লেভেল ০৪ হতে আমার অর্জন-by@golamrabbani

in hive-129948 •  2 months ago 

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি লেভেল চতুর্থ এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষা মূলক পোস্ট। লেভেল চতুর্থ এর প্রফেসরদের কাছ থেকে শিখে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখেছি ঠিক সেই মতাবেক চেষ্টা করব লেভেল চতুর্থ এর এর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার। চলুন তাহলে এবার শুরু করা যাক।

1000000628.jpg

লেভেল ৪ এর প্রশ্নপত্রের উত্তরসমূহ নিম্নে বর্ণিত করা হলো:

১। প্রশ্নঃ p2p কি?

উত্তরঃ p2p er পূর্ন রুপ হচ্ছে person to person। অর্থাৎ p2p হচ্ছে একজন স্টিম ইউজারের ওয়ালেট থেকে অন্য স্টিম ইউজারের একাউন্টে স্টিম, এসবিডি এবং TRX পাঠানো কে বোঝায়।

২। প্রশ্নঃ p2p এর মাধ্যমে আপনার স্টিমিট একাউন্ট হতে @level4test একাউন্টে এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ
প্রথমে এক্টিভ কী দিয়ে৷ লগিন করে ওয়ালেটে যাবো।
স্টিম এ ডলার এর পাশে থাকা ড্রপডাউন আইকনটিতে ক্লিক ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করবো।
to তে আইডি তে পাঠাতে চাই সেই আইডি অর্থাৎ
@level4test বসাবো।
amount এর ঘরে যত sbd পাঠাতে চাই সেটা বসাবো অর্থাৎ 0.001 বসাবো।
Memo এর ঘরে যে কারনে এসবিডি পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করবো। আমার ক্ষেত্রে - test for level 4 exam।
(যেহেতু আমার একাউন্টে SBD নেই insufficient funds লেখা দেখাচ্ছে এবং নেক্সট বাটন এর একশন আমার জন্য প্রযোজ্য হবে না।)
এরপরে next বাটনে ক্লিক করে রিভিউ করে নিবো যে সব কিছু ঠিক আছে কিনা।
সব কিছু ঠিক থাকলে ok বাটনে ক্লিক করে active key দিয়ে sign In করে sbd সেন্ড করবো।

স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
1000000593.jpg1000000570.jpg

৩। প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ
প্রথমে এক্টিভ কী দিয়ে৷ লগিন করে ওয়ালেটে যাবো।
লিকুইড স্টিম এ ডলার এর পাশে থাকা ড্রপডাউন আইকনটিতে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করবো।
to তে আইডি তে পাঠাতে চাই সেই আইডি অর্থাৎ
@level4test বসাবো।
amount এর ঘরে যত স্টিম পাঠাতে চাই সেটা বসাবো অর্থাৎ 0.001 বসাবো।
Memo এর ঘরে যে কারনে steem পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করবো। আমার ক্ষেত্রে - test for level 4 exam।
এরপরে next বাটনে ক্লিক করে দেখে নিবো যে সব কিছু ঠিক আছে কিনা।
সব কিছু ঠিক থাকলে ok বাটনে ক্লিক করে active key দিয়ে sign In করে steem সেন্ড করবো।

স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
1000000572.jpg1000000577.jpg1000000577.jpg1000000581.jpg

৪। প্রশ্নঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ
এক্টিভ কী দিয়ে লগইন করে ওয়ালেটে যাবো এরপর আমার প্রোফাইল পিকচার এর পাশে থাকা তিনটি বার যুক্ত আইকনটিতে ক্লিক করবো।
একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে currency market এ ক্লিক করবো।
এরপর Buy Steem এ থাকা price এর ঘরে অর্ডার বুক এ থাকা যে কোনো একটা price বসাবো।
অ্যামাউন্টের ঘরে 0.005SBD বসাতে হবে। এরপর bye steem বাটনটিতে ক্লিক করতে হবে
এবং পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করে কনফার্ম করবো এরপর একটিভ কি দিয়ে সাইন ইন করে SBD থেকে steem এ কনভার্ট সম্পন্ন করতে হবে।

স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
1000000600.jpg1000000601.jpg1000000603.jpg1000000604.jpg

৫। প্রশ্নঃ Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তরঃ
প্রথমে একটি ব্রাউজারে poloniex.com লিখে সার্চ করবো।
এরপর signup বাটনে ক্লিক করবো। সামনে নতুন একাউন্ট খোলার ফর্ম চলে আসবে।
Email এ ই-মেইল আইডি দেবো। আমি এখানে [email protected] দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে ৮ ক্যারেক্টর এর ওপর স্ট্রং পাসওয়ার্ড দিবো।
এবারে ক্যাপচা মিলাতে হবে
এবারে আমার ইমেল একাউন্টে একটি কোড যাবে সেটি কপি করে এনে ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে activate account এ ক্লিক করলে একাউন্ট খোলা হয়ে যাবে।

স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
1000000380.jpg1000000381.jpg1000000617.jpg1000000384.jpg1000000385.jpg

৬। প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃ
প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
এরপর ওয়ালেটে ক্লিক করে deposit/buy বাটনে ক্লিক করবো
এখানে একটি লিস্ট ওপেন হবে সেখানে Deposit লেখাতে ক্লিক করবো।
এখন একটি সার্চ বক্স দেখতে পাবো সেখানে স্টিম লিখে সার্চ করবো। এবং নিচে স্টিম লেখাতে ক্লিক করবো।
এবার নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করবো।
এরপর qr code সহকারে এড্রেস এবং মেমো দেখতে পাবো। এড্রেস এবং মেমোটি কপি করে রাখবো।
এবারে আমি আমার স্টিমিট এ লগইন করে ওয়ালেটে যাবো।
এখামে আমার লিকুইড স্টিমের একাউন্ট এর পাশে ড্রপডাউনে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে।
সেখানে ট্রান্সফার লেখাতে ক্লিক করবো।
এখন একটি ফর্ম ওপেন হবে। ওপেন হওয়া ফর্মটিতে To তে কপি করা poloniex এর address টি বসাবো।
এবং এমাউন্টে আমি যত স্টিম ট্রান্সফার করতে চাচ্ছি সেটি বসাবো। যেমন আমি 1 স্টিম ট্রান্সফার করতে চাচ্ছি। সুতরাং 1 বসাবো। আর মেমোতে poloniex থেকে কপি করা মেমোটি বসিয়ে দেবো এবং next এ ক্লিক করবো।
এবারে ফর্মটি রিভিউ করে ok এ ক্লিক করি।
এবারে আমার স্টিম একাউন্টের প্রাইভেট কী দিয়ে sign in করে ট্রান্সফারটি সম্পন্ন করবো।

স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
1000000402.jpg1000000403.jpg1000000404.jpg1000000405.jpg1000000618.jpg1000000407.jpg1000000408.jpg1000000621.jpg1000000620.jpg

৭। প্রশ্নঃ Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ
poloniex এর steem কে USD তে কনভার্ট:

প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
এরপর ওয়ালেটে যাব এবং spot এ ক্লিক করবো। এরপর সার্চ বক্সে steem লিখে সার্চ করবো। এরপর নিচে লেখা steem এ ক্লিক করব। এরপর go to trade option এ লেখা steem/usdt তে ক্লিক করবো।
এরপর sell বাটনে ক্লিক করবো এবং অর্ডার বুক থেকে প্রাইস সিলেক্ট করে প্রাইসের ঘরে বসাবো এবং এমাউন্ট এর ঘরে কত স্টিম কনভার্ট করতে চাচ্ছি সেটি বসাবো। এরপর sell steem বাটনে ক্লিক করে স্টিম থেকে USDT কনভার্ট সম্পন্ন করবো।

স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
1000000403.jpg1000000622.jpg1000000623.jpg1000000418.jpg

TRX কে USDT তে কনভার্ট:

প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
এরপর ওয়ালেটে যাব এবং এরপর spot এ ক্লিক করবো। এরপর সার্চ বক্সে TRX লিখে সার্চ করবো। এরপর নিচে লেখা TRX তে ক্লিক করবো। এরপর go to trade option এ লেখা trx/usdt তে ক্লিক করবো।
এরপর sell বাটনে ক্লিক করবো এবং অর্ডার বুক থেকে প্রাইস সিলেক্ট করে প্রাইসের ঘরে বসাবো এবং এমাউন্ট এর ঘরে কত TRX কনভার্ট করতে চাচ্ছি সেটি বসাবো। এরপর sell TRX বাটনে ক্লিক করে TRX থেকে USDT কনভার্ট সম্পন্ন করবো।

স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
1000000403.jpg1000000419.jpg1000000420.jpg1000000422.jpg

পরিশেষে বলতে চাই, লেভেল চতুর্থ এর লেকচার শীট পড়ে এবং ক্লাস করার মধ্য দিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছিলাম, ঠিক সে আকারে লেভেল চতুর্থ এর পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে তা জানিয়ে দিবেন। আমি আমার মত সংশোধন করে নিব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেক লেভেল খুব ভালোভাবে ক্লাস করার মধ্য দিয়ে এবং লেকচার শীট পড়ার মধ্য দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারি।

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceTecno spark 20c
Camera50 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

InShot_20240819_114902993.jpg

আমার নাম মোঃ গোলাম রব্বানী।আমি একজন বাংলাদেশী। আমি আমার মাতৃভাষা বাংলাতেই কথা বলতে ভালোবাসি।আমি একজন ছাত্র।আমি লালমনিরহাট সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মিয়াপাড়া নামক গ্রামে।আমি ফটোগ্রাফী এবং ভ্রমণ করতে বেশি ভালোবাসি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  2 months ago 

@tipu curate

  ·  2 months ago (edited)Reveal Comment