আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আলু রোপন করতে গিয়ে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেই সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের বেশিরভাগ লোক কৃষির সাথে সম্পৃক্ত। বেশিরভাগ পরিবার কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। বর্তমান শীতের মৌসুম চলতেছে এই সময় কৃষক শীতকালীন সবজি চাষাবাদের জন্য জমি প্রস্তুত করতেছেন। কয়েকদিন আগে আমরা এই জমি থেকে ধান কেটে নিয়ে গিয়েছি বাসায়। এখন জমিতে জৈব এবং কীটনাশক সার প্রয়োগ করে জমি চাষ করে নিয়েছি।
ফসল ফলানোর জন্য জমি প্রস্তুত করানোর পর। দুজন মহিলা কামলা এবং একজন পুরুষ কামলা নিয়েছিলাম সাথে আমার আব্বু এবং আমি ছিলাম কাজে সাহায্য করার জন্য। মহিলা দুজন আলু ফেলানোর কাজ করেছিল আমার আব্বু এবং আরেকজন ব্যক্তি সেগুলো ঢেকে ছিল। সেই দিন আলু রোপণ করতে গিয়ে সারাদিন লেগেছিল। আলু চাষে অনেক পরিশ্রম করতে হয়। একটু পরিচর্যা কম হলেই আলুর গাছের নানা প্রকার রোগ দেখা দেয়।
আমাদের এই জমিটি প্রায় এক বিঘার মত। আশা করতেছি গতবারের চেয়ে এবার ভালো ফসল ঘরে তুলতে পারব এজন্য অবশ্য পরিশ্রমের বিকল্প নেই। আলু রোপন করার পর 10 থেকে 15 দিন বাদ জমিতে সেচ দিতে হবে। আমাদের এই জমিতে আলু রোপন করা প্রায় দশ দিন হয়ে যাচ্ছে। জমিতে এখন পানি দিতে হবে তাহলে আলুর গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। বেশি শীত পড়লে আলুর গাছের পচারী রোগ দেখা দেয়। শীত বেশি পড়লে কীটনাশক ও কয়েকদিন পরপর স্প্রে করা লাগে।
আমাদের ফসলের মাঠের চারদিকে রয়েছে আমের বাগান সেই দিন আকাশটা অনেক পরিষ্কার থাকায় কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। সেদিন অনেক সূর্যের তাপমাত্রা ছিল। বর্তমানে তো সূর্যের তাপমাত্রা তেমন নেই ।এখন দিন যাচ্ছে ঠান্ডা বেশি হচ্ছে। এবার মনে হচ্ছে সর্বোচ্চ ঠান্ডা হবে। অতিরিক্ত ঠান্ডা আলুর গাছের জন্য ক্ষতিকর। আর কয়েকদিন গেলে আলুর জমির ফটোগ্রাফি অনেক সুন্দর হবে। তখন জমির আইল গুলোতে প্রচুর পরিমাণে দূর্বা ঘাস জন্মাবে। শিশির ভেজা দূর্বা ঘাসের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়ে থাকে।
এই জমিতে আলু রোপনের পাশাপাশি অল্প একটু জায়গায় আমরা পিয়াজ ,রসুন এবং ধনিয়া বীজ রোপন করেছি। কিছুদিন পর আমাদের এই জমিটি সবুজে ভরে যাবে। তখন এই জমি থেকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি পাওয়া যাবে। আশা করি পরবর্তীতে এই জমির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। আপনারাও চাইলে জমিতে গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। শীতকালে আমাদের চাষাবাদের জমিগুলোর ফটোগ্রাফি বেশ ভালই আসে।
আমাদের এই ফসলের মাঠটি চৌদ্দ ভূবনে অবস্থিত। এই জায়গাটি একটি ঐতিহাসিক স্থান। এখানে একটি বিশাল আকৃতির বটগাছ রয়েছে। কৃষকরা ফসলের মাঠে ফসল ফলানোর সময় ক্লান্ত হলে এই গাছের নিচে এসে বিশ্রাম নিয়ে থাকেন। এই গাছের শিকড় গুলো অনেক মোটা হওয়ায় বসে এবং শুয়ে বিশ্রাম নেয়া যায়। চারিদিকটা সবুজে আচ্ছন্ন হলে অন্য কোন পোস্টে এই গাছের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। আমার এলাকার মধ্যে সবথেকে ভালো লাগার স্থান হচ্ছে এই জায়গাটি। এখানে ফসলের মাঠ নদী ,গাছ গাছালি, খাল বিল ,পাশে একটি গ্রাম রয়েছে। এই জায়গার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20c |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ডেইলি টাক্স:-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Golamrabba34801/status/1866008820016964052?t=z20_CAh05_ivBQf8_u4JmA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বটগাছটা দেখে বেশ ভালোই লাগলো কৃষকরা কাজ করে ক্লান্ত হয়ে বটগাছের নিচে বসে খুবই ভালো বিষয়। মাঠে এমন কাজ থাকলে মানুষের বিশ্রামের জন্য খুবই ভালো তবে গাছের ছায়ায় ফসল অনেকটাই নষ্ট হয়ে যায়। আলু ফসলটা আমার ভীষণ ভালো লাগে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে বাংলাদেশের বেশিরভাগ মাঠে ঘাটে আলু রোপণ করার কাজ চলছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আমাদের মাঝে আলু রোপণ করার বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আর আলু চাষ করার মুহূর্তগুলো দেখেও ভালো লাগলো ভাইয়া। এরকম সুন্দর মুহূর্তগুলো গ্রামে গেলে অনেক দেখা যায়। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দিকে আলুর চাষ করা হয় না। এই জন্য আলু রোপন করা কখনও দেখিনি। আপনার পোস্টে দেখে বেশ ভালো লাগল। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit