আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আম বাগানের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। কোন কিছু পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রমী হওয়া চাই। আমি একজন কৃষকের ছেলে। প্রতিনিয়ত কোন না কোন কাজ করাই লাগে আমাকে। আমাদের অঞ্চল আম চাষের জন্য বিখ্যাত। আম ছাড়াও অনেক ফসল আমাদের এখানে উৎপাদিত হয়। সেগুলো হচ্ছে আলু ,পটল ,ধান,মরিচ ,ঢেঁড়স যাবতীয় সবজি তবে প্রধান ফসল হচ্ছে আম।
আজকে আমি খুব সকাল বেলা ঘুম থেকে উঠে। আমার বাবা সহ আম বাগানের উদ্দেশ্যে কোদাল কাঁধে নিয়ে রহনা হয়েছিলাম। আমার বাসা থেকে আমবাগান বেশি দূরে না প্রায় হাফ কিলোমিটার। আম বাগানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আম গাছের চারদিকে হালকা পরিমাণে খনন করা। এর কারণ হচ্ছে আম গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করতে হবে।
প্রতিবছর আম গাছের গোড়ায় হরমোন প্রয়োগ করতে হয় তাছাড়া গাছে ভালো মুকুল আসে না। এই হরমোন ব্যবহারের ফলে গাছের পুষ্টির পরিমাণ কমে যায়। মূলত গাছের পুষ্টির পরিমাণ বৃদ্ধি করার জন্য জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করা লাগে প্রতিবছর তাহলে গাছ সতেজ থাকে। আজকে আমি প্রায় পঞ্চাশটি গাছের চারপাশ ভালোভাবে হালকা খনন করেছি।
দুই এক দিন পর এই খননকৃত জায়গায় সার দিয়া ঢেকে দিব এবং আমাদের এখানে বৃষ্টি না হলে সেলোমেশিন দিয়া হালকা সেচ দিতে হবে। তাহলে আর কয়েক মাস গাছের যত্ন নিতে হবে না। গাছে মুকুল আসার আগে কীটনাশক স্প্রে করতে হবে যাতে করে পোকামাকড়ের আক্রমণ না হয়। আমের গুটি হওয়ার পরও অনেক যত্ন নিতে হয়। আসলে আম বাগানের পিছনে চাষীদের কে অনেক পরিশ্রম করতে হয়।
কাজ শেষে আমি কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। আজকের ওয়েদার অনেক ভালো ছিল। এজন্য ফটোগুলো বেশ চমৎকার উঠেছিল। উপরের ফটোগ্রাফটি মূলত ঘাসফুলের যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আসলে প্রকৃতির সবকিছুই সুন্দর।
ভাল থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Device | Tecno spark 20C |
---- | ---- |
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit