আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবাই কেমন আছেন আশা করছি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন । সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি।
আমি @firozgazi বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির আয়োজিত দারুন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি । প্রতিযোগিতাটা হলো মূলত পছন্দের পারফিউম নিয়ে । এটি আমি "আমার বাংলা ব্লগে" প্রথম কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি । কোন ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আমার ছোটবেলায় এমন অনেক ঘটনা আছে যেগুলো আমার এখনো পুরোপুরি ভাবে মনে আছে । তার মধ্যে পারফিউম এর ব্যবহার নিয়ে ছোট একটি কাহিনী আছে । সেটা আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ।
আমার প্রথম পারফিউম ব্যবহার
এটি ২০১৪ থেকে ২০১৫ সালের দিকের কথা । আমি তখন ক্লাস ফোর কি ক্লাস ফাইভে পড়ি সঠিক মনে নাই । আমার দুটি মামা ছিল তার থেকে বড় মামা কাজের উদ্দেশ্যে ঢাকায় গিয়েছিল । ঢাকায় কিছু দিন থাকার পরে বাসায় চলে আসে । মামা যেদিন বাসায় আসে তার আগেরদিন নানু বাড়ি থেকে ফোন করে আমাদের সবাইকে তাদের বাসায় যেতে বলে । কিন্তু আব্বু যেতে রাজি হয় নাই তাই আমি আর আম্মু চলে গেলাম নানুদের বাসায় । আমাদের বাসা থেকে নানু দের বাসা বেশি দুরে না ২০ থেকে ২৫ টাকা ভাড়া নেয় । তাই আমরা যখন নানু দের বাসায় যায় সব সময় সন্ধ্যা সময় বাহির হয়ে । ঐদিন ও সন্ধ্যার সময় আমি আর আম্মু নানাদের বাসার উদ্দেশ্যে বাহির হলাম ।
পরের দিন রাতে মামা বাসায় আসবে । তাই সবার ভিতর একটু অন্যরকম অনুভূতি কাজ করছিল । মামার একটু রাত হবে তাই সবাই জেগে ছিল কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম । আমি আর আমার এক খালাতো ভাই দুইজন ঘুমাই গেছিলাম আর সবাই জেগে ছিল গেছিল । মাঝরাতে অনেক শব্দে এর কারণে আমি আর আমার খালাতো ভাই দুইজন জেগে যাই ।
ঘুম থেকে উঠে দেখি মামা বাসায় আইছে । মামা আমাদের সবার জন্য অনেক কিছু নিয়ে আইছিল । সবাই মামাকে রেখে সেই জিনিস গুলো নিয়ে ব্যস্ত ছিল । আমি আর আমার খালাতো ভাই ও তাদের সাথে যুক্ত হলো । ব্যাগ থেকে আমি একটা পারফিউম পাই । সেই পারফিউমটি আমি বড় মামার কাছে নিয়ে যায় নিয়ে বলি মামা এটা কি । মামা বলেন এটি পারফিউম । আমি বলি মামা এটা কি ? মামা বলে এটি পারফিউম এটি গায়ে দিতে তাহলে গা থেকে সুগন্ধ বের হয় । আমি মামাকে বলি মামা আমার গায়ে একটু দিয়ে দাও তাহলে তো তারপর মামা আমার গায়ে দিয়ে দেয় । রাত বেশি হয়ে যাওয়ায় কিছুক্ষণ পর সবাই ঘুমায় পড়ি ।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার খালাতো ভাই মামা বড় মামার রুমে যাই সেই সেই পারফিউমটি জন্য ।( আমার খালাতো ভাইয়ের বাসা আমার নানুদের বাসার পাশেই ছিল হেঁটে যাইতে 2 থেকে ৫ মিনিট সময় লাগবে তাই আমি যখন নানু দের বাসায় যাইতাম সব সময় খালাতো ভাইয়ের সাথে থাকতাম । সে আমার থেকে ১ থেকে ২ বছরের বড় ছিল আমি তাকে ভাই বলে ডাকতাম )। বড় মামার ঘরে গিয়ে পারফিউমটি পাচ্ছিলাম না দুইজনে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে পেয়ে গেলাম । রুমে কেউ না থাকায় দুইজন সেই পারফিউমটি ইচ্ছামত ব্যবহার করলাম । তারপর দুইজন সেটা রেখে খুশিমনে রুম থেকে বাইর হলাম । আমরা দুজন একটি এত পরিমাণে ব্যবহার করেছিলাম যে আমাদের দুজনের শরীর থেকে অসম্ভব একটা গন্ধ বাহির হচ্ছিল । সেইদিন বড় মামার কাছে আমরা দুইজন হালকা করে একটু বকা শুনছিলাম । তাও আমি যখনই সুযোগ পেতাম তখনই চুরি করে এটি ব্যবহার করতাম । আমি ভেবেছিলাম যে বাসায় আসার সময় পারফিউমটি নিয়ে আসবো ।
আমি আর আম্মু ৩ থেকে ৪ দিন নানুদের বাসায় থাকার পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম । আসার সময় আমার মূল টার্গেট ছিল কিভাবে পারফিউমটি নিয়ে আসব । আসার সময় বড় মামা বাসায় ছিলো না একটু বাইরে গেছিল তাই আমি নানি-নানুর সাথে বলে সেই পারফিউম নিয়ে চলে আসি । এক কথায় বলতে গেলে চুরি করে নিয়ে চলে আসি কারন যার জিনিস তার সাথে না বলে নিয়ে আসায় তো চুরি বলে ।
এর আগেও আমি আমার ২ মামা কে পারফিউম ব্যবহার করতে দেখেছি কিন্তু আমার জানা না থাকায় এটির প্রতি আমার বেশি আগ্রহ জাগে না । কিন্তু এ তারিখ থেকে আমার পারফিউম এর প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করলো । এই খান থেকে মূলত আমার পারফিউমের ব্যবহার শুরু হলো ।
বাড়ি আসার পর সেই পারফিউমটি এত পরিমাণ ব্যবহার করেছিলাম যে সেটি বেশি দিন যায় নাই । কিছু সময় পর পর রুমে যাইতাম আর সেই পারফিউমটি গায়ে মাখতাম এটির জন্য আম্মুর কাছে অনেক বকা শুনতে হয়েছে । পারফিউমটি শেষ হয়ে যাওয়ার পরে আব্বুর কাছে পারফিউম চাইছিলাম কিন্তু কিছুতেই কিনে দেয় নাই । কিন্তু তারপর আমি যখনই নানুদের বাসায় যাইতাম ২ মামার পারফিউম ব্যবহার করতাম । আর যখন আম্মু আব্বুর সাথে নানুদের বাসায় যেতাম তখন দুই মামা থেকে একজনের পারফিউম নিয়ে চলে আসতাম এটি মিস হতো না 🤣🤣 ।
আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার বড় মামার বিয়ে হয় । এই বিয়েতে আমি আর আমার খালাতো ভাই মিলে একটি পারফর্ম কেনি । এটা আমার জীবনে প্রথম পারফিউম কিনা । তারপর দুইজন পারফিউমটি ইচ্ছামত ব্যবহার করি । এক কথায় বলতে গেলে হিংসা করে ব্যবহার করে । ও একটু ব্যবহার করলে আমি ব্যবহার করি আবার আমি একটু ব্যবহার করলে ও ব্যবহার করে । এই পারফিউম টি নিয়ে দুজনের মাঝে হালকা করে ঝগড়া হয়েছে । আমি বলেছিলাম যে বাসায় আসার সময় পারফিউমটি নিয়ে আসবো আর ও বলেছিল রেখে দিবে দিবে না আমাকে । কিন্তু দুঃখের কথা এটা যে মামার বিয়েতে আমরা দুজন পারফিউম এতোটা ব্যবহার করেছিলাম যে আমি বাসায় আসার আগেই সেই পারফিউমটি শেষ হয়ে গেছিল 🤣😒।
এইভাবে আমার পারফিউমের ব্যবহার চলতে থাকে । আমি ক্লাস নাইনে উঠার পর থেকে নিজের হাত খরচের টাকা গোছাই পারফিউম কিনতাম । আমার সব বন্ধুরা প্রায় ফগ পারফিউম ব্যবহার করত তাই আমিও তাদের দেখাদেখি এই পারফিউম ব্যবহার করতাম । ধীরে ধীরে এটি আমার পছন্দের একটি পারফিউম হয়ে ওঠে ।
বর্তমান আমার পছন্দের পারফিউম....
আমি এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার করার জন্য খুলনা শহরে চলে আসে । এখানে এসে প্রথম ২ থেকে ৩ টা ফগ পারফিউম ব্যবহার করেছিলাম ।
আমার পারফিউম শেষ হয়ে যাওয়ায় আমি আমার এক বন্ধুর সাথে একদিন পারফিউম কিনতে তাই । তো সে আমাকে এই " HAVOC " পারফিউমটি কিনার কথা বলে । সে বলে যে এটা আমি ব্যবহার করি তুই একবার ব্যবহার করে দেখতে পারিশ । তারপর আমি তার কথামতো আমি এই পারফিউম টি কিনছিলাম ।
এই পারফিউম ব্যবহার করে আমার কাছে অনেক ভালো লাগে । কারণ এটির ঘ্রাণ আমার কাছে অন্যরকম লাগে । তাই এখন আমার এই " HAVOC " পারফিউম টি আমার পছন্দের পারফিউম ।
কারণ এই পারফিউমটি ব্যবহার করার পরে আমার মধ্যে একটু অন্যরকম অনুভূতি কাজ করে । এই পারফিউমটির ঘ্রাণ অন্যান্য পারফিউম এর তুলনায় অন্যরকম। এটি ব্যবহার করার সময় আশেপাশে বড় ভাইদের রুমে এর ঘ্রাণ চলে যায়। এর সৌগন্ধ জন্য এই পারফিউমটি আমার একটি পছন্দের পারফিউম ।