আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি সুন্দরবন ভ্রমণ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ বন। এই বন বাংলাদেশ এবং ভারতের মাঝে দক্ষিনে বঙ্গোপসাগরের উপরে অবস্থিত। সুন্দরবন দেখতে ভয়ঙ্কর রকম সুন্দর। এই বনে অনেক পশুপাখির সমারোহ। এই বনে বাঘ ,হরিণ, শিয়াল, বানর ,নীল গাভি এবং নদীতে কুমির, ডলফিন মাছ, নানা প্রজাতির পশু পাখি এই বনে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয় নাম না জানা নানা প্রকার গাছ গাছালি দিয়ে ভরপুর এই বন।
আমি কয়েক মাস আগে এই সুন্দরবন দেখতে গিয়েছিলাম। আমি যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা বন্দরের দক্ষিণে অবস্থিত। জায়গাটির নাম হচ্ছে করমজল।
আমার দুলাভাই নৌবাহিনীতে জব করেন। বর্তমানে মংলা বন্দরে থাকেন। আমি আপুর বাসায় ঘোরার জন্য রংপুর থেকে বাসে করে সর্বপ্রথম মংলা বন্দরে যাই। এরপর ওখান থেকে আপুর বাসায়। কয়েকদিন ওখানে থাকার পর ফ্যামিলি সহ সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে বের হই।
প্রথমে আমরা ঘাটে এসে একটি নৌকা ঠিক করি যাওয়ার জন্য। এরপর দীর্ঘ এক ঘন্টা রুপসা নদী অতিক্রম করে আমরা করমজলে পৌছাই। করমজল একটি পিকনিক স্পট। এখানে প্রতিবছর দূরদূরান্ত থেকে লোকজন ঘোরার জন্য আসেন। জায়গাটি দেখতে অনেক সুন্দর।
সুন্দরবনের ভিতরে কয়েক কিলোমিটার ধরে একটি শরূ ব্রিজ নির্মাণ করা হয়েছে ঘোরার জন্য। এই ব্রিজ ব্যতীত বনের ভেতর ঘোরা নিষেধ। কারণ এই বনে অনেক হিংস্র প্রাণী রয়েছে এজন্য সাবধানে ঘোরাফেরা করা লাগে।
করমজলে আমরা অনেক প্রাণী দেখতে পাই। যেমন: হরিণ, কুমির ,দাউক পাখি, বানর, লাল কাঁকড়া এবং যাওয়ার পথে নদীতে আমরা ডলফিন মাছ দেখতে পেয়েছিলাম। এই সুন্দর বনেই রয়েল বেঙ্গল টাইগারের বসবাস। তবে আমরা বাঘ মামার কোন দেখা পাইনি। তবে সুন্দর বনে প্রচুর পরিমাণে বানর দেখতে পেয়েছিলাম। জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Device | Tecno spark 20C |
---- | ---- |
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
সুন্দরবন ভ্রমণের সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার এই পোস্ট দেখে বেশ ভালো লেগেছে আমার। বেশ চমৎকারভাবে সুন্দরবন পার্ক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সাতক্ষীরা শ্যামনগর থেকে দেখার সুযোগ পেয়েছিলাম একবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit