আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে রংপুরের ঐতিহ্যবাহী এক টাকার হোটেল সম্পর্কে কিছু কথা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
এক টাকার হোটেলটি রংপুরে লালবাগ বাজারের ভিতরে অবস্থিত। তিন প্রজন্ম ধরে এই হোটেল পরিচালনা হয়ে আসতেছে ১৯৭৫ সাল থেকে। বর্তমানে তৃতীয় প্রজন্মের হাতে এই হোটেল চলতেছে। বর্তমান ২০২০ সাল থেকে পরিচালনা করতেছেন মোঃ গোলাম রাব্বানী। আগের তুলনায় বর্তমানে হোটেলটি প্রসারিত করা হয়েছে এবং নতুন সুন্দর একটি রুপ দেয়া হয়েছে।
প্রতিদিন এখানে খাবারের জন্য অনেক লোক ভিড় করেন। বিশেষ করে যারা পড়ালেখার জন্য গ্রাম থেকে রংপুর শহরে মেসে থাকেন তারাই বলতে পারবেন শহরে চলতে হলে কি পরিমান টাকার প্রয়োজন হয় এবং জিনিসপত্রে যে উচ্চ দাম। সে হিসেবে এখানে অনেক কম দামে ভালো খাবার পাওয়া যায়। আমি যখন মেসে ছিলাম তখন প্রায় প্রায় এই হোটেলে খেতে আসতাম।
মাঝেমধ্যে খালা মেসে রান্না করতে আসতেন না তখন বাহিরে খেতে হত। বাহিরে খেতে হলে অনেক টাকার প্রয়োজন হতো, এত টাকা দিয়ে ভালো খাবার খাওয়া হত না। মাস শেষে দেখা দিত টাকার সমস্যা। তবে এই এক টাকার হোটেলে অনেক কম দামে খাবার খাওয়া যায়। এখানে এখনো এক টাকার পিয়াজু পাওয়া যায় এছাড়া কলাপাতা বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি, বার্গার,কোক, ঠান্ডা পানীয় ইত্যাদি খাবার তুলনামূলক কম দামে পাওয়া যায়।
এজন্যই মূলত মেসের ছাত্র ছাত্রীরা এখানে বেশি আসেন খাবার খেতে। আমি এখন গ্রামে থাকি মাঝে মাঝে রংপুর শহরে কাজের জন্য গেলে আমি কাজ শেষে খাবার খাওয়ার জন্য এই এক টাকা হোটেলে আসি। এখানে একটা ভালোলাগার কাজ করে আসতে। মেসে থাকতে কতই না এই হোটেলে খাবার খেয়েছি। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আশা করি হোটেলের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। হোটেলটি অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে এবং পরিবেশও অনেক মানসম্মত।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।
Vote@bangla.witness as witness
রংপুরের লালবাগে যে এরকম হোটেল আছে আগে জানতাম না ভাইয়া। আজকে প্রথমবার জানতে পারলাম। যদি কখনো সময় হয় কিংবা সুযোগ হয় তাহলে যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমি রংপুর বিভাগেরই মানুষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু ঘুরে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit