আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি মেট্রোরেলে প্রথম উঠার অনুভূতি সম্পর্কে আলোচনা করব।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
কয়েকদিন আগে ঢাকায় ঘুরতে গিয়েছিলাম। এক ছোট ভাইয়ের মেসে কয়েকদিন ছিলাম। ছোট ভাইয়ের ম্যাচটি ছিল সাভারে। সেখানে থাকা অবস্থায় ছোট ভাইটি মিলে ঢাকার কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরেছিলাম। একদিন আমরা কিছু কেনাকাটার জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম।
প্রথমে আমরা সাভার থেকে লেগুনায় করে মিরপুর ১০ এ যাই। মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনে গিয়ে আমরা টিকিট কাটি। সেখান থেকে আমরা মেট্রোরেলে করে কারওয়ান বাজারের উদ্দেশ্যে রওনা হই। মেট্রোরেল স্টেশন গুলো দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। ট্রেনগুলো বেশ সুন্দর ছিল,সবগুলো ট্রেনের ভিতরে এসি লাগানো রয়েছে।
কয়েক মিনিট পর পর একটা করে স্টেশন অতিক্রম করেছিল। মেট্রোরেল অনেক দ্রুত চলে ভিতরে থেকে তা বোঝা যায় না। মেট্রোরেলের ভিতর থেকে বাহিরের পরিবেশ টা দেখতে অনেক সুন্দর লাগছিল। চারিদিকে শুধু সুন্দর সুন্দর দালান কোটা আর গাছগাছালি।
২০ মিনিটের মত সময় অতিক্রম করে আমরা অবশেষে কারওয়ান বাজার স্টেশনে এসে পৌঁছেছিলাম। স্টেশন থেকে নামার পর দুই মিনিট হেঁটে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাই। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সৌন্দর্য ও অনেক। কমপ্লেক্স এর বাহির দেখে তা বোঝা যাবে না যে এর ভেতরটা কত সুন্দর। ভেতরে প্রবেশ করলেই তা বোঝা যায়।
আমরা প্রায় দুই ঘণ্টার মত এখানে ঘোরাঘুরি করে ছিলাম। এবং কয়েকটি জিনিস নিয়েছিলাম। ছোট ভাইয়ের জন্য একটি ফোন, ফোনের ব্যাক পার্ট এবং একটি মিনি বক্স নিয়েছিলাম। এই শপিং মলের ভিতরে আমাদের সময়টা অনেক ভালো কেটেছিল।
শপিং শেষে আমরা আবার মেট্রোরেলে করে মিরপুর ১০ এ এসেছিলাম। এরপর ওখান থেকে লেগুনা করে আবার আমরা সাভারে এসেছিলাম। সেই দিনটি আমার কাছে একটি সুন্দরময় দিন ছিল।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20C |
---- | ---- |
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit