আমার আঁকা প্রথম ছবি। 10% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আজ- ১০ বৈশাখ | ১৪২৯, বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদানের পর হতেই প্রতিনিয়ত অনেকের অনেক ভালো ভালো চিত্রাংকন দেখতে পাচ্ছি। ছবি আঁকায় যে এই কমিউনিটির অনেক সদস্যদেরই বেশ দক্ষতা আছে তা স্পষ্ট। ছবি দেখতে দেখতে মনের মধ্যে ইচ্ছে তৈরি হয়েছিল আমিও একদিন ছবি আকব। আর সে ইচ্ছাকেই বাস্তবায়িত করতে কয়েকদিন আগে কিনে এনেছিলাম জল রং আর তুলি। সত্যি বলতে কি সুন্দর একটি ছবি দেখে এর প্রশংসা করা যতটা সহজ ছবি আঁকাটা কিন্তু মোটেই ততটা সহজ নয়। যা আমি আকতে গিয়েই বুঝতে পারলাম। যাই হোক চিত্রাঙ্কনের একজন নতুন শিক্ষার্থী হিসেবে এই কমিউনিটিতে এটাই আমার প্রথম আর্ট। শুরুতেই বলে রাখি আমার আঁকা এই ছবিটি মোটেই মৌলিক নয়। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আমি নিজের মতো করে আকতে চেষ্টা করেছি। তবে ভুলবশত কয়েকটি ধাপ এর ছবি তোলা বাদ পড়ে গিয়েছে। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন তবে শুরু করা যাক।

CamScanner 04-22-2022 10.48_1.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • সাদা কাগজ
  • জল রং
  • তুলি
  • পেন্সিল
  • রাবার

20220422_201823.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

শুরুতেই একটি আর্ট বুক অথবা এ ফোর সাইজের একটি সাদা কাগজ নেই। কাগজের চারদিকে আধা ইঞ্চি করে মাসকিন টেপ লাগিয়ে দেই।

20220421_233120.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

এবার মাঝখানে পেন্সিল দিয়ে একটি বড় সাইজের বৃত্ত আকি।

20220421_234704.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

আকাশ আঁকার জন্য বৃত্তের বাইরে চারদিকে হালকা নীল রং করি।

20220421_235624.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

রাতের আকাশের আবহ তৈরি করার জন্য কোথাও গারো নীল এবং কোথাও হালকা নীল ব্যবহার করি।

20220422_000045.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

বৃত্তের নিচের দিকে কিছুটা হলুদ এবং কালো রঙ ব্যবহার করি অন্ধকার এবং মেঘ সৃষ্টির জন্য।

20220422_000247.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

এবার রাতের আকাশে পূর্ণিমার চাঁদ আঁকার জন্য বৃদ্ধটিকে প্রথমে হলুদ রং করি।

20220422_000721.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

চাঁদ আকা সম্পূর্ণ করার জন্য হলুদ রঙের উপর দিয়ে সাদা রঙের আরেকটি প্রলেপ দেই।

20220422_001526.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৮ঃ

সবশেষে কালো রং দিয়ে একটি পাহারা আকি এবং সবুজ ও মেরুন রং দিয়ে পাহাড়ের উপর একটি গাছ অংকন করি। তাহলেই হয়ে গেল আমাদের চন্দ্রালোকিত একটি দৃশ্যের পেইন্টিং। উল্লেখ্য ছবি তোলার কথা মনে না থাকায় এখানে দুইটি ধাপ বাদ পড়ে গেছে।

20220422_104820.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আমার আঁকা প্রথম ছবি কেমন লাগলো আশা করি জানাবেন আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া এটি আপনার প্রথম আর্ট হলেও আর্ট টি কিন্তু চমৎকার হয়েছে ।আমার কাছে বেশ ভালই লেগেছে ।এভাবে চেষ্টা চালিয়ে যান ।ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আপনার থেকে আমরা দেখতে পারবো আশা করছি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন। চেষ্টায় কিনা হয়। আমিও চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ

পাহাড়ের উপর একটি গাছ এবং চন্দ্রের খুব সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে প্রথম চিত্র হিসেবে দারুণ ফুটিয়ে তুলেছেন ভবিষ্যতে আরো ভালো ভালো চিত্র নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করবেন আশা করি ধন্যবাদ আপনাকে

দোয়া করবেন ভাই যেন চেষ্টা চালিয়ে যেতে পারি। উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

প্রথম ছবি এত সুন্দর হয়েছে সত্যি খুবই অবাক করা বিষয়। প্রিন্টিং এ যাদের দক্ষতা, তারায় সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে কিন্তু যারা নতুন তাদের এতো সুন্দর হওয়ার কথা না। তারপরও আপনি এত সুন্দর ভাবে ছবিটিকে অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন, যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য দোয়া করি যেন আরো সুন্দর সুন্দর ছবি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করতে পারেন এভাবে।

এই ছবিটি আঁকতে গিয়ে অবশ্য বেশ কয়েকটি কাগজ এবং রং নষ্ট হয়েছে কিন্তু তাতে কি। আকতে যে পেরেছি এটাই বড় কথা। ধন্যবাদ

আপনার চেষ্টা সার্থক হয়েছে ভাইয়া। আপনি অসাধারণভাবে পেইন্টিংটি সম্পন্ন করতে পেরেছেন।পাহাড়ের পেইন্টিং বরাবরের মত আমার অনেক ভালো লাগে।আজকে আপনি অনেক সুন্দরভাবে একটি দ্বীপ এর উপর একটি কাজ অঙ্কন করেছেন দেখলাম। যা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনি অসাধারণ ভাবে পেইন্টিংটি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার পরবর্তী পেইন্টিং দেখার জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া।

আশা করি খুব শীঘ্রই দ্বিতীয় ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনি আজ প্রথম আর্ট করেছেন ভাইয়া। আপনার প্রথম আর্ট এর অভিজ্ঞতা দেখে অনেক ভালো লাগলো। গাছের ছবিটি দেখতে অসাধারণ লাগছে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল। আপনার কাছ থেকে আরো সুন্দর আর্ট দেখতে পারবো‌ এই কামনা করি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

উৎসাহ দিলেন এতেই আমি খুশি। আশা করি আপনাদের এই উৎসাহের মর্যাদা রাখতে পারব।

আপনাদের সবার এত প্রতিভা দেখে আমি নিজেই এই পেইন্টিং এর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। হুট করে দেখবেন আমিও চলে এসেছি আমার বাংলা ব্লগে সুন্দর একটি পেইন্টিং নিয়ে। আমার জন্য দোয়া করবেন ভাই। আমি যেন পেইন্টিং এর কাজ বাস্তবায়ন করতে পারি। এবার আসি আপনার অসাধারণ পেইন্টিংটির কথায়। আপনারা আঁকা প্রথম পেইন্টিং আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। পরবর্তী সময়ে আরো নিত্যনতুন ও সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দিবেন এই প্রত্যাশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।

অবশ্যই দোয়া করি, আপনি অনেক সুন্দর সুন্দর পেইন্টিং নিয়ে আমাদের সামনে হাজির হন। আসলে সবার মধ্যেই কিছু না কিছু গুন থাকে। যেগুলোকে চর্চার মাধ্যমে বিকশিত করতে হয়। আপনি যেমন সুন্দর গান গাইতে পারেন আশাকরি ছবি আকলে ও আপনি অনেক ভাল করবেন। ধন্যবাদ ভাই

ভাই আপনি এই দৃশ্যটি প্রথম এঁকেছেন এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনি প্রথমে একেছেন অনেক অনেক শুভকামনা সামনে আরও ভাল কিছু আমাদের উপহার দিতে পারেন।

আপনি ঠিক ধরেছেন ভাই। এটা আকতে গিয়ে আমি তিন চারটি কাগজ নষ্ট করেছি কিন্তু কোনোটাই সম্পন্ন করতে পারিনি। তাই ধরে নেন এটাই আমার প্রথম আঁকা ছবি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। আপনার জন্য শুভকামনা রইল

জল রং ব্যবহার করে আপনার তৈরি করা প্রথম ছবিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি সুন্দরভাবে ছবিটি তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

কথায় আছে প্র্যাক্টিস মেকস আ ম্যান পারফেক্ট। তাই আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন ভাই।

জলরং এর প্রথম আঁকা ছবিটিঅনেক ভালো হয়েছে ভাই। প্রথম মাখলেও আপনার অঙ্কনের দক্ষতা রয়েছে যা দেখে বোঝা যায়। একদম পাহাড়ের চূড়ায় সবুজ গাছটি অসাধারণ লাগতাছে। দারুন একটি আইডিয়া নেই চিত্রটি অঙ্কন করেছেন। আবার আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ ভাই এই রকম সুন্দর একটি জলরং এর চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এই দৃশ্যটি আমার কল্পনাপ্রসূত নয়। youtube দেখে এঁকেছি। তবে আশা করি একটু দক্ষতা আসলে নিজেই কল্পনা থেকে আকতে পারব। ধন্যবাদ ভাইয়া

আপনার আকা প্রথম ছবিটা খুবই সুন্দর হয়েছে ভাই এমন ছবি আমরা প্রতি নিয়ত চাই খুব দারুন অংকন করেন আপনি গুছিয়ে উপস্থাপনা করেছেন অসংখ্য ধন্যবাদ শুভ কামনা রইলো।

আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা। আশা করি আপনারা পাশে থাকলে চেষ্টা চালিয়ে যেতে পারবো।

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে আপনার আঁকা প্রথম ছবি অংকন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

সবই আপনাদের দোয়া। আপনারা সাথে আছেন বলেই উৎসাহ পাচ্ছি। ভালো থাকবেন ভাই।

আপনার আঁকা প্রথম ছবি হিসেবে বেশ হয়েছে ভাই। আমি তো পারিনা করতে। এমন ছবি আঁকতে দম বেড় হয় আমার। তাই ডিজিটাল আর্ট এ শিফট হয়েছি। আর যাই হোক রঙ করার ঝামেলা কম। যদিও অনেকে ভাবে ডিজিটাল আর্ট করা অনেক সোজা । কিন্তু আসলে তা না অনেক শেপ আঁকতে ভালো কষ্ট হয়।

ভাই আপনার কাছে হয়তো ডিজিটাল আর্ট সহজ মনে হয় কিন্তু আমরা যারা পারিনা তাদের কাছে এটা প্রায় অসম্ভব। ধন্যবাদ দারুন একটি মন্তব্য করার জন্য।

এটা যদি হয়ে থাকে আপনার নিজের আঁকা প্রথম ছবি, তাহলে আশা করি আপনি খুব তাড়াতাড়ি প্রফেশনাল আর্টিস্ট এ পরিণত হবেন। কেননা আপনার প্রথমা আর্টই ভালো মানের হয়েছে ধন্যবাদ আপনাকে।

আপনার মুখে ফুল চন্দন পড়ুক। প্রফেশনাল হবার কোনো ইচ্ছে নেই। শুধু ভালো ছবি আঁকতে পারলেই যথেষ্ট। ধন্যবাদ ভাই

ইচ্ছে না থাকলে উপায় হবে না ভাই। তাই ইচ্ছে রাখতে হবে আর সেই ইচ্ছাই আপনি আপনার উপায়ে পৌঁছে যাবেন ধন্যবাদ।

ছবিটি মোটেই মৌলিক নয়।

ভাই যারা নতুন আর্ট শুরু করে তারা মূলত ইউটিউব থেকেই অনুপ্রাণিত হয়। কারণ সেখানে আর্টের সব কৌশল দেখানো হয়। তবে আপনি প্রথম আর্টই অনেক ভালো এঁকেছেন। এগিয়ে যান দোয়া রইলো ভাই।

অনেক ধন্যবাদ ভাই এভাবে উৎসাহ দেয়ার জন্য। আশা করি আপনারা পাশে থাকলে চেষ্টা চালিয়ে যাব।

পাহাড়ের কোনায় সুন্দর একটি গাছ আর তারই আড়ালে চাঁদের আলো উঁকি দিচ্ছে। চিত্রটি খুবই পছন্দ হয়েছে আর চিত্রটি অঙ্কন করা প্রতিটি ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

চেষ্টা করেছিলাম দৃশ্যটি আঁকতে কিন্তু রং করা সত্যিই অনেক কঠিন একটি কাজ। পছন্দের রং তৈরি করতেই অনেক সময় চলে যায়। উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

জাস্ট অসাধারণ আপনি খুবই চমৎকার ভাবে আপনার অঙ্কন করা প্রথম ছবিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি প্রথম অংকন এই বাজিমাত করে ফেলেছেন দেখছি। পাহাড়ের উপর গাছের এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই দক্ষতার সঙ্গে আপনি এই অংকনটা করেছেন। চমৎকার ভাবে উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগে সবার আঁকাআঁকি দেখে আমারও ইচ্ছে করল একটু ছবি আঁকতে। তাই এই প্রচেষ্টা। ছবি দেখে আপনি যে হাসেননি এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ ভাই

ওয়াও ভাইয়া অসাধারণ হয়েছে আপনার পেইন্টিং টি। অঙ্কন, কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ হয়েছে।এমনি ভালো কাজ গুলো নিয়ে এগিয়ে যান ভাইয়া। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মত একজন ভালো আর্টিস্টের এমন সুন্দর মন্তব্য সত্যিই আমাকে অনেক উৎসাহিত করল। অসংখ্য ধন্যবাদ আপু।

যদিও আজকে আপনি প্রথম চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন তারপরও আপনার চিত্রটি দেখে মনে হচ্ছে না যেন আপনি একজন নতুন চিত্রশিল্পী। আপনি খুবই সুন্দর ভাবে পাহাড়ের উপর একটি গাছ এবং চন্দ্র অঙ্কন করে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন।

বুঝতে পারছি আমার আঁকা ছবিটি আপনার ভালো লেগেছে। অনেক উৎসাহিত বোধ করলাম। আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব।

অসাধারণ অংকন করেছেন । হ্যা ঠিক বলেছেন ছবি আঁকা কঠিন ব্যাপার । আইডিয়া নিয়েছেন তাতে কি অংকন করেছেন নিজের হাতে এটাই সত্যি। এগিয়ে যান । সামনের দিন গুলোতে আরো সুন্দর কিছু দেখতে পাবো আশাকরি।সত্যি ভাল ছিল। প্রর্থনা করি সফল হন।

অনেক বেশি উৎসাহিত বোধ করলাম আপনার কাছ থেকে এমন সুন্দর একটি মন্তব্য পেয়ে। আপনারা পাশে থাকলে আশা করি আমার চেষ্টাও অব্যাহত থাকবে। ধন্যবাদ ভাই