আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি পুকুরে গোসল করার অনুভূতি সম্পর্কে তুলে ধরবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার
শুরু করা যাক।
দিন দিন আমাদের এইদিক তাপমাত্রা বেড়েই চলেছে। দীর্ঘ কয়েকদিন থেকে বৃষ্টিও হচ্ছে না। একটু হাওয়া খাওয়ার জন্য আমরা গ্রামের ছেলেরা মিলে একটি টং তৈরি করেছি। এখানে গাছপালা অনেক হওয়ায় এখানকার পরিবেশ একটু শীতল। তাই এখানেই টংটি আমরা বসাইছি। আজকে আড্ডা দেওয়ার সময় সবাই বলতেছে যে আজকে পুকুরে গোসল করতে যাব। আমিও বললাম হ্যাঁ যাওয়া যায় অনেকদিন থেকে পুকুরে গোসল করিনি।
এরপর সবাই টং থেকে নামলাম এবং পুকুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রহনা হলাম। পুকুরটি আমাদের গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে অবশেষে পুকুরের পাড়ে এসে পৌছালাম। এই পুকুরের গভীরতা অনেক এবং পানিগুলোও অনেক ঠান্ডা। পুকুর পাড়ে অনেক আমের গাছ রয়েছে। এই গাছগুলোতে উঠে আমরা পুকুরে লাফ দিয়ে থাকি। এরপর একে একে সবাই পুকুরে নেমে পড়লাম।
দীর্ঘদিন পর পুকুরে গোসল করতে এসে অনেক ভালই লাগতেছে। এই পুকুরে আমরা প্রায় এক ঘন্টার মত লাফাঝাপা করলাম। কেউ ডিগবাজি, ডলফিন লাফ, কুমড়া লাফ, গাছের চূড়ায় উঠে লাফ দিলাম। শৈশবে আমরা গাছের সর্বোচ্চ চূড়ায় উঠে লাফ দিতাম। এখন আমি গাছে উঠে লাফ দিতে পারি না অনেক ভয় লাগে কেন জানি। ছোটবেলায় অনেক সাহস ছিল।
আমার এক ছোট ভাতিজ সে চতুর্থ শ্রেণীতে পড়ে ওর গাছে উঠে লাফ দেওয়া দেখে আমি অবাক হয়েছিলাম। এই পুকুরে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছোট বড় সবাই আসেন গোসল করার জন্য। এই পুকুরের নাম হচ্ছে গামার পুকুর। আমাদের এলাকার মধ্যে এই পুকুরটি একটি জনপ্রিয় পুকুর।
গোসল শেষে আমরা বাসার উদ্দেশ্যে রহনা হলাম। দীর্ঘদিন পর পুকুরে গোসল করে অনেক আনন্দ উপভোগ করলাম। আসলে পুকুরে গোসল করার মজাই আলাদা। আপনারাও পুকুরে গোসল করে আনন্দ উপভোগ করতে পারেন। শৈশবে সহপাঠীদের সাথে পুকুরে গোসল করার মজাই আলাদা ছিল তা অনুভব করতে পুকুরে গোসল করতে আসতে পারেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20C |
---- | ---- |
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। একদম গ্রামীন পরিবেশের এই সৌন্দর্য আগে বেশ উপভোগ করছো সবাই। তবে এখন পুকুরে গোসল করার প্রচলন কমে গেছে। কেমন আর মানুষ পুকুরে গোসল করে না বললেই চলে। যাইহোক আপনাদের সুন্দর এই মুহূর্ত দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit