যারা ফুটবল খেলেন বা বুঝে খেলা দেখেন তারা হয়ত জানবেন পজিশন পরিবর্তন হলে খেলা খারাপ হয়। আমার আরো বেশি হয়। রাইট উইং-এ খেললে আপনার রাইটে সাবধানতা কমে যায়। বোঝাতে চেয়েছি যে রাইট থেকে প্লেয়ার আসলে খেয়াল রাখা হয় না। তারপর আমি মার্কসম্যান উইংগার। মার্কসম্যান উংগার বলতে বুঝায় যে উইংগার ডিফেন্স থেকে বল কালেক্ট করে এবং হেডের বল তৈরী করে বা চ্যানেলে মার্ক করে ক্রস করে। খুবই ভয়াবহ খেলেছি সেই ম্যাচ। বার বার বল হারিয়েছি। সুবিধা একটাই ফরওয়ার্ড বল হারালে টিমের উপর প্রেসার কম পড়ে। তা না হলে সেই ম্যাচে দর্শকের তিরস্কার একটিও মাটিতে পড়ত না। ভাগ্য হোক বা টাইমিং। কিকটা সফল হল। গোল পেলাম। টিম ১-০ তে ম্যাচ জিতল। কোন আনুষ্ঠানিক ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসেবে এটাই আমার প্রথম গোল। সেই ম্যাচে হলুদ কার্ডের সাথে আরো একটি পুরস্কার নিয়ে ম্যাচ শেষ হলো- মোমেন্ট অব দা ম্যাচ। চৌধুরী আরাফাত হোসেন C.C-
ICCFM-2010
আমার প্রথম লিগ ফুটবল টুর্নামেন্ট। নিচের বাম থেকে তৃতীয় জন।
পুরস্কার গ্রহনের মুহুর্ত
scan to follow on instagram ➡
@amarbanglablog
@rme
@rex-sumon
@successgr.with
@curators
@blacks
@booming02
@bidvote
@boomerang
শাপে বর @gentleman74
১১ জুলাই সকাল ৬টায় (কলকাতায় ৫ঃ৩০) অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল। কারা কারা? জানতে মনে হয় না কারো বাকি আছে-কারণ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ। ফুটবল প্রেমিরা মুখিয়ে আছে, সময় গুনছে -কখন বাজে ৬ টা। অতি ফুটবল প্রেমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া তে ব্রাজিল বনাম আর্জেন্টিনা হাতাহাতি ও হয়ে গেছে। সে যা হোক- এই ফুটবল আমেজের সময় আমার খেলা একটি লিগ ম্যাচের স্মৃতি শেয়ার করব।
আমি ফুটবলটা খেলি ছোটবেলা থেকে। যখন নবম শ্রেণিতে তখন কোচের তত্ত্বাবধানে খেলার সুযোগ হয়। কোচ আমার রান এবং পজিশনিং দেখে আমাকে রাইট উইংগার হিসেবে খেলান। জার্সি নং- 9 । সেই থেকে একই জার্সি নং এবং একই পজিশনে খেলছি।
বুয়েট প্রিমিয়ার লিগ -২০১৬। আমাদের টিম আরকেন নাইটস। লিগের প্রথম ম্যাচ। টিমে রাইট উইংগার দুইজন।কিন্তু কোন সেন্টার ফরওয়ার্ড নেই। টিমের ম্যানেজার সালমান ভাই সিদ্ধান্ত নিলেন আমি সেন্টার ফরওয়ার্ড খেলব। মাঠে নামলাম।
ম্যাচের প্রথম অর্ধে নেটে বল জড়ানো তো দূরে টার্গেটে শটই হয়নি। মানসিক চাপে খেলতে না পেরে খুব ফিজিকাল বা ফাউল করে খেলেছি। খেলার দ্বিতীয় পর্ব শুরুই করেছিলাম হলুদ কার্ড দিয়ে । সে যা হোক - ফিজিকাল মেন্টালিটিতে খেলায় বা কিছুটা নাম কামানোর জন্যই হয়ত চেষ্টা করে বসলাম একটা রিভার্স বাইসাইকেল কিক।
ফুটবল একটা উত্তেজনামূলক খেলা। যাইহোক যে দলই জিতুক না কেন সবার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রেডিকশনটা বললেন না!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফুটবল ম্যাচটিকে ঘিরে কাটানো মুহুর্তগুলো পড়তে বেশ ভালো লাগলো।
আজকের ম্যাচ নিয়ে আমার প্রেডিকশনঃ ব্রাজিল ২-১ আর্জেন্টিনা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ব্রাজিল গোল খাইলে একটা খায় না। সমস্যা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সকালে খেলা দেখেছি খেলা অনেক সুন্দর হয়েছে কিন্তু খেলার মধ্যে অনেক মারামারি হয়েছে দেখেছি এটি হয়তো একটি অংশ তবে যাই হোক বিজয়ী দলের প্রতি আমার থাকল অনেক ভালোবাসা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা ভাইয়া আর্জেন্টিনা ১-০ তে জিতে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit