🐟💞কাতল মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রান্না রেসিপি 🐟💞(১০ % প্রিয় সাই ফক্স এর জন্য)

in hive-129948 •  3 years ago 

আজ - ২৬ বৈশাখ | ১৪২৯বঙ্গাব্দ | সোমবার /০৯ /মে

হেলো বন্ধুরা

শুভ সকাল

আসসালামু ওয়ালাইকুম,আমি ফেন্সি আক্তার আমার ইউজার নাম @fensi। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক । আশা করি সবার ঈদ ভালো ভাবে কেটেছে এই কামনা করি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো সুস্বাদু ও মজাদার মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রান্না রেসিপি।

💐চলুন এবার শুরু করা যাক 💐

Polish_20220509_071049035.jpg

🌼প্রয়োজনীয় উপকরণ 🌼

20220508_201401.jpg20220508_201039.jpg
20220508_200721.jpg20220508_200451.jpg

পাঁচ টি পিঁয়াজ নিয়ে কুচি কুঁচি করে কেটে পাটায় বেঁটে নিতে হবে।

🔻ধাপ~১ 🔻

20220508_195706.jpg
একটি কাচা কলা নিয়েছি।

🔻ধাপ~২ 🔻

![20220508_200319.jpg](
খোসা ছাড়াইয়া নিয়ে লম্বা সাইজে কেটে নিয়েছি।

🔻ধাপ~৩🔻

20220508_200929.jpg
কাচা কলা হলুদ দিয়ে মেখে রেখে দিলাম যাতে করে কালো হয়ে না উঠে।

🔻ধাপ~৪ 🔻

20220508_200328.jpg
চারটি আলু নিয়ে কেটে নিয়েছি।

🔻ধাপ~৫🔻

20220508_195939.jpg

20220508_195719.jpg
লবণ, গুড়ো মরিচ, হলুদ,দিয়ে মাছ গুলো মেখে নিতে হবে।

🔻ধাপ~৬🔻

20220508_200300.jpg

20220508_195949.jpg
চুলায় একটি কড়াই বসে দিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিতে হবে মেখে রাখা মাছ গুলো।

🔻ধাপ~৭🔻

20220508_201851.jpg

20220508_200739.jpg
মাছের দুই পাশে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিতপ হবে।

🔻ধাপ~৮🔻

20220508_201434.jpg20220508_201407.jpg

মাছ ভাজি তুলে নিয়ে ঐ কড়াইয়ে তেল দিয়ে দিলাম এর পর পিঁয়াজ বাটা গুলো দিয়ে দিলাম।

20220508_201449.jpg

এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।

20220508_201501.jpg

এরপর দিয়ে দিলাম হলুদের গুড়া।
20220508_201516.jpg
এরপর দিয়ে দিলাম মরিচের গুড়া।

🔻ধাপ~৯🔻

20220508_201544.jpg

20220508_201529.jpg

আলু ধুয়ে মসলার মধ্যে ছেড়ে দিবো।

🔻ধাপ~১০🔻

20220508_201659.jpg

20220508_201600.jpg

কলা গুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং মসলার মধ্যে দিয়ে দিতে হবে।

🔻ধাপ~১১🔻

20220508_201715.jpg

20220508_201731.jpg

নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

🔻ধাপ~১২🔻

20220508_201817.jpg

20220508_201809.jpg
পানি দিয়ে ২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

🔻ধাপ~১৩🔻

20220508_202951.jpg

20220508_202232.jpg

এবার কসানো হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে দিলাম ।

🔻ধাপ~১৪🔻

20220508_203037.jpg

20220508_203132.jpg
আবারও একটু পানি দিয়ে ৩ মিনিট অপেক্ষা করবো।
20220509_124121.jpg
ঝোল অনেক টা কমে আসছে এবার চুলা থেকে নামাতে হবে।
20220509_124017.jpg

এবার আমি চুলা থেকে নামিয়ে ফেললাম।
20220509_124043.jpg

একটি ডিসে তুলে নিলাম পরিবেশনের জন্য। ব্যাস হয়ে গেছে আমার রান্না। আজকের মতে এখানে শেষ করছি। আশা করি সবার কাছে ভালো লেগেছে আমার এই রেসিপি।
সবার সুস্থতা কামনা করি।

লোকেশনবগুড়া
ইউজার নেমঃ@fensi46
ডিভাইসSamsung j4+
রেসিপিকাতল মাছ দিয়ে কলা রান্না রেসিপি

♥️আমার পোস্ পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাঁচা কলার অনেক রেসিপি খেয়েছি। তবে কাতল মাছ দিয়ে কাঁচা কলার ঝোল এমন রেসিপি খাইনি। কাতল মাছ খুব স্বাদের হয়। আর কলা দিয়ে ঝোল করায় আপনার রেসিপিটিও অনেক সুস্বাদু হয়েছে। যদিও আমি কাঁচা কলা তেমন একটা পছন্দ করিনা। তবে আপনার রেসিপিটি ভালোই লাগলো।

অনেক সুন্দর মন্তব্য করেছেন অনেক সুন্দর করে আমার পোস্ট পড়ে কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাতল মাছ আমি অনেক খেয়েছি। কাতল মাছ খেতে অনেক ভালো লাগে আমার কাছে। অন্যান্য মাছের মত এই মাছটা অনেক গন্ধ কম করে। তবে কাঁচা কলা দিয়ে কখনো কাতল মাছের রেসিপি খাওয়া হয় নাই। আপনার রেসিপিটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে। সেই সাথে খুব সুন্দর করে আপনি আমাদের সামনে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের সামনে শেয়ার করেছেন। উপস্থাপনা অনেক ভাল ছিল আপু আপনার। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।

রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। সত্যিই খুব দুর্দান্ত রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কাতল মাছ দিয়ে কাচ কলা রান্না করলে বেশ খেতে ভালো লাগে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ও চমৎকারভাবে তুলে ধরেছেন। এত অসাধারন রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। শুভকামনা রইল ভাইয়া।

কাতলা মাছের ভুনা রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে সুন্দর উপস্থাপনা করেছেন রন্ধনপ্রণালী শুভকামনা রইল আপনার জন্য

সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাতল মাছ মজাদার মাছ,বড় মাছ আমার খেতে খুবিই ভালো লাগে।আপনি আজকে কাচা কলা দিয়ে রান্না করছেন দেখে মনে অনেক স্বাদের ছিল।প্রতিটা ধাপ খুবিই সুন্দর করে আমাদের দেখিয়েছেন। মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি খুব সুন্দর ভাবে কাতল মাছ ও কলা দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপনার করা রেসিপি আমার খুব ভালো লেগেছে। এই রেসিপিটি খেতে অনেক স্বাদ দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক অনেক শুভকামনা রইল আপু। খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপু কাতলা মাছ অত্যন্ত মজার একটি মাছ।এই মাছ সবারই পছন্দ।কাতলা মাছের মাথা দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে খুবই মজা লাগে। সব ধরনের মসলার সমন্বয়ে এত সুন্দর ভাবে কাতলা মাছ ভেজে কাঁচা কলা রান্না করেছেন খুবই লোভনীয় হয়েছে রেসিপিটি।যেভাবে পরিবেশন করেছেন তা দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার জন্য শুভ কামনা রইল।

অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করছেন। পড়ে মন ভরে যায়। অবিরাম ভালোবাসা রইল আপু।

কাতল মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রান্না রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, আপনি খুবই সুন্দরভাবে রেসিপি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল।

আপনাদের সুন্দর মন্তব্য পড়ে আমার কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় খুবই সুন্দর মন্তব্য করেন ভাইয়া।ধন্যবাদ।

কাঁচা কলা দিয়ে কখনো কাতল মাছ খাওয়া হয়নি। তবে আপনার রান্না করা রেসিপির ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।রেসিপি তৈরি করার পদ্ধতি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

খেয়ে দেখবেন ভাইয়া অনেক মজাদার একটি রেসিপি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি সময় নিয়ে আমার পোস্টে কমেন্ট করার জন্য।

  ·  3 years ago (edited)

আপু আপনি কাতলা মাছ দিয়ে কাঁচকলা রেসিপি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার আম্মু বাসায় মাঝে মাঝে এভাবে মাছ দিয়ে কাঁচা কলা রান্না করে। বাসার সবাই এটি খুবই। কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। যাদের পেটের সমস্যা হয়ে থাকে তারা এটি বেশি খায়। আপনাকে ধন্যবাদ আপু কাঁচকলা রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

মাছ জাতীয় খাবার আমার খুব ই ফেভারিট। আজকে আপনি কাতল মাছ দিয়ে কাঁচা কলার মাধ্যমে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। কাঁচকলা দিয়ে যেকোনো ধরনের মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় ভালো লাগলো আপনার রেসিপি তৈরি।

আমার পোস্ট পড়ার জন্য আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভাইয়া।

এক সময় দাওয়াত দিয়ে এভাবে রেসিপি তৈরি করে খাওয়াবেন আপু দাওয়াতের অপেক্ষায় রইলাম।

কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেজন্যই এই তরকারিতে আমার অনেক বেশি পছন্দের। আপনি আজকে কাতলা মাছ দিয়ে কাঁচা কলার রেসিপি শেয়ার করেছেন বেশ ভাল লেগেছে খেতে খুব মজা হবে সেটাও মনে হচ্ছে।

সত্যি ভাইয়া কাচা কলা অনেক উপকারী খাদ্য। আমার কাছে খুবই ভালো লাগে কাঁচা কলা। ধন্যবাদ ভাইয়া।

কাতলা আমার অনেক পরিচিত একটা মাছ। আমাদের দিকে সহজলভ্য। কাঁচকলা অনেক পুষ্টিকর একটি সবজি। কাঁচকলা দিয়ে কাতলা মাছের রেসিপি টা সুন্দর তৈরি করেছেন। অনেক সুস্বাদু লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।।

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেকেই কলা রান্না করলে পছন্দ করে না তবে আমার অনেক ভালো লাগে কলা রান্না রেসিপি। বিশেষ করে কলার ঝোল দিয়ে আমি অনেকগুলো ভাত সাবাড় করে ফেলতে পারি। ধন্যবাদ আপু সুন্দরের রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য শুভকামনা রইল।

আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি কাতল মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রান্না রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার সেরা মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাঁচা কলা আমার প্রিয় একটি সবজি। কাঁচা কলা দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি কাতলা মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রেসিপি চমৎকার ভাবে তৈরি করেছেন। আপনি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছেন এতে তরকারির স্বাদ আরও বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

অনেক সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

আসলে মাছ সব সময় কাচা কলার সাথে ভালো মানায়। খেতেও দারুন টেস্ট হয়, আত্মীয়-স্বজন খেতে পছন্দ করে। তাই আমি কলা দিয়ে মাছ রান্না ক্যতে বেস্ট মনে করি। আপনার এত সুন্দর রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে,আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মুল্যবান সময় নিয়ে আমার পোস্ট পড়ে কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাঁচা কলার ভর্তা, ভাজি আমার অনেক ভালো লাগে, তার সাথে আপনি কাতল মাছের একটি কম্বিনেশন করে রেসিপি তৈরি করেছেন, আজকের রেসিপিটি অনেক ভাল ছিল, আশা করি এরকম চমৎকার চমৎকার রেসিপি আমাদেরকে উপহার দেবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

হাহা আপনার কাছে ও ভালো লাগে কলা বেশ ভালো লাগলো জানতে পেরে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেন বরাবরই।

ফেন্সি আপু বেশ দারুন একটা রেসিপি শেয়ার করেছেন। কাতল মাছ দিয়ে কাচা কলার রেসিপি অনেকদিন খাওয়া হয়নি এটা আমি অনেক পছন্দ করি আপনি যেভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল মনে হচ্ছে খুব শীঘ্রি রেসিপি টি তৈরি করে খেতে হবে 😊

আপনার তৈরি রেসিপি খেতে চাই ভাইয়া। মনে হচ্ছে আমার রেসিপি থেকে ও অনেক সুস্বাদু হবে আপনার রেসিপি। ধন্যবাদ ভাইয়া।