কবি নজরুলের অমর সৃষ্টিকে স্মরন না করলেই নয়...
"ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ"
আমার বাংলা ব্লগের সকল ভাই বোনদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি আমার 'ঈদ ভ্রমণের' গল্প ৩ পর্বে আপনাদের মাঝে তুলে ধরছি।
★★গ্রামের বাড়ি ভ্রমণ ★★
চাকুরীসূত্রে নিজ স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকাতে অবস্থান করার জন্য নিয়মিত গ্রামের বাড়ি যাবার সময় হয়ে উঠে না। কিন্তু এবার সপ্নকে সঙ্গী করে গিয়েছিলাম গ্রামের বাড়ি রাজশাহী বিভাগের অন্তর্গত বগুড়া জেলার নন্দীগ্রামে।
সবুজ শ্যামলিমায় ঘেরা আমাদের গ্রামটির রুপ আসলেই মোহিত করে আমায় প্রতিটা সময়।ব্যস্ত শহরের যান্ত্রিকতায় হারিয়ে ফেলা নিজেকে আবার ফিরে পেলাম গ্রামের নির্মল বাতাসে। এ যেন তৃপ্তি নয় আত্মার স্বস্তি।
এছাড়াও ঈদের ছুটিতে হয়েছিলো বন্ধুদের মিলনমেলা।হাসি আড্ডা খুনসুটিতে কেটেছে সকাল থেকে সন্ধ্যা।ভালো থাকুক দেশের বাড়ির প্রিয় মুখগুলো সাথে আনন্দঘন সময়গুলো।
★★কক্সবাজার সমুদ্র সৈকত★★
ভৌগলিক দিক দিয়ে কক্সবাজার বাংলাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলাটি একটি শহর, মৎস বন্দর এবং পর্যটন নগরী হিসেবে পরিচিত।পূর্বে কক্সবাজার প্যানোয়া নামে পরিচিত ছিলো।মূলত কক্সবাজার তার দীর্ঘতম সি-বিচ এবং অপুরুপ সৌন্দর্যের জন্য বিখ্যাত।
এজন্য কালবিলম্ব না করে ঈদের পরের দিন ৪ তারিখ ভোরবেলা পরিবারের সদস্যদের নিয়ে রওনা হলাম পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে। পরদিন সবাই মিলে চলে গেলাম সমুদ্রস্নানে।
"সাগরের ওপারটাও তুচ্ছ
তুমি যদি পাশে থাকো মোর প্রিয়"
সত্য বলতে সাগরে যখন নামলাম তখন বুঝতে পারলাম আনন্দের টর্নেডো বয়ে চলেছে মনের মদ্ধ্যে।প্রিয়তমা স্ত্রী এবং পরিবার নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষনের জন্য।
এতো দীর্ঘ সমুদ্র সৈকতকে পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন নামে ভাগ করে দেয়া হয়েছে।লাবনী পয়েন্ট,সুগন্ধা,কলাতলী,ইনানী ইত্যাদি অন্যতম।
সূর্যাস্তের অভূতপূর্ব রুপ আপনাকে টেনে নিয়ে যাবে সমুদ্রের মায়ায়।অবিচ্ছিন্ন উপচে পরা ঢেউয়ের শব্দ, সূর্যের রক্তিম আভা যেন আপনাকে মোহিত করে হাতছানি দিয়ে ডাকবে।মনের অজান্তেই আবার আসতে মন চাইবে সমুদ্রের কোলে।
★★ডুলাহাজরা সাফারি পার্ক★★
কক্সবাজার জেলার অন্তর্গত চকোরিয়া উপজেলায় শান্ত স্নিগ্ধ পরিবেশে অবস্থিত ডুলাহাজরা সাফারি পার্ক,বর্তমানে যা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নামেই পরিচিত।সমুদ্র সৈকতে আসা পর্যটকদের কাছে এই সাফারি পার্কটি বিনোদনের অন্যতম আকর্ষণ বলা যায়!
প্রায় ৫০০ থেকে ৬০০ হেক্টর জায়গা নিয়ে অবস্থিত এই সাফারি পার্কটি প্রানীদের অবাধ বিচরনের জায়গা।
বর্তমানে এই সাফারি পার্কে আমরা বাঘ,সিংহ,হরিন,কুমির,জলহস্তি, জিরাফ, বিভিন্ন প্রজাতির ময়ূর,মুক্ত বনাঞ্চলে বিচরনরত অজস্র পাখি এবং বানর দেখতে পেয়েছি।পর্যটকদের যাতায়াতের জন্য সুব্যবস্থাসহ পার্কটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয় সবসময়, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে।
পরিশেষে একটা কথায় বলতে চাই, ভ্রমণ শব্দটি যতটা ছোটো মানুষের অন্তরে সেটার পরিব্যাপ্তি ততোটাই দীর্ঘ। ইচ্ছাশক্তিকে পুঁজি করে ভ্রমণে বেড়িয়ে পড়ুন।দেখবেন মনের মদ্ধ্যে এক অন্য রকম ভালোলাগা কাজ করছে।এককথায়,পরিবার নিয়ে এবারের ঈদের ভ্রমণ টা আমার স্মৃতিতে চিরকাল অমর থাকবে।
ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ,
@fazlyrabbi
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। বেশ কিছুদিন আগে আমরাও কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম ।।জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুবই সুন্দর একটু সময় অতিবাহিত করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই।আসলেই অনেক মজার জায়গাগুলো।ভীষন ভালো লেগেছে।সময় পেলে আবার ঘুরে আসুন।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার ভ্রমণ কাহিনীটি পড়ে খুব ভালো লাগলো। কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছি কয়েকবার ডুলাহাজারা সাফারি পার্কটাও দেখা হয়েছে আপনার পোষ্টের মাধ্যমে সে পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। আর চকরিয়া থানা নিয়ে আমার একটা মজার অতীত আছে। সেবার ঘুরতে গিয়ে অবরোধের ফাঁদে পড়ে চকরিয়ায় আটকে গিয়েছিলাম। রাত্রে কোথাও থাকার জায়গা না পেয়ে শেষ পর্যন্ত মাছের ব্যবসায়ীর সঙ্গে ঘুমিয়েছি।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে চকোরিয়া উপজেলা অনেক বেশিই উন্নত দেখলাম ভাই।একটা উপজেলা যে এতো বেশি উন্নত হতে পারে সে বিষয়ে আমার ধারনা ছিলো না।আসলে অবরোধ বিক্ষোভ মানেই বিপদ।তবে বিপদকে উপেক্ষা করে সময়গুলো পার করেছেন এটাই আনন্দের বিষয়।সেদিনের সেই মাছ ব্যবসায়ী দের জন্য দোয়া রইলো।
ভালোবাসা নিবেন ভাই🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব রকম ভালো লাগলো আপনি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং চমৎকারভাবে আপনার আনন্দ মুহূর্ত গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, প্রিয়তমার জন্য এই লাইনগুলো উৎসর্গ করেছেন অনেক ভালো লাগলো অনেক রোমান্টিক ছিল এই লাইনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইজান।সময় পেলে আপনিও আপনার আপনজনদের নিয়ে ঘুরে আসুন কক্সবাজারের পর্যটন এলাকাগুলোতে। অনেক ভালো লাগবে।মন ফ্রেশ হবে আশা রাখি।সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার ভ্রমণ কাহিনী আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ভ্রমণকাহিনী উপস্থাপন করেছেন। বিশেষ করে কক্সবাজার ভ্রমণের সুন্দর দৃশ্য গুলো আমার খুবই ভালো লেগেছে এবং সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ প্রিয় রায়হান ভাই।সময় সুযোগ করে ঘুরে আসুন অবিচ্ছিন্ন বালির রাজ্যে।অনেক ভালো লাগবে আশা রাখি।যতটুকু সম্ভব চেষ্টা করি টুকটাক ছবি তোলার।আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে সামনের দিনগুলোতে আরো ভালো ফটোগ্রাফ উপহার দিবো ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু ভ্রমণের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি, এবং সাথে ভ্রমণের অনুভূতিগুলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাই।দোয়া রাখবেন আমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। ভাইয়া আপনার ভ্রমণ কাহিনী পড়ে অনেক ভালো লাগলো। সমুদ্র সৈকতে আপনি অনেক মজা করেছেন তা দেখে বুঝতে পারছি। এছাড়া সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে ভ্রমণ কাহিনীর আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপুনি।দোয়া রাখবেন আমার জন্য যাতে সামনের দিনগুলো আরো বেশি ভ্রমণ করতে পারি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারি।
ভালো থাকবেন-সুস্থ থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাই কথাটা কিন্তু চমৎকার বলেছেন। আসলে নিজের আপন জনের সাথে সময় কাটাতে এমন আনন্দ অনুভব হয়। আপনার ভ্রমণ কাহিনী টা যতই পড়েছিলাম ততই ভাল লাগছিল কেননা প্রতিনিয়তই আনন্দ পাচ্ছিলাম দারুন পোস্ট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ প্রিয় ইমন ভাই এতো মনোযোগ দিয়ে আমার পোষ্ট পড়ার জন্য।সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন।বেশি বেশি ভ্রমণ করুন।দোয়া রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে আপনার ছবিতে দেখলাম পানি খাচ্ছে ওটা কী বাঘ নাকী হি হি। আপনার ভ্রমণ কাহিনী টা দারুণ লাগল ভাই। পরিবার নিয়ে চলে গেছেন কক্সবাজার ভ্রমণে। ঈদের ছুটি কেন্দ্র করে প্রায় দশ লক্ষ্য লোক কক্সবাজারে গেছে এটা আমি নিউজে দেখেছি। পরিবারের সাথে উৎসবের ভ্রমণটা দারুণ উপভোগ করেছেন। ধন্যবাদ ভাই আমাদের সাথে আপনার সুন্দর মূহুর্ত টা শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়্যা। এটিই আমাদের জাতীয় সম্পদের মধ্যে অন্যতম প্রানী রয়েল বেঙ্গল টাইগার।যদিও বন্যরা বনেই সুন্দর। এজন্য একটু শুকিয়ে গেছে ওদের শরীর।বড্ড বেশিই মায়া লাগছিলো ওদের দেখতে।কর্তৃপক্ষের আরো যত্নশীল হওয়া উচিৎ। আর কক্সের কথা কি বলবো।বলতে গেলে বীচ-এ বালির চাইতে মানুষ বেশি।তবুও আনন্দের কমতি হয় নি।দোয়া করবেন আমার জন্য ভাই।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit