আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ ।

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি @firozgazi বাংলাদেশের নাগরিক
১,আগস্ট ,২০২২
সোমবার

সবাই কেমন আছেন আশা করছি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন । সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি।

অনেক আগে থেকে আসা ছিল যে ইকো পার্কে ভ্রমন করতে যাব কিন্তু কখনো সেই ভাবে যাওয়া হয় নাই । এইবার ঈদের ছুটিতে বাসায় গিয়ে পরিকল্পনা করি যে ইকো পার্কে ভ্রমণ করতে যাব । কারণ এটি সুন্দরবনের নদীর পাশে অবস্থিত । তাই পার্কটি ভ্রমন সাথে সাথে সুন্দরবন নদীটি দেখা হবে ।

IMG20220710142756.jpg

IMG20220710142839.jpg

এই পার্কটির পুরো নাম হল আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার । এটিকে আমাদের এখানে সবাই ইকো পার্ক বলে জানে ।

এই পার্কটির অবস্থান মুন্সিগঞ্জে ‌ । মুন্সিগঞ্জ দক্ষিণ অঞ্চলের একদম শেষ প্রান্তে অবস্থিত । আমাদের বাসা থেকে এই পার্কটির অবস্থান বেশি দূরে না কিন্তু আগে কখনো এই পার্ক টিতে যাওয়া হয় নাই । আমি এই প্রথম এই পার্কটি ভ্রমণ করেছিলাম কিন্তু সত্যি এর ভিতরে যতটুকু সময় ছিলাম সে সময়টা অনেক আনন্দের ছিল ।

IMG20220710130505.jpg

এই পার্ক সুন্দরবন নদীর পাশে অবস্থিত হাওয়াই একটি ভ্রমণ করতে অনেক ভালো লাগে । এ পার্কের ভিতর দেখার মত তেমন কিছু নেই নদীটি ছাড়া । কিন্তু এ পার্কটি সে ভ্রমণ করবে তারই অনেক ভালো লাগবে কারণ এর ভিতর পরিবেশটা সত্যি অনেক সুন্দর ।

IMG20220710142523.jpg

পার্কের ভিতরে ছোট একটি পুকুর আছে । পুকুরটিতে একটি প্লাস্টিকের বড় একটি কুমির রাখা আছে । কুমিরটি দেখতে একদম অরিজিনাল কুমিরের মতো । এটি দেখতে অনেক সুন্দর লাগছিল ।

WhatsApp Image 2022-07-10 at 9.06.10 PM.jpeg

এই পার্কের ভিতরে ছবি তোলার মত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে । ভিতরে ঢুকে দেখি অধিকাংশ ছেলেদের হাতে ক্যামেরা নয় ফোন দিয়ে ছবি তোলায় ব্যস্ত আছে । আমরা আমাদের কিছু ছবি তুললাম । এর ভিতরে অনেক ঘোরাঘুরির পরে সন্ধ্যার দিকে আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম ।

আমাদের শ্যামনগরে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে ।এরপর আমরা ভাজা খাওয়ার কথা ভাবে । ভাজা খাওয়ার উদ্দেশ্যে আমরা বাজারের ভিতরে চলে যাই ।

image.png

এরপর আমরা একটি হোটেলে ঢুকলাম । হোটেলটির নাম ছিল ঠিকানা এন্ড রেস্টুরেন্ট । শ্যামনগরের মধ্যে আমার সবথেকে পছন্দের । আমার কোন ভাজা খাওয়ার দরকার হলেই আমি এই হোটেলটিতে চলে আসে । তারপর আমরা ভাজা খাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdf1DqCg1JFmEM5rEUGj71XE1G1s2zdaLrPmqMiGfAQnnyJs6RnCcTBgQMtvnidXKm8wAaRHQHRe7SxwsFhc934yXi52HAPAtv9G1QJPM9qMGWq4dNJy95PMJvrFKjgJPLXTJssozBAEbZT1JoE57gH8t2Ehe7Ki.png

প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ৷

ছবির বিস্তারিত

প্রশ্নউত্তর
ডিভাইসঅপো এ-১২
লোকেশনআকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার
ফটোগ্রাফার@firozgazi
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!