পৃথিবীর আলো দেখার পর পরেই আদরের ভাসতির তোলা ফটোগ্রাফি (১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আজ- ১৯ ই,শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ |

    # 🏖️ বর্ষাকাল 🏖️

৪ আগস্ট । ২০২২

রোজ বৃহস্পতিবার ,

শুভ বিকাল

আসসালামু ওয়ালাইকুম,আমি ফেন্সি আক্তার আমার ইউজার নাম @fensi। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন । আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার আদরের সোনামনি ভাসতির তোলা ফটোগ্রাফি। আমার তৃতীয় ভাইয়ের দ্বিতীয় কন্যা সন্তান। একটা কন্যা সন্তান মানে একটা জান্নাত। তাই সবার উদ্দেশ্য বলি মেয়ে হলে অবহেলিত না করে খুশিতে গ্রহন করুন। সবকিছু আল্লাহর মেহনত। আল্লাহ তালা যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। দ্বিতীয় সন্তান হলেও আমরা অনেক খুশি হয়েছি তাকে পেয়ে।আল্লাহ যেনো তাকে ছোট থেকে অনেক বড় হওয়ার তৌফিক দান করেন। একটার পর একটা জামেলার কারণে তেমন পোস্ট করতে পারছি না। এই জামেলা গুলো কেটে গেলে ইনশাআল্লাহ নিয়মিতভাবে পোস্ট করবো।আশা করি আজকের ফটোগ্রাফি গুলো সবার কাছে ভালো লাগবে।

Polish_20220804_172449166.jpg
পৃথিবীতে জন্মের পর পরেই তোলা আমার আদরের ভাসতির ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছি।
20220724_151145.jpg
গোবিন্দগঞ্জ জহুরা মাতৃসদন ক্লিনিকে আমার ভাবির সিজার করানো হয়। এবং জন্ম হয় একটি ফুটফুটে কন্যা সন্তানের। ২৪জুলাই বিকেল ৩-১০ মিনিটে ডেলিভারি কমপ্লিট হয়ে জন্ম নেন এই সন্তান। মা ও সন্তান দুটিই সুস্থ ছিলো।৩-১০ মিনিটে নার্স এই কন্যা সন্তান সিজার রুম থেকে বাহিরে নিয়ে আসে।এমন সময় বাচ্চার মুখ দেখে আমরা সবাই খুশিতে আত্মহারা।প্রথমে আমি বেবিকে কোলে নিতে চাইলে তারা কোনো ভাবেই দিতে রাজি হলো না।তাদের বকসিস না দিলে তারা বাচ্চা দিবে না।সে সময় বেবির বাবা নানিও আমি ফুফি ছিলাম।খুশিতে ৫০০ টাকা বের করে নার্স এর হাতে দিয়ে ভাসতিকে কোলে নিলাম।ভাসতিকে কোলে নেওয়ার পর যে অনুভূতি যা বলে বুঝাতে পারবো না। সত্যি এক একটা সন্তান মানেই এক একটা সর্গ।
20220804_171717.jpg

20220725_021902.jpg

20220724_191139.jpg

20220725_021902.jpg

20220724_191010.jpg

20220724_173717.jpg

Screenshot_20220724-173052_WhatsApp.jpg

20220724_163909.jpg

আমাদের সোনা মনিকে আল্লাহ যেনো সুস্থ রাখেন সবাই দোয়া করবেন। সে যেনো বড়ো হয়ে অনেক বড়ো মনের মানুষ হতে পারে। তার ভবিষ্যত যেনো উজ্জ্বল হয় এই কামনা করে আজকের মতে আমার লেখা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল।

❤️আমার পোস্ট দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ভায়ের মেয়ে দেখতে হয়েছে মাশ'আল্লাহ। একটি সন্তানের জন্ম বইয়ে নিয়ে আসে অনেক হাসি আনন্দ। তবে এখন ছেলে মেয়ের মাঝে বৈষম্য অনেকটা কমে গেছে। সন্তান যায় হোক সুস্থ থাকলেই বাবা- মা খুশি। আপনার ভাসতি কে আআল্লাহ তা'আলা সুস্থতা দান করুন সব সময়ের জন্য ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ও।