নার্সারিতে বেড়াতে গিয়ে অভিজ্ঞতা ও আলোকচিত্র ||প্রথম পর্ব|| @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago  (edited)


আমার বাংলা ব্লগ



সবাইকে স্বাগতম"
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম"🥀




নমস্কার-আদাব

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্য ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদ বেশ ভালোই আছি ৷ আজকেও প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই মর্মে শুরু করছি আমার আজকের নার্সারিতে কাটানো প্রথম পর্ব৷


Picsart_22-09-10_19-54-34-652.jpg

আসলে বর্তমানে সময় যত দিন যাচ্ছে সময়ের তালে তালে যেন সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে৷ জানিনা সামনে আরো কত কিছু আমরা দেখতে পাবো৷ যেখানে বেশ কয়েকদিন আগেই সাপ্তাহিক ছুটি ছিল একদিন৷ সেখানে আজ বর্তমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে সাপ্তাহিক ছুটি দুই দিন৷এখন অফিস আদালত স্কুল কলেজ সবকিছু সময় সূচি পাল্টে দিয়েছে ৷তবে জানি না এসবের পড়ালেখা কিংবা ব্যাংক অফিসের কাজকর্ম কতটুকু পাল্টে গেছে সেটা নিয়ে সন্দেহজনক৷ যাই হোক এবার আসি আসল কথায়৷

শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং কী আগের চেয়ে একটু অলসতা তাও বেড়ে গেছে ৷এখন মনে হচ্ছে দুইদিন বিন্দাস লাইফ কাটাবো৷ তবে জানিনা আপনারা কে কি করছেন তবে আমার কাছে এই দুইদিন সাপ্তাহিক বিষয়টা অদ্ভুত হলেও বেশ ভালই লাগছে৷
সকালে একটু দেরিতে ওঠা এরপর ফ্রেস হওয়া নাস্তা করতে করতে বেলা দশটা নাস্তা করার পর পরে আবার Discord একাউন্টে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠা ৷ কিভাবে যে সময় হয়ে গেল সত্যি নিজেও বলতে পারলাম না৷ আর এরপর বিকেল বেলা ভাবলাম একটু ঘুরাঘুরি করি৷ তাই দেরি না করে ঠিকঠাক সময় বেরিয়ে পড়লাম বাড়ির পাশে কিছু দূরে একটি নার্সারিতে৷ আর প্রায় সময় পেলেই বেড়াতে যাই সেই প্রিয় নার্সারিতে যেখানে নানা ধরনের ফুল নানা ধরনের গাছ দেখে অনেকটা মুগ্ধতা লাগে আর সব মিলে পরিবেশটাও বেশ চমৎকার লাগে৲ এই জন্যই তো হয়তো মানুষ বলে থাকে গাছ আমাদের পরম বন্ধু আর তাই গাছ লাগান পরিবেশ বাঁচান৷ তাহলে চলুন বন্ধ কর দেখে আসা যাক নার্সারিতে কি আমার করা কিছু আলোকচিত্র৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPofYUtFN5SFMjH9ZnWz3NLs5AetuH8HxR7W56EwE8AGmZW1ynnHW562xhdtUL...bPS2yECH2xwRLXjygLUKqACirZSMPTz28743EcpoAMSSmWYSMHvkxKuS1xsfqCdmcBcrSttQerrR5TWvCB5pKb28z8reHguEP7tS6cbY6zGjuyNWj3Qhi2S734.png

আলোকচিত্র

IMG20220907181027_01.jpg

IMG20220907181136_01.jpg

IMG20220907181115_01.jpg

IMG20220907181150_01.jpg

নার্সারী টি প্রায় দুই থেকে তিন বিঘা মাটি জুড়ে অবস্থিত বেশ বড় একটি নার্সারী ৷ নানা ধরনের নানা রঙ্গের বর্ণের ফুল নানা প্রজাতির গাছ ৷ সব মিলে নার্সিরার চারদিকে একটি মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে৷ ফুল তো হাজারো রয়েছে কিন্তু সব ফুলের নাম আমি জানিনা তবে প্রতিদিন ফুলের আলোচিত্র ও ছবি করার চেষ্টা করেছি৷
উপরে যে চারটি ছবি দেখতে পারছেন তার মধ্যে দুটি ফুল একটি হলুদ রঙের ও আরেকটি রং আমি ঠিক চিনি না তবে দুটি ফুল দেখতে বেশ চমৎকার ছিল আর তার সাথে এক পাশে ছিল বড় একটি আমের বাগান যেখানে নানা প্রজাতির আম গাছ লাগিয়েছে আর আরেকটি ফটো দেখতে পাচ্ছেন পাতাবাহারি গাছ৷

Picsart_22-09-10_19-56-12-346.jpg

IMG20220907181437_01.jpg

IMG20220907181447_01.jpg

IMG20220907181632_01.jpg

IMG20220907181637_01.jpg

IMG20220907181838_01.jpg

IMG20220907181824_01.jpg
সত্যি নার্সারির চারদিকের পরিবেশ আসলেই অনেক সুন্দর এবং সবচেয়ে একটা আনন্দের বিষয় ৷ছবি তুলব যে সেটা বুঝতে পারছি না ধাপে ধাপে প্রতিটি চারাগাছ যেন লাগিয়ে রেখেছে৷ কোনটি রেখে কোনটির ছবি তুলব সেটা নিয়েই বড় মুশকিল ঝামেলায় পড়ে গেলাম ৷

উপরের যে ছয়টি ফটোগ্রাফি দেখতে পারছেন তার মধ্যে তিনটি হলো ফুলের ফটোগ্রাফি আর বাকি তিনটির প্রথম ছবি টি দেখুন একটি ঘরে অনেকগুলো চারা গাছ রোপন করে রেখেছে৷ আর তার মধ্যে আরেকটি আরেকটি ছবি দেখুন কচুর পাতার মতো দেখতে কিন্তু আসলে সেটা কি কচুর পাতা কিনা আমি জানি না৷ আর বাকি তিনটি ফুলের ফটো গভীর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে দ্বিতীয় ফুলের ছবিটি নীল রঙের দেখতে বেশ চমৎকার ছিল৷

যাই হোক বন্ধুরা আজকের মতো আমার নার্সারিতে বেড়াতে গিয়ে প্রথম পর্বের ব্লগ এতটুকুই ৷আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷ এমনকি দ্বিতীয় পর্ব দেখার অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে ৷আজকের মত আমার ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷

আর হ্যাঁ সবাই আশা করছি পোষ্টটি মন্তব্য করে জানাবেন কি রকম লেগেছে ৷তবেই দ্বিতীয় পর্বের জন্য খুবই উৎসাহিত হবো বলে আমি মনে করি ৷৷

ভুল ত্রুটি মার্জনীয়

@gopiray

কমিউনিটি আমার বাংলা ব্লগ
----
ফটোগ্রাফার@gopiray
লোকেশনhttps://w3w.co/

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW13LY1zYRDByKGKKzJeJ1G4osfixFMyXTSDQcXCAX6y1byZBQkhLBJc2MZ1xVhq6gWGvTrpL4KajjqYfT7La6WUgFNy85FZSLnnUzW7tSt2U59iWLm7jx2CV7qhZu7VEeUDyN9hgygTXcJJdNF3XWvowxMfo9G (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের জীবনে সত্যি অনেক পরিবর্তন হচ্ছে। সময় যত বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে। নার্সারিটি যেহেতু বেশ বড় তাই আপনি অবশ্যই অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বুঝতে পারছি। আর ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। মাঝে মাঝে যদি এরকম জায়গায় ঘুরতে যাওয়া হয় তাহলে খুবই ভালো লাগে।

হুম আপু অনেক সুন্দর সময় কাটিয়েছি ৲খুব তারাতারি দ্বিতীয় পর্ব শেয়ার করবো

দুই-তিন বিঘা জমির উপর নার্সারি তাহলে তো খুব বেশি বড় না। এটুকু জায়গার ভিতর অনেক গাছপালা দেখলাম। তবে প্রত্যেকটা গাছই বলতে গেলে আমার চেনা আপনি যে ফটোগ্রাফি গুলো দিয়েছেন তার ভিতরে। খুব ভালো লাগলো আপনার আজকের পর্বটি।

আপনার প্রত্যেকটি গাছ চেনা শুনে ভালো লাগলো