আমার পরিচিতি

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ।
আজ, আমি আমার আইডি ভেরিফিকেশনের জন্য আমার প্রিয় আমার বাংলা ব্লগের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছি।
আমি আশা করি প্রিয় আমার বাংলা ব্লগ আমার আবেদন গ্রহণ করবেন।
আমি তোমাকে ভালোবাসি আমার বাংলা ব্লগ ।

WhatsApp Image 2022-06-24 at 6.53.00 PM.jpeg

আমি মোঃ নাজমুল।বরিশাল বিভাগের বরগুনা জেলার এক পিছিয়ে পড়া জনপদ রক্ষাচন্ডি গ্রামেই আমার জন্ম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,২০০১ সালের এক সোমবার দিনের সকাল থেকেই আমার জীবনের পথচলা শুরু। গ্রামের অন্য দশটা ছেলের মতই আমার জীবনের পথচলা আরম্ভ হয়। তারপরও আমার বন্ধু সংখ্যা ছিল খুব সীমিত! মাত্র একজন! আমার সম বয়সী ছেলেরা সারাদিন টো টো করে ঘুরে বেড়াত। তাদের কাছে স্কুলের নিয়ম-শাসন পছন্দনীয় ছিল না। স্কুল প্রাঙ্গণে মুষ্টিমেয় শিক্ষার্থীরা যখন জাতীয় সংগীতে টান দিত, তারা দলবেঁধে শুনতে আসত! অতঃপর তারা গ্রামীণ খেলা-ধুলোয় হারিয়ে যেত। ইচ্ছে হত এদের সাথে মিলে যাই কিন্তু বারণ ছিল। আমাদের এলাকার নয়, এমন একজন নিরীহ ছাত্র, বহুদূর থেকে হেটে আমাদের বাড়ীর সামনের স্কুলে পড়তে আসত। ঘর থেকে আদেশ দেওয়া হয়েছিল, সেই হবে আমার বন্ধু এবং শুধু তার সাথেই বন্ধুত্ব করা যাবে! খেলা-ধুলোর প্রতি চরম অনাগ্রহী এই সহপাঠী স্কুল ছুটির পরই সে তার গন্তব্যে রওয়ানা হত!সীমিত বন্ধু-বান্ধবের কারণে আমার শিশুকাল কেটেছে নিজের সাথে নিজে কথা বলে, আর গাছ পালাকে শাসন করে! স্কুলের পড়া কবিতা, গল্প, ছড়া তাদের শিখাতাম।উচ্চস্বরে মাইকে শোনা গান গেয়ে মুরুব্বীদের ত্যক্ত করতাম আবার অঙ্গভঙ্গি করে কবিতা আবৃত্তি করে কখনও হাসির পাত্র হতাম! মাজে মাজে বাবার হাতে মার খেতাম অনেক কান্না করতাম ,আম্মা এসে তখন অনেক আদর করত। আমার বাব মা আমাকে অনেক ভালবাসত।আমার একটা বোন আছে অর নাম মারিইয়া,অর বয়স ৭ বছর খুব দুস্ট সারাদি আমার সাথেঝগরা লাকত।
আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা একজন গৃহিণী।বাবা ব্যাবসার কাজে সবসময় বাহিরে থাকত।বাসায় ফেরার আগে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসত।বাবা বাড়িতে আসলেই আমি বাবার মোবাইলটা নিয়ে বসে যেতাম ইউটিউবে অনেক কিছু ঘাটা ঘাটি করতাম। মা বাসায় আমাদের জন্য ভাল ভাল খাবার রান্না করে খাওয়াত।

nazmul1122.jpg

আমি মনসতলি লাকুরতলা এ বি আর মাধ্যামিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি, পরে আমার গ্রামের বাড়ি বরগুনায় হওয়ায় আমি বরগুনার সরকারি কলেজে পড়াশুনা করি। সেখান থেকে এস এসসি পাশ করে ঢাকার উদ্দ্যশ্যে পারি দিলাম উচ্চ শিক্ষার জন্য।ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে কম্পিউটার সাইন্সে ভর্তি হই। পাসাপাসি আমি কন্টেন্ট লিখতাম,কন্টেন্ট লিখতে আমার অনেক ভাল লাকত।বাংলায় কন্টেন্ট লিকতে আমি আস্তে আস্তে পারাদর্শি হয়ে উঠি। আমার বয়স এখন ২৭ বছর। কিছুদিন আগে আমি বিয়ে করি আমার এখনো কোন ছেলে মেয়ে নাই।

SEO 1.jpg

যে ভাবে আমার বাংলা ব্লগে আমার আগমন ।
আমার অনলাইন জগতে আসর কারণ, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আমার প্রতি অনেক আগ্রহ ছিল।সেই কারনে দিনের বেশির ভাগ সময় আমি অনলাইনে থাকতাম,ইউটিউবে ভিডিও দেখতাম ।হটাত একদিন আমার এক বন্ধুর কাছে আমার বাংলা ব্লগ সম্পর্কে যানতে পারি।তার পর আমি ইউটিউব থেকে আমার বাংলা ব্লগের আরো অনেকগুলি ভিডিও দেখি এবং সেখান থেকে আমার বাংলা ব্লগ সম্পর্কে বিস্তারিত যানতে পারি।আর সেখান থেকেই আমি আমার বাংলা ব্লগের বিভিন্ন নিযম কানুন জানতে পারি।

IMG20210330101046.jpg

আমি সুস্থ মস্তিষ্কের সঙ্গে আমার বাংলা ব্লগের সব শর্ত মেনে চলব।
এটা আমার আশা
আমি বিশেষভাবে আমার বাংলা ব্লগকে অনুমোদন করার জন্য অনুরোধ করছি।আমি তোমাকে ভালোবাসি প্রিয় আমার বাংলা ব্লগ।
আই লাভ ইউ আমার বাংলা ব্লগ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@freelancenazmul
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। খুবই সুন্দর ভাবে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। ভালো লাগলো, তবে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার ছাড়া আমরা অন্য কোন মেম্বার দের রেফার বা রেফার ছাড়া মেম্বার আমরা গ্রহণ করি না।

সে ক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনার বিষয়টি বিবেচনা করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
সে পর্যন্ত একটিভ থাকুন আমাদের Discord server এ
Discord link : https://discord.gg/esbZH6GU

ধন্যাবাদ আপু
এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলার জন্য। যদি সম্ভব হয় তাহলে একটু হেল্প করবেন। কারণ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে খুব ভালোবাসি, যদি সুযোগ পাই এবং
আপনাদের সাপোর্ট পাই তাহলে এই কমিউনিটিতে সক্রিয় থেকে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে সুস্বাগতম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম শৃঙ্খলা দিকনির্দেশনা সম্পর্কে অবগত হবেন। তা ছাড়া আমার বাংলা ব্লক কমিটি আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া ধন্যবাদ,
আমি আমার বাংলা ব্লগের বিভিন্ন নিযম কানুন মেনে চলব ইনশাআল্লাহ

আপনাকে আমার বাংলা ব্লগ পরিবারের স্বাগতম। কমিউনিটির সকল নিয়ম কারণ মেনে সামনের দিকে এগিয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ প্রিয়

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম আশা করি আমাদের পরিবারের সব ধরনের নিয়মকানুন সম্পর্কে অবগত আছেন আর এই সব নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করে এগিয়ে যাবেন।

ইনশা আল্লাহ, দোয়া করবেন ভাই।আমি যেনো আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে আপনাদের সাথে কাজ করতে পারি।

আমার বাংলা ব্লগে আপনার পরিচয় পর্ব পড়ে খুবই ভালো লাগলো। আপনি আপনার পরিচয় পর্ব খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করি আপনি আর এখানের সকল নিয়ম কানুন মেনে আমাদের সাথে কাজ করবেন।

আমি যেনো আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে আপনাদের সাথে কাজ করতে পারি।দোয়া করবেন
ধন্যবাদ

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম জানাই। আশা করি আপনি আমার বাংলা ব্লগ এর সকল নিয়মকানুন মেনে কাজ করার চেষ্টা করবেন। আপনার পরিচয় মূলক পোস্ট পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ, আমার পরিচয় মুলক পোস্টটি পরার জন্য।আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার বাংলা ব্লগের সব নিয়মকানুন মেনে কাজ করিতে পারি

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর পরিচিতিমূলক পোস্ট দেখে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার পরিচয়। আশা করি আমার বাংলা ব্লগের একজন সদস্য হতে পারবেন । আরো আশা করি,আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনাকে গ্রহন করেনিবে।

ধন্যবাদ, আমার পোস্টটি পরার জন্য।আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার বাংলা ব্লগের সব নিয়মকানুন মেনে কাজ করিতে পারি এবং আমার বাংলা ব্লগ যেনো আমাকে গ্রহন করে।