ গুলা ছাড়াও আমার আরো অনেক শখ আছে যেগুলা করতে আমি অনেক ভালোবাসি,
-গরীব অসহায় মানুষের জন্য কিছু করার জন্য মনটা ছটফট করে, সুযোগ পেলেই নেমে পড়ি। খেলাধুলা করার সুযোগ এখন খুব একটা পাই না, তবে মনটা খুব কাঁদে, তবে এখানেও সুযোগের অপেক্ষায় থাকি। সৃজনশীল কোনো কিছু করার মধ্যেও আনন্দ পাই। রান্না করে খাওয়া আমার খুব পছন্দ, বিরিয়ানি খুব পছন্দ।

Faysal Mahmud 3.jpg

Faysal Mahmud 11.jpg
এত কথা বলে ফেলেছি অথচ আমার জন্মস্থান স্বরূপকাঠি সম্পর্কে কিছুই বলা হয় নি। স্বরূপকাঠি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ছোট্ট একটি উপজেলা। একে আমি বলে থাকি রূপে রাঙা স্বরূপকাঠি। এটি বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলায় অবস্থিত একটি উপজেলা। ছারছিনা নেছার-উদ্দীন পীর সাহেবের নামানুসরে একে নেছারাবাদও বলা হয়। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে ছারছীনা দরবার শরীফ ও মাদরাসা,সারেংকাঠী পিকনিক স্পট, আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা বাজার, আমড়া বাগান, কুড়িয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম, হযরত শাহ কামাল এর মাজার শরীফ (সেহাংগল)

আমার পরিচয় পর্ব এতক্ষন ধৈর্য ধারন করে যারা পড়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। Steemit এ যাত্রা যেহেতু শুরু করলাম তাই সকলে দোয়া করবেন যেন সফলতার সাথে সৃজনশীল কাজের মাধ্যমে টিকে থাকতে পারি এবং আপনাদের জন্য সব সময় ভালো কিছু দিতে পারি। আজকের মত বিদায় নিচ্ছি।

সকলের সুস্বাস্থ্য কামনায়
ফয়সাল মাহমুদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো, যারা একটু চুপচাপ স্বভাবের তাদের অনেক সময় মানুষ পছন্দ করে আবার অনেক ক্ষেত্রে অপছন্দ করে, আপনার সাথে এই বিষয়টাই আমার মিল রয়েছে। আশা করি আমাদের সকল নিয়মকানুন মেনে আপনি একজন ভেরিফাইড মেম্বার হবেন, পরবর্তী গাইডলাইন কমিউনিটি মডারেটরগন আপনাকে সাজেস্ট করবে, আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ 💖💖💖

অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন, আপনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। তবে ভেরিফিকেশন পোস্ট এ অবশ্যই #abb-intro tag ব্যবহার করতে হয়, এখনি এডিট করে সঠিক করুন।

জ্বি, ধন্যবাদ ভাইয়া।