ঈদ আনন্দ। 10% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

আজ- ১৮ বৈশাখ /১ মে | ১৪২৮, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| রবিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আর মাত্র ২/১ দিন। তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। এই আনন্দ ধনী-গরিব সকল মানুষের জন্য। এই আনন্দ যাতে গরিব মানুষ ও সমান ভাবে উপভোগ করতে পারে সেজন্য ইসলাম ধর্মে যাকাত, ফিতরা, ছাদকা নামে বেশ কিছু ব্যবস্থা চালু আছে। কিন্তু দুঃখের বিষয় আমরা বেশিরভাগ মানুষই এ নিয়মগুলো সঠিকভাবে পালন করি না। যার ফলস্বরূপ ধনী মানুষেরা একদিকে যেমন আনন্দ-ফুর্তিতে মেতে ওঠে লক্ষ লক্ষ টাকার অপচয় করছে। অন্যদিকে দরিদ্র মানুষেরা সামান্য একটু ভালো খাবার জন্য অর্থ জোগাড় করতে গিয়েই হিমশিম খাচ্ছে।

eid-gf352eaa54_1280.png

Source

ছোটবেলায় ঈদের আনন্দ বলতে যা বুঝলাম তা হচ্ছে নতুন জামা কাপড়, বন্ধুদের সঙ্গে দলবেঁধে ঘুরে বেড়ানো, বাজি পোড়ানো, আর ভালোমন্দ খাওয়া দাওয়া। ধীরে ধীরে ছোট থেকে বড় হলাম আর আনন্দগুলো পরিবর্তিত হতে থাকলো। সময়ের সঙ্গে সঙ্গে ভালো লাগার বিষয়গুলোও পরিবর্তিত হয়ে গেল। প্রসঙ্গক্রমে একটি ঘটনা উল্লেখ করি, আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন বন্ধুদের সঙ্গে বাই সাইকেল নিয়ে অনেক দূরের একটি হাটে গিয়েছিলাম পটকা বাজি কিনতে কিন্তু যখন সেখানে পৌছালাম তখন দেখি আমার পকেটের টাকা কোথাও পড়ে হারিয়ে গিয়েছে। খারাপ লাগার যে অনুভূতি তখন হয়েছিল তা বলে বোঝানো যাবে না।

ramadan-gd2ace2084_1920.jpg

Source

সবচেয়ে বেশি আনন্দ করতাম চাঁদরাতে। বিকেল হতেই বন্ধুরা সবাই দল বেঁধে মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকতাম চাঁদ দেখার জন্য। সবচেয়ে আগে কে চাঁদ দেখতে পায় এটাই ছিল প্রতিযোগিতার বিষয়। এর পর শুরু হতো ঈদ মোবারক বলে চেঁচামেচি আর বাজি ফোটানো। ঈদের কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা চলত কিভাবে এই ঈদ কাটাবো, কি কি করব। আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় তা হচ্ছে ঈদের দিন সকালে গোসল করার অনুভূতি। ঈদের নামাযের পূর্বে গোসল করা নিয়ম কিন্তু যে ঈদগুলো শীতের সময়ে অনুষ্ঠিত হতো, তখন সকাল ছয়টা সাতটায় পুকুর ঘাটে গিয়ে গোসল করা ছিল রীতিমত একটি চ্যালেঞ্জ। পুকুরঘাটে দাঁড়িয়ে থাকলেই শীত চেপে ধরত। আর পানিতে ডুব দেয়া হয়ে যেত অনেক কষ্টের। তবে একবার ডুব দিতে পারলেই নিমেষেই শীত গায়েব।

eid-mubarak-5252128_1920.jpg

Source

গোসল শেষে নতুন পাঞ্জাবি আর পায়জামা পড়ে বাবার সঙ্গে চলে যেতাম ঈদগাহের দিকে। বাসায় ফিরে নানা রকম সুস্বাদু খাবার দিয়ে পেট ভর্তি করতে থাকতাম। আজ বাবা নেই। নিজেই আজ বাবা হয়ে গিয়েছি। প্রত্যেকটি শিশুর শৈশব আনন্দময় হয়ে উঠুক, ঈদের দিন গুলো ভরে উঠুক আনন্দ আর উৎসবে এই প্রত্যাশা সব সময়। আমাদের একটু সচেতনতা, একটু সহানুভূতি আট ভালোবাসাই পারে আশেপাশের মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে। আমার মত এই আনন্দ অনুভূতির গল্প হয়তো আপনাদের সকলেরই আছে। ঈদকে কেন্দ্র করে আপনাদের গল্প গুলো শোনার অপেক্ষায় রইলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আপনি খুব সুন্দর করে ঈদ সম্পর্কে আপনার মনের অনুভূতি প্রকাশ করেছেন । আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

এগুলো শুধু শৈশবের কিছু স্মৃতি আর আমার ব্যক্তিগত কিছু ধারনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করার জন্য

প্রথমেই আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ছোটবেলা থেকে শুরু করে এ পর্যন্ত নিজের ঈদের
আনন্দ নিয়ে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

আমার পোস্ট এর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ঈদের শুভেচ্ছা রইল।

ছোটবেলায় ঈদের আনন্দ বলতে যা বুঝলাম তা হচ্ছে নতুন জামা কাপড়, বন্ধুদের সঙ্গে দলবেঁধে ঘুরে বেড়ানো, বাজি পোড়ানো, আর ভালোমন্দ খাওয়া দাওয়া। ধীরে ধীরে ছোট থেকে বড় হলাম আর আনন্দগুলো পরিবর্তিত হতে থাকলো। সময়ের সঙ্গে সঙ্গে ভালো লাগার বিষয়গুলোও পরিবর্তিত হয়ে গেল

এরকম দিনগুলো আর খুঁজে পাওয়া সম্ভব না ভাই।😔 আসলেই সময়ের সাথে সাথে যেন সবকিছু পাল্টে যায়। সেই দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব না। তবে আগের মত সেই রকম আনন্দটা যেন আর কাজ করে নারীদের জন্য। খুব সুন্দর লিখেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

সবকিছুই পরিবর্তনশীল। বয়সের সঙ্গে সঙ্গে রুচির পরিবর্তন হয়। সেই সঙ্গে আনন্দগুলো ফিকে হয়ে যায়। আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ছোটবেলায় আমরা অনেক আনন্দ করতাম মজা করতাম কিন্তু দিদির যত বড় হচ্ছি ঈদের মুহূর্ত আমাদের কাছে পরিবর্তন শুরু করেছে। ছোটবেলার মতো এখন ঈদ মানে মেহেদি পরা নতুন জামাকাপড় পরা নয় ,এখন ঈদ মানে অনেক ব্যস্ততা। আপনার পোষ্টের মধ্য দিয়ে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। ঈদ মার্কেট এর জন্য কত জোর করতাম আবার কাছে। কিন্তু এখন আর এসব করতে হয়না। সবথেকে বেশি মজা করতাম চাঁদরাতে। বাসার ছাদে উঠে অনেক মজা করতাম। এত সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলেই ওই দিন গুলো আর কোনোদিনও ফিরে আসবেনা। শৈশবের স্মৃতি গুলো শুধু স্মৃতি হয়েই থাকবে সারা জীবন।

প্রথমেই জানাই অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি একটা কথা ঠিকই বলেছেন এইটা আমাদের ধনী-গরীব সবার জন্যই সমান। আবার এই ঈদের আনন্দ যাতে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে এজন্য যাকাত-ফিতরা এই সবকিছুর নিয়ম করা হয়েছে। কিন্তু এখন কয়জন এটা মানে তা হচ্ছে কথা। ঈদ নিয়ে আপনার কথাগুলো পড়ে বেশ ভালো লাগলো।

আপনাকেও ঈদের শুভেচ্ছা। আসলে ইসলামের বিধিবিধানগুলো ঠিকমতো মান্য করে চললে রাষ্ট্রে কোন গরিব মানুষ থাকার কথা নয় কিন্তু আমরা শুধু নামের মুসলমান তাই এই অবস্থা। ধন্যবাদ আপু

ফাস্টটে আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনার এমন মনমুগ্ধকর একটি পোস্ট দেখতে পেরে, পড়তে পেরে, বুঝতে পেরে খুবই ভালো লাগলো আমার। তাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট দেখার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

প্রথমে আপনাকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ সম্বন্ধে আপনার ছোটবেলার অনুভূতি খুবই সুন্দর ভাবে লিখেছেন। আপনি ঠিকই বলেছেন চাঁদরাতে বিকেল থেকে বন্ধুদের সাথে অনেক আড্ডা জমে যেত। আমরাও খুবই মজা করি চাঁদ রাতের দিন। আপনার অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

আমার কাছে ঈদের দিনের চাইতে ঈদের আগের দিন টি বেশি আনন্দের মনে হয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

সর্বপ্রথম আপনাকে বলি অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনি একদম সঠিক কথা তুলে ধরেছেন এখানে। ঈদ ধনী-গরীব সবার জন্য সমান। এই কথাটিতে আমি একদম আপনাকে সাপোর্ট করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

আমাদের সবারই উচিত অন্তত ঈদকে সামনে রেখে আশেপাশের গরীব মানুষগুলোর একটু খোঁজখবর নেয়া। তাদের দুঃখ কষ্টের ভাগীদার হওয়া। ধন্যবাদ আপু। আপনাকেও ঈদের শুভেচ্ছা।

ঈদ আনন্দ নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে আপনার অনুভূতিগুলো ব্যক্ত করেছেন।আসলে ভাই ছোটবেলায় আমিও আপনার মতই মজা করেছি। বাজি ফোটানো,চাঁদ রাতে চাঁদ দেখার জন্য তাড়াহুড়ো করা,হাতে মেহেদি লাগানো নতুন জামা কাপড় কেনা,সকাল সকাল গোসল করা ঈদের আনন্দ অনেকটা বাড়িয়ে দিত। ধন্যবাদ ভাই।

আমার মনে হয় শৈশবটা আমাদের প্রত্যেকেরই অনেক আনন্দের ছিল। বড় হবার সঙ্গে সঙ্গে আনন্দের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন ভাই

ছোট বেলার সৃতিচারন করতে সকলকেই ভাল লাগে। আপনি ঈদকে ঘিরে ছোট বেলার সৃতি চারন করেছেন। অনেক ভাল হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল।

আশা করি সামনের পুজোয় আপনার আনন্দের স্মৃতিগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করবেন। ধন্যবাদ দাদা

আপনাকে ঈদের অগ্রীম শুভেচ্ছা ভাইয়া। ঈদ বয়ে আনুক অনবীল আনন্দ ও খুশি সবার জীবনে এটাই কামনা করি। আপনার মতো আমারও এমন ঈদের আগের মুহূর্তের স্মৃতি আছে। চাদে দেখার রাতের মুহূর্ত আমরা সবাই কত মজা করে উদযাপন করেছি 😍। অবশেষে আপনার বাবার রুহের আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমিন।

আমি সত্যিই অনেক খুশি হলাম আপনার কমেন্টটি পড়ে। বেশিরভাগ মানুষই বেশি লেখা দেখলে পড়তে চায় না। প্রার্থনা করি পরিবারের সবার সঙ্গে দারুন আনন্দে কাটুক আপনার ঈদ।

বাবা হচ্ছে বট বৃক্ষের মতন । যার নেই সেই বোঝে । কিছুটা বুঝি আপনার কষ্ট ।সত্যি সবাই কে একদিন চলে যেতে হবে।সব কিছু ইশ্বরের ইচ্ছা। যাই হোক সুন্দর মতন নিজের পরিবার নিয়ে আনন্দেরে সাথে ঈদের পালন করুন। শুভ কামনা রইল।

আসলে পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। তবে বেঁচে থাকতে যারা বাবা মার সন্তুষ্টি অর্জন করে নিতে পারে তারাই প্রকৃত বুদ্ধিমান। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ

সৃষ্টিকর্তা আপনাদেরও সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি। ভাল থাকবেন ভাই ।

একটি মাস রোজা রেখে মাস শেষে ঈদের আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে কি যে আনন্দ আসলে বলে বোঝানো সম্ভব নয় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন বিষয়টি খুবই ভালো লেগেছে শুভেচ্ছা রইল আপনার জন্য

আমার মনে হয় সবারই এমন ব্যক্তিগত কিছু গল্প আছে ঈদকে কেন্দ্র করে। আশা করি আগামী কয়েকদিন আপনাদের গল্পগুলো জানতে পারব পোষ্টের মাধ্যমে। ঈদের শুভেচ্ছা রইল ভাই। ভালো থাকবেন।