ফটোগ্রাফি 📸 ৷৷ বিকেল বেলা ঘোরাঘুরি

in hive-129948 •  9 months ago 

আজ ২৯, ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20240228112100_01.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ ।

প্রিয় ,বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।আসলে ব্লগ লিখাটা যেন অনেকটা নেশা পেশা দুটোই হয়ে দাঁড়িয়েছে। আমার ব্যক্তিগত জীবনে তাই তো জীবনের আরেকটা অংশ জুড়েই বা জীবনের সাথে জড়িয়ে আছে এই আমার বাংলা ব্লগ কমিউনিটি ।যেখানে প্রতিনিয়তই শত ব্যস্ততার মাঝেও সময় নিয়ে পরিবারের সাথে থাকার চেষ্টা।সেই সাথে এই পরিবারের সাথে যেন প্রতিনিয়তই থাকতে পারি এমনটাই আশা প্রত্যাশা প্রতিনিয়তই ব্যক্ত করে থাকি।

যাহোক আমার বাংলা ব্লগ মানে ভিন্ন ধর্মী কিছু আয়োজন । যেখানে প্রতিনিয়তই ভিন্ন ধর্মী কিছু ব্লগ উপস্থাপন করার চেষ্টা করে থাকি। সে ধাড়ায় আজকের এই সপ্তাহে গ্রাম বাংলার কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। প্রতি সপ্তায় একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করে থাকি। তাই তো এই সপ্তাহে ও আপনাদের মাঝে গ্রাম বাংলার কিছু আলোকচিত্র দৃশ্যপথ তুলে ধরবো। আপনারা হয়তোবা সবাই জীবন জীবিকার তাগিতে কিংবা এই কমিউনিটির প্রায় সবাই শহরে থাকে । তবে ছোটবেলা কিংবা শৈশব জীবন সবাই কমবেশি গ্রামাঞ্চলে কাটিয়েছে। তাই হয়তো গ্রামের এসব দৃশ্যপট বা আলোকচিত্র গুলো অবশ্যই ভালো লাগবে।

আর আমি নিজেও সেই ছোট থেকে শৈশব কৈশোর বর্তমান পর্যন্ত গ্রামী বসবাসরত । তাই তো প্রতিনিয়ত গ্রাম বাংলার রূপ বৈচিত্র প্রকৃতির সৌন্দর্য সবকিছুই আমাকে প্রানবন্তর করে । মা হোক কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি ।


IMG20240228112231.jpg

IMG20240228112132_01.jpg

সেচ পাম্প
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


বর্তমানে সময়ে গ্রামের কৃষক প্রতিনিয়তই ব্যস্ত সময় অতিবাহিত করছে। ইতিমধ্যেই ধান চারা রোপণ করেছে এবং কি সেই ধান চারা যত্ন রক্ষণাবেক্ষণ। সেই সাথে সেচ প্রয়োগ সবমিলিয়েই অনেক ব্যস্ত সময় অতিবাহিত করেছে । ছবিতে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেচ পাম্প অর্থাৎ যার মাধ্যমে সেচ দেয়া জমিতে । বিকেল বেলা ঘোরাঘুরি করার মুহূর্তেই ফটোগ্রাফি।

IMG_20240312_190520.jpg

IMG_20240312_190629.jpg

IMG_20240312_190556.jpg

জংলী ভাটি ফুল
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


জংলি ফুলের ফটোগ্রাফি । বলতে গেলে বর্তমান সময়ে গ্রামের যেখানে সেখানে কিংবা গ্রামীণ মেঠো পথ বা রাস্তার ধারে এসব জংলি ফুলের সমাহার ফুটেছে । অর্থাৎ বসন্তের এই রঙ্গিন আবহে চারদিকে নানা রঙ্গের ফুল ফুটেছে । তবে এই ফুলকে ভাটি ফুল বলে। তবে জংলি ফুল হলেও রাস্তার ধারে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে বেশ ভালই লাগে ।

IMG20240304175426.jpg

IMG20240304175400_01.jpg

সূর্যমুখী ফুল
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। বসন্তের এই সময়ে অনেক কৃষক রয়েছে যারা এই সূর্যমুখী ফুলের চাষ করে । আর ফুলের চাষ একসাথে অনেক জমি জুড়ে করলে একটা নান্দনিক পরিবেশের সৃষ্টি হয় । যেখানে বিভিন্ন পাখির আনাগোনা মৌমাছির আনাগোনা সবমিলিয়ে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে থাকে। তো বিকেল বেলা ঘোরাঘুরি করার মুহূর্তেই আমাদের গ্রামেরই এক কৃষক যিনি প্রায় এক বিঘা জমি এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন । বেশ অনেক ফুল যে ফুলগুলো বর্তমান এ পরিবেশের সাথে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টিকারক । সবমিলিয়ে সেখান থেকে দুটি ফুলের ফটোগ্রাফি ।

IMG20230908181001_01.jpg

IMG20230917175952_01.jpg

করতোয়া নদী
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


এরপর চলে এলাম করতোয়া নদী। বিকেলবেলা মাঝেমধ্যেই মন খারাপ হলেই এই করতোয়া নদীর পারে এসে একটা সুন্দর সময় অতিবাহিত করি । মন খারাপের সময় এই নদীতে এলেই আমার মনটা অনেকটা হালকা এবং ভালো লাগে । তাই তো মাঝেমধ্যেই নদীর তীরে এসে নিজের মনের আবেগ কিছু কথা যা মনের সংগোপনে এই নদীর সাথে কথোপকথন করে থাকি। যেমন নদী তার সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায় । ঠিক তেমনি জীবনের ভালো-মন্দ সুখ-দুঃখ সবগুলোকেই মাঝে মধ্যে এই নদীর মতো স্রোতে ভেসে দিতে ইচ্ছে করে । কারণ দিনশেষে জীবন কিন্তু বাঁচাতে হবে তাই জীবন কে মাঝেমধ্যে নদীর মত ভাসিয়ে দিতে ইচ্ছে করে । যা হোক তো বিকেল বেলা ঘোরাঘুরি করার মুহূর্তেই এই দুটি ছবি ক্যাপচার করেছি। যেখানে এ দুটি নৌকো বাধা এবং কি আরেকটি আকাশের সাথে নদীর ফটোগ্রাফি।



তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।

এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷


বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো সব সময় আপনাকে আকৃষ্ট করবে। প্রকৃতির আনুষঙ্গিক কিছু প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য নিয়ে আজকের ফটোগ্রাফি গুলো সাজিয়েছেন। সহজ কথায় বলতে গেলে দাদা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। ফটোগ্রাফি করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আহা ভাই শান্তি পেলাম আপনার মন্তব্য পেয়ে ৷ এক কোথায় দারুন বলেছেন ৷ গ্রামের দৃশ্যপট গুলো মন কে আকৃষ্ট করে ৷

Posted using SteemPro Mobile

বিকেলবেলা গ্রামীণ অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির মধ্যে কিছু মুহূর্ত উপভোগ করেছেন। আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখলেই যেন মন ভালো হয়ে যায়। কি অপরূপ সৌন্দর্যময় গ্রামীণ এই প্রকৃতির দৃশ্য। আপনার ফটোগ্রাফি গুলো দেখে গ্রামে যেতে খুবই ইচ্ছা করছে।

Posted using SteemPro Mobile

হ্যা ভাই ঠিক বলেছেন গ্রামের দৃশ্যপট গুলো দেখলে মন ভরে যায় ৷ অসংখ্য ধন্যবাদ ভাই যে এতো চমৎকার করে মতামত তুলে ধরার জন্য ৷

Posted using SteemPro Mobile

এমন প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনি দারুণ মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

যাগ অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ৷ তবে চেষ্টা করেছি গ্রাম বাংলার রুপ সৌন্দর্য কে তুলে ধরার জন্য ৷

Posted using SteemPro Mobile

অপরূপ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে কৃষি খেতে পানি দেওয়ার এই গ্রাম বাংলার দৃশ্য আমাদের সাথে অনেক জড়িয়ে রয়েছে। আমরা ছোটবেলা মাঠে যেতাম এবং এখানে গোসল করতাম। আর সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে তো আমি একদম মুক্ত হয়ে গেছি।

হুমমম ঠিক ছোট বেলা স্নান করা গোসল করার মুহুর্ত গুলো এখনো মনে পরে ৷ ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য তুলে ধরেছেন ৷

Posted using SteemPro Mobile

গ্রাম বাংলার প্রকৃতি থেকে ধারণ করা দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখলে আসলেই মন ভরে যায়। সেচ পাম্প দিয়ে পানি দেবার মুহূর্তটা আসলেই অনেক সুন্দর এখানে গোসল করতে অনেক ভালো লাগে।

জি ভাই গ্রাম বাংলার রুপ সৌন্দর্য মানেই মনোমুগ্ধকর পরিবেশ৷ অনেক ধন্যবাদ বেশ গুছিয়ে মতামত দেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

সত্যি বলতে যারা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে তাদের কাছে গ্রামটা যেন এক ভালবাসার নাম। গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হই যদিও এখন খুব একটা বেশি গ্রামে থাকা হয় না তবে গ্রামকে খুব মিস করি। দারুন একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

একদম যথার্থ বলেছেন যারা ছোট বেলা থেকে গ্রামে বেড়ে উঠেছে ৷ একমাত্র তারাই এই গ্রামের ভালোবাসার প্রতীক ৷ যা হোক আর এই জন্য ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি ৷ যারা এখন গ্রাম ছেড়ে শহরে বসবাস করে ৷

Posted using SteemPro Mobile

করতোয়া নদীর পাড়ের সৌন্দর্য দেখে সত্যিই ভালো লাগলো ভাইয়া। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। মন খারাপ থাকলে এই জায়গা গুলোতে গেলে মন ভালো হয়ে যাবে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

হ্যা আপু জানি না কেনো যেনো মন খারাপ হলে নদীর পারে যাই ৷ আর কিছুক্ষণ থাকার পর হালকা লাগে অনেকটা ৷ যা হোক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

Posted using SteemPro Mobile

আপনি আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেগুলো আমি যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। গ্রামের এরকম সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে সবার কাছেই খুব ভালো লাগে। আমি তো খুবই ভালোবাসি। পানি পড়ার দৃশ্যটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আর সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি এবং বন্য ফুলটার ফটোগ্রাফিও দারুন ছিল। আর করতোয়া নদীর ফটোগ্রাফি দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম।

আপু গ্রাম বাংলার রুপ সৌন্দর্য কে তুলে ধরার জন্যই ফটোগ্রাফি গুলো করেছিলাম ৷ তবে আপনাদের মতামত পেয়ে ধন্য ৷ আসলে গ্রামের দৃশ্যপট গুলো দেখলে মন ভরে যায় এমনিতেই ৷
ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন ৷

Posted using SteemPro Mobile

আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের চমৎকার ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনি বিকাল বেলা ঘুরাঘুরি করে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে বন্য ফুলের ফটোগ্রাফি ও সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এবং নদীর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সব মিলিয়ে খুব মনোমুগ্ধকর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আসলে মাঝে মধ্যে বিকেল বেলা প্রকৃতির সানিধ্য পেতে বেশ ভালোই লাগে ৷ আর তাই বিকেল বেলা ঘোরাঘুরি সেই সাথে ফটোগ্রাফি ৷ অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করি ৷

Posted using SteemPro Mobile

বিকেল বেলায় ঘোরাঘুরি করার পাশাপাশি আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের। যেগুলো এত সুন্দর হয়েছে যে, যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম এমন কি ততই ভালো লাগছিল। জমিনের মাঝখানে জমিনের মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই দৃশ্যটা কিন্তু একেবারেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতই ছিল। এরকম দৃশ্য আমাদের এদিকে একেবারেই দেখা যায় না। অন্য সব দৃশ্য যেমন করতোয়া নদীর দৃশ্য খুবই ভালো লেগেছে।

ভাই গ্রাম বাংলার দৃশ্য এমনি বিশেষ করে বর্তমান সময়ে চারদিকে সবুজ প্রকৃতির রুপ সৌন্দর্য ৷যা দেখলে মনের ভিতরে এক অন্য আনন্দ সৃষ্টি করে ৷
অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

Posted using SteemPro Mobile