ফোন কিনে দিতেই হবে!! @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago 

নমস্কার,

হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

Picsart_22-11-22_21-16-22-344.jpg

সময় এখন অনেক আধুনিকতর বলতে গেলে এখন হাতের মুঠোয় এমন একটি যন্ত্র আমরা ব্যবহার করি ৷ যেটার মাধ্যমে সারা বিশ্বকে হাতের মুঠো করে ফেলেছি৷ বর্তমান সময়ে প্রতিনিয়ত প্রতিমুহূর্তে চলছে এই আধুনিকতার ছোঁয়াতেই৷ যেটা হলো মোবাইল ফোন এছাডা আরো অন্যান্য ডিভাইসিং রয়েছে যেগুলোর মাধ্যমে বর্তমান সময়টাতে বিশ্বকে হাতের মধ্যে করে এনে দিয়েছে ৷ তবে সচরাচর যেটা আমরা ব্যবহার করছি সেটা মোবাইল ফোন মাধ্যম ৷ বর্তমান সময়টাতে শহরে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা কিংবা আরো কোন বস্তি এলাকা হোক না কেন প্রতি জায়গাতেই ৷ এখন মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করছে ৷

আর সবচেয়ে বড় গণমাধ্যম হলো ফেসবুক ৷ ভাবা যায় এখন এমন কোন ব্যক্তি নেই যার হাতে স্মার্টফোন বা ফোন রয়েছে যে অথচ ফেসবুক আইডি নেই ৷ এমন ব্যক্তি হয়তোবা খুঁজে পাওয়াই যাবে না৷

তবে একটা পর্যায়ে চিন্তা করলে যে সময়টাতে ছোট্ট একটি বাটন ফোন ছিল ৷ তাও আবার ছিল নোকিয়া মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যমটাই ছিল৷ তাও আবার ছিল গুটি কয়েকজন মানুষের হাতে৷ বলতে গেলে কোন এলাকার যদি কোন গণ্যমান্য ব্যক্তিগণ হয়ে থাকে৷ তাহলে তার হাতেই সেই ছোট্ট নকিয়া ফোনটি ছিল৷ এছাড়া ব্যতীত কারো হাতে ফোন ছিল না৷ তবে বর্তমানে কালেক্রমে সবকিছুই যেন চোখে ধুলিসা দিয়ে এখন বর্তমান প্রজন্মের কাছে এনে দিয়েছে এক সাধারণ যন্ত্রের নাম হলো মোবাইল ফোন৷ আমার তো মনে হয় এখন সেই ছোট্ট কচি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ৷ হাতে হাতে মোবাইল ফোন রয়েছে আবার ইদানিং এই ডিজিটাল যুগের এমন হয়ে গেছে সবার হাতে হাতে বড় বড় স্মার্ট ফোন ভাবা যায় ৷

যদি আমি আমার কথায় বলি এসএসসি পাস করার পর প্রথম মোবাইল ফোন কেনা ৷ তাও আবার ছোট্ট একটি বাটন ফোন যদিও তার মধ্যে ভিডিও ছবি গান শোনা যেতো ৷ আর এরপরেই সামান্য কিছু টাকা জমিয়ে একটি টাচ স্মার্ট ফোন হাতে পাওয়া ৷
কিন্তু বর্তমান সময়টাতে প্রাইমারি লেবেল শেষ হতে না হতেই হাতে ইয়া বড় বড় ফোন ভাবা যায় ৷ আসলে এই দেশকে অনেক যে উন্নত এবং ডিজিটাল হয়েছে৷ তার বাস্তবে প্রমাণ৷ তবে এই ডিজিটাল উন্নত এটা শুধু বর্তমান সময়টাতেই নষ্ট করা হচ্ছে ৷বলে আমি মনে করি কারণ যে সময়টাতে যে জিনিসের প্রয়োজন ৷ তার আগেই আমরা সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি৷

IMG20221121180844_01.jpg
লোকেশন

নাম ধনঞ্জয় রায় এবার অষ্টম শ্রেণীতে পড়ে৷ যদিও তাদের পাবলিক বোর্ড পরীক্ষা হয়তোবা উঠিয়ে দিয়েছে৷ বিগত প্রায় একমাস যাবত বাহানা ধরেছে তাকে লাগবে বড় স্মার্ট ফোন৷ তার বাবা সামান্য একজন কৃষক বলতে কাজ না করলে দু-মুঠো অন্ন মুখে উঠবে না এমন পরিস্থিতি৷ বর্তমান সময়ে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে না ছেলে মেয়েরা যে বাহানা ধরছে তাতে আসলে কিছু কিছু পরিবারের পক্ষে তা মিটানো সম্ভবপর হয় না ৷ ঠিক যেমনটাই ধনঞ্জয় এর পরিবার৷ খাওয়া-দাওয়া টোটাল বন্ধ ৷ ফোন হাতে না অবধি অন্য মুখে তুলবেনা এমন কথা বলে দিয়েছে৷ এমন কি না হলে বাড়ি হতে চলে যাবে ৷

বাবা তো কি আর করবে ছেলের আবদার পূরন করতে ৷ বাড়ির পোশা গুরুকে ব্রিক্রি করে তবুও ছেলের আবদার পূরন করলেন ৷ আসলে এখনো থেকে যে কথা গুলো বললাম সেটাই সত্যি ৷ আমার বাড়ির পাশের বাড়িতে এ ঘটনা ৷ বিকেল শেষে হঠাৎ করে তার বাবা বললো আমাকে যে গন্জে গিয়ে ধনঞ্জয় কে ফোন কিনে দিতে ৷ আমি বললাম যে আগে এসএসি পরীক্ষা দেওয়ার পর কিনে দেন ৷ এরপর শুনলাম বড় লম্বা বড় কথা৷ কি করার যেহেতু বাহানা ধরছে দিতে হবে ৷

IMG_20221121_180823_698.jpg

IMG_20221121_180559_820.jpg

Picsart_22-11-22_21-17-17-464.jpg

IMG_20221122_093750_531.jpg
লোকেশন

আর এর পরেই সন্ধা নাগাত বেড়িয়ে পরলাম ফোন কেনার উদ্যেশে৷ এবং ফিরতে ফিরতে রাত হয়ে গেলো ৷ তাই পোষ্ট টি লিখতে আজ অনেক দেরি করলাম ৷ আর কেনাকাট বিষয়ে আরকেটা ব্লগ লিখবো ৷
আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
----
ডিভাইসrealme 12

@gopiray

🙏 সবাইকে ধন্যবাদ🙏


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাই ফোন এখন শৈশব ও যৌবনকে ধ্বংস করছে। মাঠ পরে থাকে মাঠের মতো এখন খেলার কাউকে মেলেনা। সবাই ফোন নিয়ে ব্যস্ত। ফলে ছেলে মেয়েদের চরিত্র গঠন হচ্ছে না। সব কিছু এখন বন্ধ। মানুষ মুঠো ফোনে আবদ্ধ।

একদম সঠিক কথা গুলোই বলেছেন দাদা ৷ এখন মুঠো ফোনে সবাই আবদ্ধ ৷

আমাদের সকলের জন্যই ফোন এখন বাধ্যতামূলক হয়ে গেছে । ফোন ছাড়া আমরা কেউ চলতে করতে পারি না। তবে আমি মনে করি ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হওয়া উচিত। এর কারণেই আমাদের যুব সমাজ নষ্টের দিকে ধাবিত হচ্ছে।

জি আন্টি আপনি যথার্থ বলেছেন ৷বর্তমান সময়ে অনেক বেড়ে গেছে যুব সমাজ ধংস৷

আমি ভেবেছিলাম যে আপনি ফোন কিনছেন। পরে পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আপনি ফোন কিনছেন না। এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে স্মার্টফোন ছোট থেকে বড় সবারই প্রয়োজন। কিন্তু ছেলেটি তার বাবার কথা চিন্তা করা দরকার। বাচ্চারা কিছু আবদার করলে বাবা-মা না করতে পারে না। পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

না আপু আমি কিনি নি ৷হুম এখন তো সবার হাতে হাতে বড় বড় ফোন ৷

ভাইয়া বর্তমানে কি বলবো মোবাইলের কারনে যুব সমাজটা ধংস হয়ে যাচ্ছে। গেইমের পিছনে পড়ে ছেলে গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ধনঞ্জয় অষ্টম শ্রেণীও পাশ করে নাই। মোবাইল কিনে দিতে হচ্ছে। আবার বাবার গরু বিক্রয় করে চিন্তা করছেন বিষয় টা। ধন্যবাদ ভাইয়া।

সেটাই তো ভাই ৷ আসলে বর্তমান এমন যুগ আসলো সত্যি বলতে পুরো পাল্টে গেছে ৷