এসো নিজে করি (রঙিন কাগজের ফুল)। 10% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

আজ- ২৭ ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে। গাছে গাছে নতুন পাতা আর সেইসঙ্গে কোকিলের ডাকে মুখরিত চারিদিক। ফুল গাছগুলো ভরে আছে নানা রংয়ের রঙিন ফুলে। বসন্ত ভালবাসেনা এমন মানুষের সংখ্যা কম। পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যাদেরকে চির বসন্তের দেশ বলা হয়। অর্থাৎ সেখানে সর্বক্ষণ বসন্ত ঋতুর মতন আরাম দায়ক আবহাওয়া বিরাজ করে। বেশি শীতও নয় বেশি গরম ও নয়। কিছুদিন আগে আমাদের কমিউনিটি তে হয়ে গেল বসন্তের ফুলের একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের সাড়া পড়েছিল ব্যাপক। প্রত্যেকেই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বসন্তের ফুলের সৌন্দর্য তুলে ধরতে চেষ্টা করেছিলেন। প্রাকৃতিক ফুলের পাশাপাশি কৃত্রিম ফুলও কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগে না। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি রঙিন কাগজ দিয়ে একটি ফুলের নকশা কিভাবে তৈরি করা যায় সেটা দেখাতে। আশা করি কেমন লাগলো তা মন্তব্য মাধ্যমে জানাবেন।

MagPic_20220312_111636571.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • পেনসিল

20220312_010832.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

৩×৩ ইঞ্চি সাইজের একখণ্ড লাল কাগজ নিয়ে কোনাকুনিভাবে সমান দু'ভাগে ভাজ করি।

20220312_011259.jpg

20220312_094305.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

এবার চিত্রে প্রদর্শিত ভাবে পেন্সিল দিয়ে স্কেলের সাহায্যে লম্বালম্বি কিছু দাগ টানি।

20220312_094558.jpg

20220312_094856.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

এবার ভাঁজ খুললে কাগজটা দেখতে অনেকটা ছবির মত মনে হবে।

20220312_094920.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

দুই পাশের দুই ফালি কাগজ আঠা দিয়ে একসাথে করে জুড়ে দেই। একইভাবে একটি করে কাগজ বাদ দিয়ে প্রতিটি কাগজ আঠা দিয়ে জোড়া দেই।

20220312_095017.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

এবার বাদ দেয়া কাগজগুলো বিপরীত দিকে ঘুরিয়ে 4 নং ধাপের অনুরুপে আঠা দিয়ে জোড়া দেই।

20220312_095133.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

দুই দিকেই কাগজগুলো জোরা দেয়ার পরে দেখতে অনেকটা চিত্রের মত হবে।

20220312_100027.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

একই পদ্ধতিতে তিনটি ফুল তৈরি করি।

20220312_110109.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ--৮ঃ

সর্বশেষ পর্যায়ে তিনটি ফুলের কোনের দিকে আঠা দিয়ে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দেই। তৈরি হয়ে গেল আমাদের রঙিন কাগজের তৈরি ভিন্ন ধরনের ফুল।

20220312_110810.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা ফুল গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। লাল রঙের এই ফুলগুলোর ডিজাইন আমার কাছে ইউনিক লেগেছে। ফুলগুলো তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

রঙিন কাগজ দিয়ে আপনিতো অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন ভাইয়া। প্রত্যেকটা দাও আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল দেখে আমি মুগ্ধ। ধাপগুলো আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমার মনে হয় এখন আপনার পোস্টটি দেখে যে কেউ এমন ফুল তৈরি করতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।

ফুলটি তৈরি করা একেবারেই সহজ। আমারও মনে হয় যে কেউ এটি তৈরি করতে পারবে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাগজের ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। রাস্তার ধারে এক ধরনের উদ্ভিদ দেখা যায় দেখতে কিছুটা আপনার তৈরি কাগজের ফুলের মত। যদিও সেই উদ্ভিদের নাম জানিনা তবে আপনার যে দক্ষতা আছে সেটার প্রশংসা করতেই হয়। এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

যে আপনি ঠিকই বলেছেন রাস্তার ধারে এই উদ্ভিদগুলোর নাম সম্ভবত ঢেঁকি শাক। উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রদের কাছে এটি খুবই পরিচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ওয়াও রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। দেখতে সত্যি অনেক সুন্দর লাগতেছে। এবং প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

আমার পোস্টে আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার আজকের কাজটাও খুবই সুন্দর হয়েছে ভাই। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। কিন্তু এটা একেবারেই নারকেল পাতার মত লাগছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর আপনি এটা তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

কি বানিয়েছি এটা আমার কাছে তেমন মুখ্য বিষয় নয়। আপনার ভালো লেগেছে এতেই আমার আনন্দ। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য

রঙ্গিন কাগজ ব্যবহার করে অনেক চমৎকার একটি ফুল আমাদের উপহার দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনার বানানো ফুল গুলো এত সুন্দর হয়েছে যে ফুলগুলো আপনার পোস্ট কে রঙিন করে তুলেছে। ফুল বানানোর ধাপ গুলো খুব ভালো উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনাকে বসন্তের ফুলের শুভেচ্ছা।

উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

অসাধারন কাজ আপনার। উপস্থাপনা অনেক সুন্দর ছিলো আপনার। ধাপে ধাপে জিনিশ টি বানিয়েছেন তাই বুঝতেও অনেক সুবিধা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আমার পোস্টে এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে আমি কখনো কোন জিনিস তৈরি করিনি। আসলে কখনো চেষ্টাও করেনি। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। যেটি দেখতে ভালই লাগতেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

চেষ্টা করে দেখবেন ভাই। অনেকটা নেশার মত। একবার শুরু করলে আর ছারতে পারবেন না। আপনার জন্য শুভকামনা রইল।

রঙিন কাগজের ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ওয়াও ভাইয়া অসাধারন হয়েছে।
আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন যা দেখতে বেশ ভালো লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

একটি সুন্দর মন্তব্য মানে হচ্ছে ব্যাটারি অনেকখানি রিচার্জ হয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনার রঙিন কাগজের তৈরি ফুল টি অসাধারণ হয়েছে। দারুণ চমৎকার ভাবে আপনি ফুলটি তৈরি করেছেন। দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছে ।আপনার কাগজের কালারটিও ছিল চমৎকার ।যার কারণে আপনার ফুলটি আরো বেশী আকর্ষনীয় হয়ে উঠেছে। প্রতিটি ধাপের উপস্থাপন ছিল খুব সুন্দর ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ফুল শেয়ার করার জন্য।

এযাবতকালের সবচাইতে বেশি কমেন্ট আসলো এই পোস্টটিতে। বুঝতে পারলাম না কি এমন ভালো জিনিস বানালাম যে, সবার এত পছন্দ হলো। যাইহোক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ওয়াও ভাইয়া, রঙিন কাগজ দিয়ে আপনি তো খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। একদম ইউনিক একটা আইডিয়া আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর এবং নিখুঁতভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ফুল গুলো যদি দেয়ালে লাগানো হয় তাহলে সত্যিই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। ভাইয়া, রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাদের ভালো লাগলে এতেই আমার আনন্দ। বলতে পারেন কষ্ট অনেকটাই সার্থক হয়ে যায় সুন্দর একটি মন্তব্য পড়লে। অসংখ্য ধন্যবাদ আপু

রঙ্গিন কাগজ ব্যবহার করে দারুন একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে এভাবে ফুল বানিয়ে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাবে। ফুল তৈরির ধাপ গুলো আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

ভাই আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। আশা করি ভাল কিছু করতে পারলে এভাবেই উৎসাহ দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

বাহ বেশ চমৎকার একটি ক্রাফট হয়েছে তো।আমার তো মনে হচ্ছে কয়েকটি তৈরি করে যদি ছাদের দেয়াল থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখা যায় তাহলে খুবই সুন্দর লাগবে। আসলে আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন, আর একসাথে এগুলো খুব সুন্দর ফুলের মত দেখাচ্ছে।

আপু অনেক সুন্দর একটি আইডিয়া দিয়েছেন আপনি। ছাদ থেকে ঝুলিয়ে দিলে মনে হয় আসলেই দেখতে অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুল তৈরি করার প্রক্রিয়া আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ফুল তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর একটি রঙিন কাগজের ব্যবহার করেছেন। ফুল তৈরি প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যেকোনো কাজের উৎসাহ বেড়ে যায় যখন কেউ ভাল মন্তব্য করে উৎসাহ দেয়। আপনার মন্তব্যগুলো সবসময়ই ভিশন অনুপ্রেরণাদায়ক। অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে পাশে থাকার জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন ভাইয়া ।আপনি খুবই দক্ষতার সাথে ফুলটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

একদম দারুন ছিল। কাগজ গুলোকে খুব সুন্দর ভাবে ভাঁজ করে খুব সুন্দর ভাবে শৈল্পিক হাতের ছোঁয়ায় কেটে দারুন একটি ফুল তৈরি করেছেন। যেটি দেখতে সত্যিই অনেক ভালো লাগছে। এবং তৈরীর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর সুচারুরূপে সম্পন্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

একটি মন্তব্য। এতোখানি উৎসাহ। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। শুভকামনা রইল আপনার জন্য

আপনার রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ফুল খুবই অসাধারণ হয়েছে। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আপনি খুব সুন্দরভাবে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। এবং আমাদের মাঝে ধাপসমূহ খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রায় প্রতিটি পোস্টে এভাবে উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

সৃজনশীল কাজ সবসময়ই প্রশংসনীয় কাজ ✨
আপনার কাগজের ফুল টিম অনেক সুন্দর ছিল। আসলে এ ধরনের কাজ আমি খুব বেশি পছন্দ করি।
এ কাজগুলো খুব কষ্টসাধ্য কিন্তু তৈরি করার পরে বেশ আনন্দ লাগে। এভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ।
আপনার জন্য শুভকামনা রইল।

উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্যেও রইল শুভকামনা।

আমি তো দেখে প্রথমে ভেবেছি এটি একটি অরজিনাল পাতা, কিন্তু পুরো পোস্ট চেক করে দেখতে পাচ্ছি এটা আপনি রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন। অসম্ভব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে পাতা বানিয়ে আমাদের সাথে তুলে ধরার জন্য। ভালো থাকুন সবসময় এই কামনা করি।

ভাই আপনি তো অনেক সুন্দর করে প্রশংসা করতে পারেন। প্রশংসা শুনতে আসলে সত্যি অনেক ভালো লাগে। হোক না তা মিথ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করলেন। আমার কাছে তো আপনার তৈরি করা রঙিন কাগজের ফুল টা খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলেন। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

আপু সময় নিয়ে আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। এই ফুলগুলো ঘরের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তোলে। ফুল বানানোর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। সামনে এরকম আরো ইউনিক কিছু উপহার দেবেন সেই প্রত্যাশাই করি। আপনার জন্য সবসময় শুভকামনা রইল।

আপু ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

বেশ পরিশ্রম হয়েছে আমি জানি। এটি একটি সুক্ষ কাজ । কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরী করছেন। তিনটি ফুল জোড়া লাগানোর পর বেশী ভাল লাগছে। ধন্যবাদ আইডিয়া টি শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।

মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

যদিও ফুলটি তৈরি করতে খুবই সহজ ছিল কিন্তু ফুলটি দেখতে অসাধারণ হয়েছে। আইডিয়াটা বেশ ভালো ছিল। খুবই চমৎকার ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য অবিরাম।

জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন। অল্প সময়ে সহজে বানানো যায় এমন কিছু তৈরি করতে চাচ্ছিলাম। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রঙিন কাগজের খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার কাগজের ফুল তৈরি করার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে। দেখে অনেক সুন্দর লাগছে। আপনার জন্য রইল শুভকামনা।

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে বেশ গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ

উৎসাহমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

রঙিন কাগজের ফুল খুবই সুন্দর হয়েছে। এই ফুলটি দেখতে অনেকটা পাতার মতো দেখাচ্ছে। এই ফুল তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সহজ এবং সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

পাতা না হয় ফুল। এটা আসলে বোঝা মুশকিল। যাই হোক একটা কিছু তো হয়েছে😆। উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজের ফুলটি অনেক সুন্দর হয়েছে। থ্রিডি পাতা দিয়ে ফুলটি দেখতে অনেক ভালো লাগছে। রঙিন কাগজের দ্বারা সত‍্যি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তা আপনার পোস্টটি প্রমাণিত। রঙিন কাগজটি অনেক দারুন ছিলো। রঙিন কাগজের ফুল সম্পর্কে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন‍্য

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

আজকের প্রজেক্টটি ব্যক্তিগত ভাবে আমার অনেক ভালো লেগেছে। ফুল তৈরির কৌশল ছিলো সহজ তবে অনেক সুন্দর ছিলো আপনার তৈরি করা ফুল। আমি কাটাকাটি এবং ওয়ালমেট তৈরি তে তেমন দক্ষ না। তাই এব করি না। তবে আপনার করা প্রজেক্ট দেখে সাহস পাচ্ছি।

শুরু করে দিন, দেখবেন তেমন কঠিন কিছু না। আর নতুন কিছু তৈরি করতে পারলে বেশ ভালই লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই ফুলটি সত্যিই চোখে পরার মত ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ফুলটি অনেক চমৎকার লেগেছে বিশেষ করে আপনি ফুলটি তৈরি করাতে রঙিন কাগজ ব্যবহার করাতে দেখতে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে । সব মিলিয়ে পোস্টটি দারুন ছিল ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য

ভাইয়া, রঙিন কাগজের ফুল টি দেখে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা রঙিন কাগজের তৈরি ফুল সাধারণত যেভাবে দেখি এই ফুলটি সেই ফুল গুলোর তুলনায় কিছুটা ব্যতিক্রম। যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই ভিন্ন রকমের ফুলটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং এই ফুলকে কে কিভাবে তৈরি করা যায় তার প্রতিটি ধাপ খুব সহজ করে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

এটা আসলে ঠিক গতানুগতিক কোন ফুল হয়নি বলেই আমার মনে হয়। তার পরেও ফুল হিসেবেই চালিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ওয়াও বেশ সুন্দর তো।বেশ ভালো লাগছে দেখতে।মনে হচ্ছে বানিয়ে ঘরে জুলিয়ে রাখলে দেখতে ভালো লাগবে।খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করেছিলাম সুন্দর করে বানাতে। কতটুকু সফল হয়েছি জানিনা। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।