আমার বাংলা ব্লগে
আজ বুধবার ১৬ই ২০২২ ইং
বাংলা ২৯ শে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ
নমস্কার,
এখন বর্তমানে শীতকালের সময়টাতে অনেক আবহাওয়া পরিবর্তন হচ্ছে ৷ আর যার কারণেই এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে গ্রামের মানুষদেরকে ৷ বলতে গেলে সকাল বেলা বেশ ঠান্ডা এবং কি দুপুর থেকে বিকেল পর্যন্ত গরম আবার রাতে দিকে ঠান্ডা এভাবেই অনেকটাই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে মিশে ওঠা তা কষ্টকর হয়ে যাচ্ছে ৷ যদিও এভাবে কয়েকদিন থাকার পরেই সবকিছু আবার ঠিক হয়ে যাবে ৷ তবে এই সময়টাতেই সবার সতর্ক থাকা যায় সবচেয়ে বেশি উত্তম ৷ এবং এই সময় জ্বর সর্দি গলা ব্যথা এসব কিছু প্রবণতা বেশি হয়ে থাকে ৷
বর্তমান সময়টাতে গ্রামের শীতের প্রকোপ পুরোপুরি ভাবে পড়ে গিয়েছে ৷ যদিও এখনো শহরে তেমন একটা কোন প্রভাব পরে নি৷ তবে গ্রামে একদম কনকনে করে ঠান্ডা এবং কি সকালের দৃশ্য কুয়াশা ভরা সকাল নিত্য দিনের এখন সঙ্গী৷ সেই কুয়াশা চাদর ভেদ করে সূর্যের আলোক রশ্নি৷ এবং সকালে উঠেই চাদর গায়ে দিয়ে রোদের ঝলকানিতে বসে থেকে একটু তাপ সঞ্চালন করে নেওয়া৷ বর্তমান সময়ে গ্রামের মানুষের প্রতিদিনের নিয়মমাফিক হয়ে গিয়েছে৷ আর এখন বর্তমান চলতেছে কার্তিক মাস আর কার্তিক মাসের শেষে অগ্রহায়নের শুরুতেই শুরু হয়ে যাবে গ্রাম বাংলার নতুন ধান কাটার মৌসুম৷ যদিও ইতিমধ্যেই গ্রামে ধান কাটার আরম্ভ শুরু হয়ে গিয়েছে। আর এই সময়টাতে গ্রামের মানুষ অনেক ব্যস্ত সময়ের মধ্যেই পার করে৷
একটা গান মনে পড়ে গেলো অগ্রহায়ণের সাত সকালে ভাঙ্গে সবার ঘুম ৷ নবান্নে রইল তোমার নিমন্ত্রণ ৷
এই সময়টাতে গ্রামের মানুষ খুব সকালে ঘুম থেকে উঠেই মাঠে গিয়ে ধান কাটা আরম্ভ শুরু করে৷ এবং কি এই ধান কেটে রোদের মধ্যেই শুকাতে দেয়৷ আর কয়েকদিন পরে ধান আটি বেঁধে আবারো ঘরে নিয়ে আসে৷ এবং কি উঠানে বধুদের ধান মাড়াই এর যত কার্যক্রম কাজকর্ম নিয়ে ব্যস্ত ৷ ঢাকি কুলো দিয়ে ধান পরিষ্কার এবং কি ধান মারাইয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে৷ বাংলার নব বধুরা ৷
আর এই শীতের সময়টাতে অনেক শুষ্কতা অনুভব হয়৷ শুষ্কতা বলতে গ্রামে প্রায় দেখতে পাওয়া যায় ৷ পুকুর ডোবা নালা যেখানে বর্ষাকালীন সময়ে অনেক জল ছিল৷ বর্তমানে শীতকালে সময়ে নদী থেকে শুরু করে পুকুর ডোবা জল শুকিয়ে গিয়েছে৷
আবার এই শীতের সময় চোখে পড়ে ৷ নানা প্রজাতির পাখির আনাগোনা৷ সেই সকাল কুয়াশার ভোর থেকে শুরু করে দুপুরের ঝলমলে রোদের ঝলকানি৷ এবং কি বিকেলে শেষে হালকা হালকা কুয়াচ্ছন্ন দেখা যায় ৷ দেখতে বেশ ভালোই লাগে চারদিকের পরিবেশটা। পারলে আপনারাও ঠিক বিকেলের শেষে একটু পরিবেশটা লক্ষ করবেন ৷ যে চারদিকে যেমন কুয়াশায় ঢেকে পড়েছে এবং কি সূর্যের আলোর রশিটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে ৷ আর সারাদিনেই নানা ধরনের প্রজাতির পাখি আকাশে উড়ে বেড়ায় এবং কি যেখানে সেখানে গাছের ডালে বসে থাকি ৷ আবার লক্ষ্য করা যায় বড় বড় কাক এবং কি ধবল সাদা ধবধবে বক উড়ে বেড়ায় প্রকৃতির ধারায় ৷ এই সময়টাই সবচেয়ে বেশি উপভোগ করার মত একটি দৃশ্য৷
এই শীতকালীন সময়ে প্রকৃতি তার রুপ সৌন্দর্য যেন নিংড়ে দিচ্ছে ৷ আর আমি কয়েকদিন ধরে দেখছি আমার বাংলা ব্লগের অনেক ইউজার সুন্দর সুন্দর ব্লগ লিখছেন শীতকালীন বিষয় নিয়ে ৷
লোকেশন
তো বন্ধুরা এই ছিল আমার গ্রামের মানুষের বর্তমান সময়ে ব্যস্ততার দিন গুলি ৷ এবং কি এই শীতের সময় গ্রামের রুপ সৌন্দর্য কিছু পরিবর্তন নিয়ে লেখা ৷ আশা করবো আপনাদের সবার ভালো লাগবে ৷
তো আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | রিয়েলমি সি বারো |
@gopiray
🙏 সবাইকে ধন্যবাদ🙏



🙏 সবাইকে ধন্যবাদ🙏
শীতকালে গ্রামের মানুষের জীবনের খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন। গ্রামের এমন অপূর্ব দৃশ্য দেখলে মন ভরে যায়।কতদিন হলো এই সুন্দর দৃশ্য দেখা হয়না। আপনার এই পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি দেখে গ্রামের কথা খুব মনে পড়ে গেল। আমার গ্রামে ফিরে যেতে খুব ইচ্ছে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি গ্রামের আলোকচিত্র গুলো দেখে অনেক সুন্দর মন্তব্য করেছেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কুমিল্লাতে আছি এখানে সকালে এখনো কেমন একটা কুয়াশা দেখিনি। আর গ্রামের পরিবেশে এমনিতেও তাড়াতাড়ি চলে আসে। আপনার ছবির মাধ্যমে দেখতে পারলাম সবাই গান কাটার শুরু করে দিয়েছে। আর হ্যাঁ শীতকালে যেহেতু আমাদের দেশে বৃষ্টি হয় না তাই নদী গুলো খাল বিল গুলা শুকিয়ে যায়। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই গ্রামে তো খুব আগেই ঠান্ডা চলে আসে ৷ ধন্যবাদ ভাই মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে গ্রাম বাংলা যে আলোচিত্র তুলে ধরেছেন তাতে যে কেউ গ্রাম বাংলার প্রকৃতি দেখে মুগ্ধ হবে। আমার কাছে বেশ ভালো লেগেছে পাখিদের দৃশ্যটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই সময়টাতে গ্রামের দিকে অল্প অল্প শীত পড়তে দেখতে পাওয়া যায়। আর এর মধ্যেই গ্রামের মানুষগুলো খুবই ব্যস্ত সময় পার করে। বিশেষ করে তাদের উৎপাদিত সোনালী ফসল অর্থাৎ ধান ঘরে তোলার জন্য। যদিও এখন পর্যন্ত আমাদের এলাকাতে ধান কাটা শুরু হয়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই ধান কাটা থেকে শুরু করে ঘড়ে তোলা পযন্ত ব্যস্ত থাকে ৷ ধন্যবাদ মতামতের জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত কালে গ্রামের মানুষ দের ব্যস্ততা বেড়ে যায় আমার কথাও বলি ধান কাটা বিভিন্ন শষ্য বুনা সব মিলিয়ে প্রচুর কাজ দারুন উপস্থপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে সব কিছুর একটা পরিবর্তন ঘটে।এখন শীতকাল এই সময় মানুষের এই আওয়ার সাথে খাপ খাওয়ানো একটু কষ্টকর হয়ে উঠবে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনার ওই দিকে ধান কাটা শুরু হয়ে গেছে। আমাদের এদিকে ধান এখনো ঠিক রকম ভাবে কাটা শুরু করে নাই।তবে ধানের সময় গ্রামের সব মানুষ গুলোই কর্মব্যস্ত হয়ে ওঠে এমনকি গ্রামের বধুর আওতার বাইরে নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ওই দিকে এখনো ধান কাটা শুরু হয় নি ৷ আর আমাদের এই দিকে প্রায় শেষ ৷ আর হ্যা ভাই এই অনেক ব্যস্ত থাকে গ্রামের মানুষ গুলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই শহরে এখনকার ওয়েদারটা একটু কেমন যেন। দুপুরে গরম থাকায় এবং সকাল রাতে ঠান্ডা হওয়ার কারণে অনেকেই বেশ অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন এজন্য আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। এই সময় বিভিন্ন ধরনের শীতের পাখি আসে। আর সেগুলো দেখতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দেখছি। সব মিলিয়ে ভালো লেগেছে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে গ্রামে এখন বেশ ঠান্ডা ৷ আর শহরে না কি গরম ৷ এই হলো বর্তমান প্রেক্ষাপট ৷ আসলে শহরে তো গাছপালা নেই শুধু মানুষ আর কলকারখানা ৷
ধন্যবাদ আপু ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের মানুষের শীতকালের খুবই দারুণ একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনাদের ওদিকে ধানকাটা অলরেডি শুরু হয়ে গেছে। যাইহোক সবমিলিয়ে শীতকালটা আমার খুবই ভালো যায়। ভালো লাগলো দেখে আপনার পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই অলরেডি শুরু হয়েছে ধান কাটার কাজ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে গ্রামের মানুষের ব্যস্ততা নিয়ে খুব সুন্দর ব্লগ শেয়ার করলেন,খুব ভাল লাগলো। ধানকাটা সকাল থেকেই শুরু হয়ে যায়। ধান ক্ষেত খুব ভাল লাগলো দেখে।অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি তুলে ধরেছেন অনেক ধন্যবাদ এজন্য। অনেক শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷ আসলে গ্রামের দৃশ্য গুলো বেশ চমৎকার ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া গতকাল রাতে আম্মু আমাকে ফোন করে বলেছে যে রবিবারে আমাদের গ্রামের বাড়িতে ধান কাটা পড়বে। আপনার পোষ্টের মাধ্যমে তার প্রমান দেখতেছি। শীতের সময় গ্রামে কাজের একটি চাপ থাকে। চারদিকে ধান আর খড়ের মেলা দেখা যায়। আপনার মাধ্যমে গ্রামের কিছু চিত্র দেখে গ্রামকে মিস করতেছি। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই নাকি আপনার মা ফোন করেছে ৷ শুনে খুব ভালো লাগলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধান বপনের সময়, গাছ বৃদ্ধির সময়ে আর ফলন হলে সেই সময়ের সৌন্দর্য যেমন ভালো লাগে, ধান কাটা হয়ে গেলে ফাঁকা মাঠ দেখলে বুকের ভেতরটা কেমন হু হু করতে থাকে। মনে হয় কি একটা যেনো নেই। গোধূলির ছবি বেশ সুন্দর তুলেছেন। ভালো লাগলো। একটা তারে এতগুলো পাখি বসে আছে দৃশ্যটি সত্যিই দারুণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ৷ আসলে এটা বিদ্যুৎ তার ছিল ৷ যেখানে একসাথে অনেক গুলো পাখি বসে ছিল ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit