বিদায় অনুষ্ঠানে আমার উপস্থিতি

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম, নমস্কার,আদাব আমি@finoyon

প্রিয় আমার বাংলা ব্লগের সকল সদস্য গণের শুভকামনা জানিয়ে আমার লেখা শুরু করলাম। সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে সবাই অনেক ভাল আছেন আমিও ভালো আছি। আজকে আমাদের গ্রামের স্কুলের ছাত্র ছাত্রী দের বিদায় অনুষ্ঠান আশা করি আমার লেখা আপনাদের ভালো লাগবে।
IMG_20240128_113017_687.jpg
লোকেশন
আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের স্কুলের সভাপতি জনাব ফারুক আহমেদ।

IMG_20240128_112936_319.jpg
লোকেশন
আমাদের স্কুলের যেসব ছাত্রছাত্রীরা বিদায় নিচ্ছে তাদের পিক।


লোকেশন
আমাদের স্কুলের সকল শিক্ষক। শিক্ষক মানেই গুরু মাতা পিতার পরে শিক্ষকের স্থান শিক্ষক আমাদেরকে শিখায় কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়। যদি শিক্ষক না থাকতো আমরা শিখতে পারতাম না যদি শিক্ষক না থাকতো,জ্ঞান অর্জন করতে পারতাম না।

IMG_20240128_112841_953.jpg
লোকেশন
শীতের সকালে বিদায় অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীরা রোদে বসে আছে এবং বিদায়ী বক্তব্য শুনছে।

IMG_20240128_112906_201.jpg
লোকেশন
আমার প্রাণপ্রিয় শিক্ষক জনাব আব্দুস সামাদ।আমাদের স্কুলে বাংলা সাহিত্য শিক্ষক।
IMG_20240128_112942_367.jpg
লোকেশন

দোয়া করি তোমরা সবাই অনেক ভালো ভাবে এসএসসি পরীক্ষা দিবে।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@finoyon
ফটোগ্রাফি ডিভাইসঃinfinix not10
লোকেশনঃজুগিরগোফা-গাংনী-মেহেরপুর
ক্যামেরা৪৮

আমার বাংলা ব্লগের ফাউন্ডার rme দাদাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বাংলাতে ব্লগ করতে দেয়ার জন্য আশা করি দাদা আপনি অনেক ভাল আছেন।

আজকের এ অনুষ্ঠানটি আমার অনেক ভালো লেগেছে সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে উপস্থিত ছিলাম সবাই। অনেকদিন পর আমার বাংলা ব্লগে ব্লগিং শুরু করলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার কারণে আপনাদের মাঝে আসতে পারে নাই আবার আপনাদের মাঝে ফিরে আসছি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের মাঝে থাকবো সবার সুস্থতা কামনা করে আমার লেখা শেষ করলাম

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেখাপড়া জীবনের স্কুল জীবনটাই জীবনের বেস্ট মুহূর্ত। যে সময়টা চলে গেলে তখন বুঝতে পারা যায়। কতটা সুন্দর মুহূর্ত ছিল। আমরা এখন বুঝতে পারি । যারা বিদায় নিয়েছে তাদের জন্য শুভকামনা রইল। যেন ভালো ফলাফল করে পরিবারের এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। আপনি সেখানে দারুন সময় অতিবাহিত করেছেন । বিস্তারিতভাবে লিখে প্রকাশ করলে ভালো লাগতো।

Posted using SteemPro Mobile

অনেকদিন পর বিদ্যালয় এর সেই সুন্দর দৃশ্য দেখতে পারলাম। ঠিক এভাবেই বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। দীর্ঘ ১০ বছর আগের সেই দৃশ্য যেন শিক্ষকদের বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁজে পেলাম। আর দেখার সৌভাগ্য হলো তোমার পোষ্টের মধ্যে দিয়ে।